ETV Bharat / state

নির্বাচনের 15 দিন আগে দলবদল ইটাহারের তৃণমূল নেতার

22 এপ্রিল উত্তর দিনাজপুরে ইভিএমবন্দি হতে চলেছে মানুষের রায় ৷ তার আগে গতকাল উত্তর দিনাজপুরের ইটাহারের বিদায়ী তৃণমূল বিধায়ক অমল আচার্য যোগ দিলেন বিজেপিতে ৷ পাশাপাশি তাঁর সঙ্গে যোগ দিলেন বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মীও ৷ যদিও এর ফলে দলে বিশেষ কোনও প্রভাব পড়বে না বলে দাবি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের ৷

বিজেপিতে যোগ দিলেন ইটাহারের তৃণমূল নেতা
বিজেপিতে যোগ দিলেন ইটাহারের তৃণমূল নেতা
author img

By

Published : Apr 8, 2021, 12:10 PM IST

রায়গঞ্জ, 8 এপ্রিল : ভোটের মাত্র 15 দিন আগেই উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন। বুধবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ইটাহারের বিদায়ী তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য। শুধু অমল আচার্যই নয়, দল বদলালেন অসংখ্য তৃণমূল নেতা-কর্মী। ইটাহারে বুধবার রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন তিনি ৷ অমলবাবু শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত। যদিও উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘অমল আচার্য দল ছেড়ে গেলেও দলে কোনও প্রভাব পড়বে না। অমল আচার্যের বিষয়টি রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট আকারে পাঠানো হবে।’’

2021 সালের বিধানসভা নির্বাচনে ইটাহার বিধানসভা কেন্দ্রে দু’বারের তৃণমূল কংগ্রেস বিধায়ক অমল আচার্যকে এবার প্রার্থী করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। ইটাহারে উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মুশাররফ হোসেনকে প্রার্থী করেছে তৃণমূল ৷ আর এতেই ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের একাংশ ক্ষুব্ধ হয়। যদিও শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই দলে নিষ্ক্রিয় হয়ে পড়েন ইটাহারের এই তৃণমূল নেতা ৷ এরপর টিকিট না পাওয়ায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমল আচার্য।

নির্বাচনের 15 দিন আগে দলবদল ইটাহারের তৃণমূল নেতার

অমলবাবুর সঙ্গে বিজেপিতে যোগ দিলেন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ অসংখ্য তৃণমূল নেতা-কর্মী। বিজেপিতে যোগদান করেই অমল আচার্যের হুঙ্কার, "তিলে তিলে গোটা উত্তর দিনাজপুর জেলাজুড়ে তৈরি করেছিলাম তৃণমূল কংগ্রেসকে । কথা দিচ্ছি, এই জেলা থেকে বেইমান-গদ্দার, কাটমানির দলকে নিশ্চিহ্ন করে দেব। এই যোগদান সভায় হাজার হাজার মানুষের আগমনই বলে দিচ্ছে ইটাহার শুধু নয়, গোটা উত্তর দিনাজপুর জেলাতেই পদ্মফুলের চাষ হবে। আমার সঙ্গে বেইমানি করেছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আমি এই কর্পোরেটের দলে থাকব না, পিকে টিমের দলে থাকব না ৷ "

আরও পড়ুন : বাগনানে বোমাবাজি, বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা; চলল লুটপাটও

যদিও উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, "দীর্ঘদিন ধরে দলে নিস্ক্রিয় ছিলেন অমল আচার্য। তাঁর তৃণমূল দল ছেড়ে যাওয়ায় দলে কোনও প্রভাব পড়বে না ৷"

রায়গঞ্জ, 8 এপ্রিল : ভোটের মাত্র 15 দিন আগেই উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন। বুধবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ইটাহারের বিদায়ী তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য। শুধু অমল আচার্যই নয়, দল বদলালেন অসংখ্য তৃণমূল নেতা-কর্মী। ইটাহারে বুধবার রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন তিনি ৷ অমলবাবু শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত। যদিও উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘অমল আচার্য দল ছেড়ে গেলেও দলে কোনও প্রভাব পড়বে না। অমল আচার্যের বিষয়টি রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট আকারে পাঠানো হবে।’’

2021 সালের বিধানসভা নির্বাচনে ইটাহার বিধানসভা কেন্দ্রে দু’বারের তৃণমূল কংগ্রেস বিধায়ক অমল আচার্যকে এবার প্রার্থী করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। ইটাহারে উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মুশাররফ হোসেনকে প্রার্থী করেছে তৃণমূল ৷ আর এতেই ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের একাংশ ক্ষুব্ধ হয়। যদিও শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই দলে নিষ্ক্রিয় হয়ে পড়েন ইটাহারের এই তৃণমূল নেতা ৷ এরপর টিকিট না পাওয়ায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমল আচার্য।

নির্বাচনের 15 দিন আগে দলবদল ইটাহারের তৃণমূল নেতার

অমলবাবুর সঙ্গে বিজেপিতে যোগ দিলেন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ অসংখ্য তৃণমূল নেতা-কর্মী। বিজেপিতে যোগদান করেই অমল আচার্যের হুঙ্কার, "তিলে তিলে গোটা উত্তর দিনাজপুর জেলাজুড়ে তৈরি করেছিলাম তৃণমূল কংগ্রেসকে । কথা দিচ্ছি, এই জেলা থেকে বেইমান-গদ্দার, কাটমানির দলকে নিশ্চিহ্ন করে দেব। এই যোগদান সভায় হাজার হাজার মানুষের আগমনই বলে দিচ্ছে ইটাহার শুধু নয়, গোটা উত্তর দিনাজপুর জেলাতেই পদ্মফুলের চাষ হবে। আমার সঙ্গে বেইমানি করেছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আমি এই কর্পোরেটের দলে থাকব না, পিকে টিমের দলে থাকব না ৷ "

আরও পড়ুন : বাগনানে বোমাবাজি, বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা; চলল লুটপাটও

যদিও উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, "দীর্ঘদিন ধরে দলে নিস্ক্রিয় ছিলেন অমল আচার্য। তাঁর তৃণমূল দল ছেড়ে যাওয়ায় দলে কোনও প্রভাব পড়বে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.