ETV Bharat / state

খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ জামাইবাবুর ! - জামাইবাবু

Minor Girl Raped: নাবালিকার মায়ের অবর্তমানে খাবারের প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়িতে ডাক ৷ এরপর 10 বছরের বালিকাকে ধর্ষণের অভিযোগ জেঠতুতো জামাইবাবু বিরুদ্ধে ৷

Brother in law rapes minor girl
নাবালিকাকে ধর্ষণ জামাইবাবুর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 7:57 PM IST

রায়গঞ্জ, 22 নভেম্বর: মায়ের অবর্তমানে বাড়িতে একাই থাকত মেয়ে ৷ সেই সুযোগে জামাইবাবুর যৌন লালসার শিকার হল 10 বছরের নাবালিকা । খাবারের প্রলোভন দেখিয়ে তাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ ৷ এই ঘটনাটি মাসখানেক আগের ৷ তবে বুধবার রায়গঞ্জ মহিলা থানায় জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা । এরপরেই ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । বর্তমানে নাবালিকা অসুস্থ থাকায় তার চিকিৎসা চলছে ।

জানা গিয়েছে, বাড়িতে মা ও মেয়ে থাকেন । পাশেই মেয়েটির জেঠুর বাড়ি । সেখানে বর্তমানে জেঠতুতু দিদি ও জামাইবাবু থাকেন । মেয়েটির মা হাসপাতালে কাজ করেন ৷ তিনি রোজ ডিউটিতে চলে যান ৷ সেই সময় বাড়িতে দিনভর একাই থাকতে হয় নাবালিলকাকে । মেয়েটির মা জানান, কয়েকদিন আগে নাবালিকা শারীরিকভাবে অসুস্থ হয়ে পরে । সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসা করতেই বেরিয়ে আসে আসল তথ্য । মায়ের দাবি অনুযায়ী, মেয়ে জানায় যে গত মাস খানেক আগে খাবারের প্রলোভন দেখিয়ে তার জেঠতুতো দিদির স্বামী অর্থাৎ জামাইবাবু নাবালিকাকে ডেকে নিয়ে যায় নিজের বাড়িতে । এরপর ছাদের ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ।

মহিলা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার মা । তদন্তে নেমেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ । বৃহস্পতিবার অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে ৷

বেশ কিছুদিন থেকে বালিকাকে কুপ্রস্তাবও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছে মেয়েটির মা । এই বিষয়টি অভিযুক্তের স্ত্রীকে জানানো হলে তিনি স্বামীর পক্ষ নেন বলে নাবালিকার মায়ের দাবি । ঘটনার কথা জানাজানি হতেই পাড়ায় চাঞ্চল্য ছড়ায় । প্রতিবেশীরা এর প্রতিবাদ করে । তার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে পাড়া প্রতিবেশীরা ।

আরও পড়ুন:

  1. মুক ও বধির নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্তকে 43 বছরের কারাদণ্ড!
  2. 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাকরি থেকে বরখাস্ত সাব ইন্সপেক্টর
  3. হাথরসে সাত বছরের নাবালিকাকে 'ধর্ষণ' নাবালকের, দায়ের এফআইআর

রায়গঞ্জ, 22 নভেম্বর: মায়ের অবর্তমানে বাড়িতে একাই থাকত মেয়ে ৷ সেই সুযোগে জামাইবাবুর যৌন লালসার শিকার হল 10 বছরের নাবালিকা । খাবারের প্রলোভন দেখিয়ে তাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ ৷ এই ঘটনাটি মাসখানেক আগের ৷ তবে বুধবার রায়গঞ্জ মহিলা থানায় জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা । এরপরেই ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । বর্তমানে নাবালিকা অসুস্থ থাকায় তার চিকিৎসা চলছে ।

জানা গিয়েছে, বাড়িতে মা ও মেয়ে থাকেন । পাশেই মেয়েটির জেঠুর বাড়ি । সেখানে বর্তমানে জেঠতুতু দিদি ও জামাইবাবু থাকেন । মেয়েটির মা হাসপাতালে কাজ করেন ৷ তিনি রোজ ডিউটিতে চলে যান ৷ সেই সময় বাড়িতে দিনভর একাই থাকতে হয় নাবালিলকাকে । মেয়েটির মা জানান, কয়েকদিন আগে নাবালিকা শারীরিকভাবে অসুস্থ হয়ে পরে । সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসা করতেই বেরিয়ে আসে আসল তথ্য । মায়ের দাবি অনুযায়ী, মেয়ে জানায় যে গত মাস খানেক আগে খাবারের প্রলোভন দেখিয়ে তার জেঠতুতো দিদির স্বামী অর্থাৎ জামাইবাবু নাবালিকাকে ডেকে নিয়ে যায় নিজের বাড়িতে । এরপর ছাদের ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ।

মহিলা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার মা । তদন্তে নেমেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ । বৃহস্পতিবার অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে ৷

বেশ কিছুদিন থেকে বালিকাকে কুপ্রস্তাবও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছে মেয়েটির মা । এই বিষয়টি অভিযুক্তের স্ত্রীকে জানানো হলে তিনি স্বামীর পক্ষ নেন বলে নাবালিকার মায়ের দাবি । ঘটনার কথা জানাজানি হতেই পাড়ায় চাঞ্চল্য ছড়ায় । প্রতিবেশীরা এর প্রতিবাদ করে । তার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে পাড়া প্রতিবেশীরা ।

আরও পড়ুন:

  1. মুক ও বধির নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্তকে 43 বছরের কারাদণ্ড!
  2. 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাকরি থেকে বরখাস্ত সাব ইন্সপেক্টর
  3. হাথরসে সাত বছরের নাবালিকাকে 'ধর্ষণ' নাবালকের, দায়ের এফআইআর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.