ETV Bharat / state

টিকাকরণে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির স্মারকলিপি পেশ - corona

করোনার টিকা নিয়ে দুর্নীতি করা হচ্ছে ৷ এই অভিযোগ তুলে উত্তর দিনাজপুরের সিএমওএইচকে স্মারকলিপি জমা দিলেন জেলা বিজেপির শীর্ষ নেতারা ৷ ছিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার-সহ অন্যরা ৷

BJP deputation in protest of corruption in covid vaccination in north dinajpur
টিকাকরণে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির স্মারকলিপি পেশ
author img

By

Published : Jun 9, 2021, 9:30 PM IST

রায়গঞ্জ, 9 জুন : করোনার টিকা নিয়ে চরম দুর্নীতির অভিযোগ তুলে এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের দ্রুত টিকাকরণের দাবিতে উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিল জেলা বিজেপি ৷ বুধবারের এই কর্মসূচিতে অংশ নেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার-সহ দলের জেলাস্তরের নেতারা ৷

এরই পাশাপাশি ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন বহু বিজেপি কর্মী ও কার্যকর্তা, এই অভিযোগ তুলে এবং তার প্রতিবাদে উত্তর দিনাজপুরের জেলাশাসকের দফতরেও স্মারকলিপি প্রদান করেন জেলা বিজেপির শীর্ষ নেতারা ৷

বিজেপির অভিযোগ, করোনার টিকাকরণ নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে ৷ শাসকদল তৃণমূল কংগ্রেসের আত্মীয়, পরিজনদের আগে ভাগে টিকা দেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে ৷ প্রকৃতপক্ষে যাঁরা প্রথম সারির করোনা যোদ্ধা, তাঁরা বাদ পড়ছেন টিকাকরণ থেকে ৷

নিয়ম, বিধি মেনে যাতে সকলকে করোনার টিকা দেওয়া হয়, সেই দাবি নিয়ে এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিকচন্দ্র মণ্ডলের কাছে স্মারকলিপি জমা দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির শীর্ষ নেতারা ৷

আরও পড়ুন : শ্রমিকের জন্য নিখরচায় করোনার টিকাকরণ দুর্গাপুরের বেসরকারি সংস্থায়

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সঙ্গে নিয়ে জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন ৷

রায়গঞ্জ, 9 জুন : করোনার টিকা নিয়ে চরম দুর্নীতির অভিযোগ তুলে এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের দ্রুত টিকাকরণের দাবিতে উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিল জেলা বিজেপি ৷ বুধবারের এই কর্মসূচিতে অংশ নেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার-সহ দলের জেলাস্তরের নেতারা ৷

এরই পাশাপাশি ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন বহু বিজেপি কর্মী ও কার্যকর্তা, এই অভিযোগ তুলে এবং তার প্রতিবাদে উত্তর দিনাজপুরের জেলাশাসকের দফতরেও স্মারকলিপি প্রদান করেন জেলা বিজেপির শীর্ষ নেতারা ৷

বিজেপির অভিযোগ, করোনার টিকাকরণ নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে ৷ শাসকদল তৃণমূল কংগ্রেসের আত্মীয়, পরিজনদের আগে ভাগে টিকা দেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে ৷ প্রকৃতপক্ষে যাঁরা প্রথম সারির করোনা যোদ্ধা, তাঁরা বাদ পড়ছেন টিকাকরণ থেকে ৷

নিয়ম, বিধি মেনে যাতে সকলকে করোনার টিকা দেওয়া হয়, সেই দাবি নিয়ে এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিকচন্দ্র মণ্ডলের কাছে স্মারকলিপি জমা দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির শীর্ষ নেতারা ৷

আরও পড়ুন : শ্রমিকের জন্য নিখরচায় করোনার টিকাকরণ দুর্গাপুরের বেসরকারি সংস্থায়

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সঙ্গে নিয়ে জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.