ETV Bharat / state

চিকিৎসকদের গ্রিন জ়োন-রেড জ়োনে যাতায়াত বন্ধে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি রায়গঞ্জ BJP-র - কোরোনা ভাইরাস

"যে সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা রেড জ়োনে-গ্রিন জ়োনে ট্র্যাভেল করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে আবেদন জানানো হয়েছে।" বললেন রায়গঞ্জের BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি ৷

uttar Dinajpur
uttar Dinajpur
author img

By

Published : May 5, 2020, 4:00 PM IST

রায়গঞ্জ, 5 মে : রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কলকাতা যাতায়াত নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়ে নালিশ জানালেন জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি । চিঠিতে চিকিৎসকদের সাপ্তাহিক ছুটিতে রেড জ়োন-গ্রিন জ়োন যাতায়াত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি । চিঠিতে স্বাস্থ্য মন্ত্রকের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন রায়গঞ্জের BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি ।

সম্প্রতি, রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের একাংশের অভিযোগ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকদের একাংশ এই পরিস্থিতির মধ্যেও সাপ্তাহিক ছুটিতে জেলার বাইরে যাচ্ছেন । জানিয়ে মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে কোরোনা সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেছেন । তারপরই এই বিষয়ে পদক্ষেপের জন্য আবেদন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিশ্বজিৎ লাহিড়ি ৷ তাঁর দাবি এই ভাবে চলতে থাকলে গ্রিন জ়োন থাকা জেলা উত্তর দিনাজপুর জেলা অরেঞ্জ বা রেড জ়োনে চলে যাবে ৷ জেলায় কোরোনা সংক্রমণ দেখা দিতে পারে ৷ যা কিছুতেই হোতে দেওয়া যাবে না ৷

uttar Dinajpur
স্বাস্থ্যমন্ত্রীকে পাঠানো চিঠি

বিশ্বজিৎবাবু জানান, "যে সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা রেড জ়োনে-গ্রিন জ়োনে যাতায়াত করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি । এই ব্যাপারে চিঠি দিয়েছি । এইভাবে লকডাউন অমান্য করে যাতায়াত মোটেও মেনে নেওয়া যায় না ।"

রায়গঞ্জ, 5 মে : রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কলকাতা যাতায়াত নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়ে নালিশ জানালেন জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি । চিঠিতে চিকিৎসকদের সাপ্তাহিক ছুটিতে রেড জ়োন-গ্রিন জ়োন যাতায়াত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি । চিঠিতে স্বাস্থ্য মন্ত্রকের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন রায়গঞ্জের BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি ।

সম্প্রতি, রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের একাংশের অভিযোগ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকদের একাংশ এই পরিস্থিতির মধ্যেও সাপ্তাহিক ছুটিতে জেলার বাইরে যাচ্ছেন । জানিয়ে মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে কোরোনা সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেছেন । তারপরই এই বিষয়ে পদক্ষেপের জন্য আবেদন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিশ্বজিৎ লাহিড়ি ৷ তাঁর দাবি এই ভাবে চলতে থাকলে গ্রিন জ়োন থাকা জেলা উত্তর দিনাজপুর জেলা অরেঞ্জ বা রেড জ়োনে চলে যাবে ৷ জেলায় কোরোনা সংক্রমণ দেখা দিতে পারে ৷ যা কিছুতেই হোতে দেওয়া যাবে না ৷

uttar Dinajpur
স্বাস্থ্যমন্ত্রীকে পাঠানো চিঠি

বিশ্বজিৎবাবু জানান, "যে সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা রেড জ়োনে-গ্রিন জ়োনে যাতায়াত করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি । এই ব্যাপারে চিঠি দিয়েছি । এইভাবে লকডাউন অমান্য করে যাতায়াত মোটেও মেনে নেওয়া যায় না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.