ETV Bharat / state

একাধিক ফ্লেক্স-ব্যানার থেকে BJP প্রার্থীর ছবি উধাও, অভিযুক্ত তৃণমূল - tmc

BJP নেতা সুরজিৎ সেন বলেন, "আমাদের প্রার্থীর ব্যানার থেকে তাঁর ছবি কেটে ফেলা হয়েছে । তৃণমূল কংগ্রেসের সদস্যরাই এই কাণ্ড ঘটিয়েছে । আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি । এর আগেও বিভিন্ন এলাকায় BJP কর্মীদের হুমকি দিয়েছে তৃণমূল কর্মীরা ।"

একাধিক ফ্লেক্স-ব্যানার থেকে BJP প্রার্থীর ছবি উধাও
author img

By

Published : May 13, 2019, 9:44 PM IST

Updated : May 13, 2019, 9:52 PM IST

ইসলামপুর,13 মে : একাধিক ফ্লেক্স-ব্যানার থেকে BJP প্রার্থীর ছবি উধাও । অভিযোগ, তৃণমূল কংগ্রেসের তরফে এই কাজ করা হয়েছে । তবে তৃণমূলের দাবি, সাধারণ মানুষ পাশে নেই তাই প্রচারে আসতে BJP নিজেরাই এই করেছে । তবে, BJP-র তরফে সমস্ত বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে ।

আগামী 19 মে ইসলামপুর বিধানসভার উপনির্বাচন । তার আগে আজ দুপুরে দেখা যায়, ইসলামপুরের বিভিন্ন এলাকায় BJP প্রার্থী সৌম্যরূপ মণ্ডলের সমর্থনে লাগানো ব্যানার থেকে তাঁর ছবি কেটে নেওয়া হয়েছে । বেশ কয়েকটি জায়গায় একই ঘটনা ঘটেছে । BJP-র দাবি তৃণমূল কংগ্রেস কর্মীরাই এই কাজ করেছে । যদিও, তৃণমূল নেতাদের দাবি শুধুমাত্র প্রচারে আসার জন্যই এই কাজ করেছে BJP ।

এই বিষয়ে BJP উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, "আমাদের প্রার্থীর ব্যানার থেকে তার ছবি কেটে ফেলা হয়েছে । তৃণমূল কংগ্রেস সদস্যরা এই কাণ্ড ঘটিয়েছে । আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি । এর আগেও বিভিন্ন এলাকায় BJP কর্মীদের হুমকি দিয়েছে তৃণমূল কর্মীরা ।"

একাধিক ফ্লেক্স-ব্যানার থেকে BJP প্রার্থীর ছবি উধাও

যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক প্রেসিডেন্ট জাকির হুসেন বলেন, "ওরা নিজেরাই ব্যানার ছিঁড়েছে । BJP-র তো চরিত্রই এটা । এখানে তো BJP-ই নেই । যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয় সেখানে এসব সম্ভব । কিন্তু ওদের জনসমর্থন নেই তাই এসব করে গণমাধ্যমের মাধ্যমে প্রচারে আসতে চাইছে ।"

ইসলামপুর,13 মে : একাধিক ফ্লেক্স-ব্যানার থেকে BJP প্রার্থীর ছবি উধাও । অভিযোগ, তৃণমূল কংগ্রেসের তরফে এই কাজ করা হয়েছে । তবে তৃণমূলের দাবি, সাধারণ মানুষ পাশে নেই তাই প্রচারে আসতে BJP নিজেরাই এই করেছে । তবে, BJP-র তরফে সমস্ত বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে ।

আগামী 19 মে ইসলামপুর বিধানসভার উপনির্বাচন । তার আগে আজ দুপুরে দেখা যায়, ইসলামপুরের বিভিন্ন এলাকায় BJP প্রার্থী সৌম্যরূপ মণ্ডলের সমর্থনে লাগানো ব্যানার থেকে তাঁর ছবি কেটে নেওয়া হয়েছে । বেশ কয়েকটি জায়গায় একই ঘটনা ঘটেছে । BJP-র দাবি তৃণমূল কংগ্রেস কর্মীরাই এই কাজ করেছে । যদিও, তৃণমূল নেতাদের দাবি শুধুমাত্র প্রচারে আসার জন্যই এই কাজ করেছে BJP ।

এই বিষয়ে BJP উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, "আমাদের প্রার্থীর ব্যানার থেকে তার ছবি কেটে ফেলা হয়েছে । তৃণমূল কংগ্রেস সদস্যরা এই কাণ্ড ঘটিয়েছে । আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি । এর আগেও বিভিন্ন এলাকায় BJP কর্মীদের হুমকি দিয়েছে তৃণমূল কর্মীরা ।"

একাধিক ফ্লেক্স-ব্যানার থেকে BJP প্রার্থীর ছবি উধাও

যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক প্রেসিডেন্ট জাকির হুসেন বলেন, "ওরা নিজেরাই ব্যানার ছিঁড়েছে । BJP-র তো চরিত্রই এটা । এখানে তো BJP-ই নেই । যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয় সেখানে এসব সম্ভব । কিন্তু ওদের জনসমর্থন নেই তাই এসব করে গণমাধ্যমের মাধ্যমে প্রচারে আসতে চাইছে ।"

Intro:ইসলামপুর,১৩ মেঃ- একাধিক ফ্লেক্স-ব্যানার থেকে বিজেপি প্রার্থীর ছবি উধাও।বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস এই কাণ্ড ঘটিয়েছে।তৃণমূলের দাবি,সাধারণ মানুষ পাশে নেই তাই প্রচারে আসতেই নিজেরাই এই কাণ্ড ঘটিয়েছে বিজেপি।সবমিলিয়ে ব্যানার ছেঁড়ার ঘটানাকে কেন্দ্র করে শাসক- বিরোধী তরজা তুঙ্গে।
আগামী ১৯ মে ইসলামপুর বিধানসভার উপ-নির্বাচন রয়েছে।তার আগেই,সোমবার দুপুরে দেখা যায়, ইসলামপুরের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী সৌম্যরুপ মণ্ডলের সমর্থনে লাগানো ব্যানার থেকে তার ছবি কেটে নেওয়া হয়েছে।বেশ কয়েকটি জায়গায় একই ঘটনা ঘটেছে।বিজেপির দাবি সমস্ত ঘটনাটি তৃণমূল কংগ্রেস কর্মীরাই ঘটিয়েছে।যদিও,শাসকদলের নেতাদের দাবি শুধুমাত্র প্রচারে আসার জন্যই এমন কাণ্ড বিজেপি নিজেই ঘটিয়েছে।সমস্ত বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানিয়ে লিখিত অভিযোগ করেছে বিজেপি।

এই বিষয়ে বিজেপি উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি সুরজিত সেন বলেন,আমাদের প্রার্থীর ব্যানার থেকে তার ছবি কেটে ফেলা হয়েছে।তৃণমূল কংগ্রেসের সদস্যরাই এই কাণ্ড ঘটিয়েছে।আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি।এর আগেও বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল।

যদিও,সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক প্রেসিডেন্ট জাকির হুসেন বলেন,ওরা নিজেরাই ব্যানার ছিঁড়েছে।ওদের জন সমর্থন নেই তাই এসব করে গণমাধ্যমের মাধ্যমে প্রচারে আসতে চাইছে।।

বাইট--জাকির হুসেন,,সুরজিত সেন।।

তারক চক্রবর্তী, রায়গঞ্জ।। Body:ভংConclusion:ধ
Last Updated : May 13, 2019, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.