কলকাতা, 17 নভেম্বর: নতুন বছরে দর্শকের দরবারে আসছে বাংলা ছবি 'ভাগ্যলক্ষ্মী'। কিছুদিন আগেই হাজির হয়েছে এর মোশন পোস্টার । আগামী 10 জানুয়ারি সাড়ম্বরে মুক্তি পাবে এই বাংলা ছবিটি । বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি রায়, রতন সরখেল, স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার, অনন্যা দাস প্রমুখ ।
গল্পের কেন্দ্রে রয়েছে, সত্য এবং কাবেরী গঙ্গোপাধ্যায় । সাসপেন্স থ্রিলার ঘরানায় তৈরি হয়েছে এই ছবি ৷ পোস্টারের ভিডিয়োতেই দেখা যাচ্ছে, আচমকা খুলে গেল একটি লাল রঙের বড়সড় সুটকেস । ডালা খোলামাত্রই বেরিয়ে এল তাড়া তাড়া নোট । এরপর থরথর করে কাঁপতে কাঁপতে বেরোল একটি রক্তাক্ত হাত । সেই কাটা হাত থেকে চুঁইয়ে পড়ছে রক্ত ।
আর তারপর সেই রক্তের উপর পা ফেলে কেউ যেন সারা ঘর হেঁটে বেড়াতে শুরু করল....তাকে দেখা না গেলেও তার অস্তিত্ব বোঝা যায় । মেঝের উপর ধীরে ধীরে ফুটে উঠতে লাগল তার রক্তমাখা পায়ের ছাপ । সেই পায়ের ছাপ অনেকটাই মা লক্ষ্মীর পায়ের ছাপের মতো । এই ছবির মাধ্যমে পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ঋত্বিক চক্রবর্তী ও সোলাঙ্কি রায় । তাঁদেরই নাম সত্য ও কাবেরী ।
'ভাগ্যলক্ষ্মী' এক মধ্যবিত্ত দম্পতির জীবন ও সমাজের নানা সমস্যার বাঁধনে আবদ্ধতার কথা বলে । এক রাতে সত্যর এক পুরনো বন্ধু তার বাড়িতে আসে ৷ সেই রাতে সে ওই বাড়িতেই থাকে । পরদিন সকালে ঘুম ভেঙে সত্য আবিষ্কার করে তার সেই বন্ধু অতিরিক্ত মাদক সেবনের জন্য মারা গিয়েছে ওই ঘরের মধ্যেই । সেই বন্ধুর সঙ্গে থাকা সুটকেস থেকেই বের হয় কম করে কয়েক কোটি টাকা ! কোনও জালে জড়িয়ে পড়বে না তো তারা ? পরিণতি কী হবে তাদের ? এই নিয়েই এগিয়েছে 'ভাগ্যলক্ষ্মী'র গল্প ।
পরিচালক মৈনাক ভৌমিকের কথায়, "আমি একজন সাধারণ মধ্যবিত্ত জাগতিক স্বামী-স্ত্রীকে নিয়ে একটি ফিল্ম বানাতে চেয়েছি । তাদের অপরাধ ও কল্পনার জগতে ফেলে দিলে তারা কোথায় যায় তা দেখতে চেয়েছিলাম । আমার কাছে এই ছবিটি হল বাস্তব জীবনের নাটকের মিশ্রণ, যা বাস্তব জীবনের মানুষের কল্পনার জগতে লাফিয়ে পড়ে । আমি নন্দী সিনেমা এবং আমার প্রযোজকের কাছে ঋণী, আমার সঙ্গে এই কাজে শামিল হওয়ার জন্য ।"