ETV Bharat / state

আমবাগানে সিভিকের ঝুলন্ত দেহ, প্রাক্তন পঞ্চায়েত প্রধান হুমকি দেওয়ায় চরম সিদ্ধান্ত ? - HANGING BODY RECOVERED

মৃত ব্যক্তি কৃষ্ণনগর কোতোয়ালি থানার সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন ৷ আজ সকালে এলাকার একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা ৷

HANGING BODY RECOVERED
কৃষ্ণনগরে আমবাগানে সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2024, 3:15 PM IST

নদিয়া, 17 নভেম্বর: আমবাগান থেকে উদ্ধার হল এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ ৷ ভোরের আলোয় সেই দৃশ্য দেখে আঁতকে উঠলেন স্থানীয় পথচলতি লোকজন ৷ নিহত সিভিক ভলান্টিয়ারের নাম মাধব সর্দার ৷ রবিবার কৃষ্ণনগরের উসতিপুরে হরিহর মন্দির এলাকার ঘটনায় মৃতের স্ত্রীর অভিযোগ, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের হুমকিতে ভয় পেয়ে চরম সিদ্ধান্ত নিয়েছেন তাঁর স্বামী ৷

স্থানীয় সূত্রে খবর, এ দিন ভোরের আলো ফুটতেই হরিহর মন্দির এলাকার আমবাগানের একটি গাছ থেকে কিছু একটা ঝুলে থাকতে দেখেন লোকজন ৷ কাছে যেতেই নজরে আসে সেই ভয়াবহ দৃশ্য ৷ গাছে ঝুলছে একজনের দেহ ৷ খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ দেহটি গাছ থেকে নামানো হয় ৷ তারপরেই জানা যায়, মৃত ব্যক্তি মাধব সর্দার (38) ৷ তিনি কোতোয়ালি থানায় সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন ৷

কৃষ্ণনগরে আমবাগানে সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ (ইটিভি ভারত)

খবর পেয়ে মৃতের স্ত্রী এবং পরিবারের বাকি সদস্যও কোতোয়ালি থানায় পৌঁছান ৷ সেখানেই মৃতের স্ত্রী পুষ্পরানি সর্দার উসতিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অসিত বিশ্বাসের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করলেন ৷ তিনি বলেন, "এখানকারই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ওঁকে ভয় দেখিয়েছিল ৷ তারপর থেকে আতংকে ছিল ৷ কিন্তু, কী কারণে হুমকি দিয়েছিল, সেটা বলেনি ৷ তবে, তারপর থেকেই ভয়ে ছিল আমার স্বামী ৷"

তাহলে কি মাধব সর্দারের মৃত্যুর পিছনে প্রাক্তন পঞ্চায়েত প্রধান কোনও ভাবে জড়িত ? পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ৷ মাধব সর্দারের দেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য ৷ এই ঘটনা নিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ বলেন, "মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে স্পষ্ট হওয়া যাবে কী কারণে তাঁর মৃত্যু ৷ পুলিশ পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে ৷"

নদিয়া, 17 নভেম্বর: আমবাগান থেকে উদ্ধার হল এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ ৷ ভোরের আলোয় সেই দৃশ্য দেখে আঁতকে উঠলেন স্থানীয় পথচলতি লোকজন ৷ নিহত সিভিক ভলান্টিয়ারের নাম মাধব সর্দার ৷ রবিবার কৃষ্ণনগরের উসতিপুরে হরিহর মন্দির এলাকার ঘটনায় মৃতের স্ত্রীর অভিযোগ, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের হুমকিতে ভয় পেয়ে চরম সিদ্ধান্ত নিয়েছেন তাঁর স্বামী ৷

স্থানীয় সূত্রে খবর, এ দিন ভোরের আলো ফুটতেই হরিহর মন্দির এলাকার আমবাগানের একটি গাছ থেকে কিছু একটা ঝুলে থাকতে দেখেন লোকজন ৷ কাছে যেতেই নজরে আসে সেই ভয়াবহ দৃশ্য ৷ গাছে ঝুলছে একজনের দেহ ৷ খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ দেহটি গাছ থেকে নামানো হয় ৷ তারপরেই জানা যায়, মৃত ব্যক্তি মাধব সর্দার (38) ৷ তিনি কোতোয়ালি থানায় সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন ৷

কৃষ্ণনগরে আমবাগানে সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ (ইটিভি ভারত)

খবর পেয়ে মৃতের স্ত্রী এবং পরিবারের বাকি সদস্যও কোতোয়ালি থানায় পৌঁছান ৷ সেখানেই মৃতের স্ত্রী পুষ্পরানি সর্দার উসতিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অসিত বিশ্বাসের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করলেন ৷ তিনি বলেন, "এখানকারই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ওঁকে ভয় দেখিয়েছিল ৷ তারপর থেকে আতংকে ছিল ৷ কিন্তু, কী কারণে হুমকি দিয়েছিল, সেটা বলেনি ৷ তবে, তারপর থেকেই ভয়ে ছিল আমার স্বামী ৷"

তাহলে কি মাধব সর্দারের মৃত্যুর পিছনে প্রাক্তন পঞ্চায়েত প্রধান কোনও ভাবে জড়িত ? পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ৷ মাধব সর্দারের দেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য ৷ এই ঘটনা নিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ বলেন, "মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে স্পষ্ট হওয়া যাবে কী কারণে তাঁর মৃত্যু ৷ পুলিশ পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.