রায়গঞ্জে ভুট্টাক্ষেতে তৃণমূল কর্মীর দেহ - vote 2021
গতকাল মহারাজায় তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠকে গিয়েছিলেন মুক্তা । গতকাল রাতে বাড়ির থেকে কিছুটা দূরে একটি ভুট্টা ক্ষেতে মুক্তারের মৃতদেহটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । এই খবর জানাজানি হতেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে ।
রায়গঞ্জ, 12 এপ্রিল : রায়গঞ্জ থানার পানিশালার গোয়ালপাড়া গ্রামে ভুট্টা ক্ষেতে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ । মৃত কর্মীর নাম মুক্তার হুসেন ৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
পরিবারসূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার পানিশালার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা মুক্তার হুসেন ৷ তাঁর বয়স হয়েছিল 36 বছর ৷ গতকাল মহারাজায় তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠকে গিয়েছিলেন মুক্তা । গতকাল রাতে বাড়ির থেকে কিছুটা দূরে একটি ভুট্টা ক্ষেতে মুক্তারের মৃতদেহটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । এই খবর জানাজানি হতেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় ।
আরও পড়ুন : বুথে বিরোধীদের এজেন্ট বসলেই 50 লাখ জরিমানা, হুমকি তৃণমূল নেতার
মুক্তার স্ত্রী মঞ্জুরা খাতুন দোষীদের উপযুক্ত চাইছেন । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।