রায়গঞ্জ, ২৪ জানুয়ারি : গোয়ালপোখর থানার শ্রীপুর গ্রামে এক BJP কর্মীর বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা । বাড়িতে ভাঙচুরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয় ।
আক্রান্তদের অভিযোগ, বাড়ির সদস্যদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয় । কোনওমতে পালিয়ে প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা।
বর্তমানে গুরুতর জখম অবস্থায় ওই BJP কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে ।
আহত BJP কর্মী গোকুল বিশ্বাস বলেন, এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেশ কিছুদিন ধরেই তাঁর দাদুর দান করা জমির দখল নিতে চেষ্টা করছে । প্রতিবাদ করায় ২ দিন আগে এক দুষ্কৃতী দলবল নিয়ে তাঁর বাবার উপর হামলা চালায় । তাদের নামে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করা হয় । থানায় অভিযোগ জানানোয় বৃহস্পতিবার রাতে বাড়িতে ঢুকে হামলা চালাল। বাড়ির দরজা ভেঙে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, কয়েক রাউন্ড গুলিও চালায়।
BJP-র উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক তাপস বিশ্বাস বলেন, "পুলিশ অভিযোগ পেয়েও ব্যবস্থা না নেওয়াতেই ফের হামলা চালাল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযুক্তদের গ্রেপ্তার না করলে আমরা আন্দোলন করব।"
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ দলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল বলেন, "এই ঘটনার সঙ্গে আমাদের দল বা রাজনৈতিক কোনও যোগাযোগ নেই । জমি নিয়ে রেষারেষির কারণেই এমনটা ঘটেছে বলে শুনেছি।"