রায়গঞ্জ, 8 এপ্রিল : কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে যোগী আদিত্যনাথের সভাকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার ওই ব্লকেরই কুনোড় এলাকায় উত্তরবঙ্গ কৃষক মহাপঞ্চায়েতের সভা অনুষ্ঠিত হয় । মেধা পাটেকর, যোগীন্দ্র যাদব সহ দিল্লির কৃষক আন্দোলনের একঝাঁক নেতৃত্ব এদিন এই সভায় অংশ গ্রহণ করেন । কেন্দ্রীয় সরকারের কৃষক আইনের সমালোচনা করে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করার ডাক দেন নেতৃত্ব ।
বুধবার বিকেলে কালিয়াগঞ্জে জনসভা করেন যোগী আদিত্যনাথ । ঠিক তার ঘণ্টাখানেকের মধ্যে উত্তরবঙ্গ কৃষক মহাপঞ্চায়েতের ব্যানারে কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে কালিয়াগঞ্জের কুনোড় এলাকায় একটি জনসভা হয় । কৃষক আন্দোলনের নেতা জিতেন্দ্র যাদব তার ভাষণে বলেন, "সৌরভ গঙ্গোপাধ্যায় অসুস্থ হলে প্রধানমন্ত্রী তাকে ফোন করার বা স্যোশাল মিডিয়ায় তার আরোগ্য কামনা করে পোস্ট করার সময় পান । অথচ দিল্লিতে কৃষক আইনের বিরোধিতা করে আন্দোলনকারী 350 জন কৃষক শহিদ হয়েছেন । তাদের প্রতি নূন্যতম শ্রদ্ধা জানানোর সময় তাঁর নেই । ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদির মতো মিথ্যেবাদী প্রধানমন্ত্রী হয়নি।
আরও পড়ুন : বাংলার গুন্ডাদের পাতাল থেকে বের করে জেলে ঢোকানোর হুঁশিয়ারি যোগীর
তিনি আরও বলেন, "আজ উত্তরপ্রদেশ থেকে এক নেতা বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছেন। গেরুয়া পরে নিজেকে যোগী সাজিয়েছেন। নিজের রাজ্যে আইন শৃঙ্খলা সামলাতে পারে না, বেকারদের চাকরি দিতে পারেননি । সেই নেতা এই রাজ্যে এসে ভ্রষ্টাচার দূর করার, বেকারত্বের অবসান করার কথা বলছেন । একের পর এক জনবিরোধী নিতি চালু করে, মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চক্রান্ত করাই এদের কাজ । এই বিজেপিকে এবারের নির্বাচনে একটি ভোটও দেবেন না ।"
তবে অরাজনৈতিক এই সভার দেখভাল করতে ব্লকস্তরের নেতৃত্বকে দেখা গিয়েছে ।