ETV Bharat / state

গোয়ালপোখরে সাংবাদিকদের উপর হামলা, দুষ্কৃতীদের পেটাল RAF - raf

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গোয়ালপোখরের কাটাফুলবাড়ির একটি বুথে আজ সকাল থেকে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছিল বলে খবর ছড়ায়। সাংবাদিকদের উপর মারধরের খবর পেয়ে এলাকায় পৌঁছায় RAF।

দুষ্কৃতীদের পেটাচ্ছে RAF
author img

By

Published : Apr 18, 2019, 11:18 AM IST

Updated : Apr 18, 2019, 11:34 AM IST

গোয়ালপোখর, 18 এপ্রিল : রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গোয়ালপোখরের কাটাফুলবাড়ির একটি বুথে আজ সকাল থেকে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছিল বলে খবর ছড়ায়। খবর পেয়ে সাংবাদিকরা সেই বুথে যান। সেসময় তাঁদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। বাঁশ, লাঠি দিয়ে পেটানো হয় সাংবাদিকদের। বুথের ছবি তুলতে বাধা দেওয়া হয়। গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

দেখুন ভিডিয়ো

এদিকে, সাংবাদিকদের উপর মারধরের খবর পেয়ে এলাকায় পৌঁছায় RAF। দুষ্কৃতীদের উপর লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গোয়ালপোখর, 18 এপ্রিল : রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গোয়ালপোখরের কাটাফুলবাড়ির একটি বুথে আজ সকাল থেকে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছিল বলে খবর ছড়ায়। খবর পেয়ে সাংবাদিকরা সেই বুথে যান। সেসময় তাঁদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। বাঁশ, লাঠি দিয়ে পেটানো হয় সাংবাদিকদের। বুথের ছবি তুলতে বাধা দেওয়া হয়। গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

দেখুন ভিডিয়ো

এদিকে, সাংবাদিকদের উপর মারধরের খবর পেয়ে এলাকায় পৌঁছায় RAF। দুষ্কৃতীদের উপর লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Intro:রায়গঞ্জ,৩০মার্চ:- কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা এখনো ঠিকমতো পৌঁছায় নি কৃষি প্রবণ রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায়। এমনই দাবি সেখানকার বাসিন্দাদের। কেউ কেউ কিছু কিছু প্রকল্পের সুবিধা পেলেও সবার সব সুযোগ-সুবিধা পাওয়াটাই এবারের লোকসভা নির্বাচনের প্রধান দাবি বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। কেউ রাজ্য সরকারের প্রকল্প নিয়ে উৎসাহিত কেউবা আবার কেন্দ্র সরকারের প্রকল্প গুলি খেয়ে অত্যন্ত জনদরদি হিসেবে ভাবছেন। তবে তবে প্রার্থীরা যারাই এলাকায় প্রচার করতে আসবেন, তাদের সবার কাছেই নিজেদের অন্ন বস্ত্র বাসস্থান সহ কৃষিকাজের একাধিক সুযোগ সুবিধা পাওয়ার দাবি তুলবেন এলাকাবাসী।

তারক চক্রবর্তী ,রায়গঞ্জ।।


Body:তঘ


Conclusion:হাফ
Last Updated : Apr 18, 2019, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.