গোয়ালপোখর, 18 এপ্রিল : রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গোয়ালপোখরের কাটাফুলবাড়ির একটি বুথে আজ সকাল থেকে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছিল বলে খবর ছড়ায়। খবর পেয়ে সাংবাদিকরা সেই বুথে যান। সেসময় তাঁদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। বাঁশ, লাঠি দিয়ে পেটানো হয় সাংবাদিকদের। বুথের ছবি তুলতে বাধা দেওয়া হয়। গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
এদিকে, সাংবাদিকদের উপর মারধরের খবর পেয়ে এলাকায় পৌঁছায় RAF। দুষ্কৃতীদের উপর লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।