ETV Bharat / state

চাকরির দেওয়ার নাম করে টাকা হাতিয়ে দম্পতিকে খুন, গ্রেফতার বিজেপি নেতা - ইটাহারের কৃষ্ণ অধিকারী

বৃহস্পতিবার মালদার গাজোল থানার পাশে এক বাড়ি থেকে উদ্ধার হয় চাকরির পাওয়ার নামে প্রতারিত দম্পতি গৌতম সরকার ও তাপসী সরকারের রক্তাক্ত মৃতদেহ । ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয় ৷

I want back my son and daughter in law
আর্তনাদ মায়ের
author img

By

Published : May 14, 2021, 3:26 PM IST

রায়গঞ্জ, 14 মে : চাকরির দরকার নেই, আর আমার ছেলে আর বৌমাকে ফিরিয়ে দেওয়া হোক । ছেলে-বৌমার মৃতদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙ্গে পড়ে একথা বলেন মৃত গৌতম সরকারের মা । তাঁর ছেলে আর বৌমার মৃতদেহগুলি দুই ঘর থেকে উদ্ধার করা হয় । ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে দু’জনকে । তাঁর বৌমাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ মহিলার ৷

চাকুরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এক দম্পতিকে খুন করার অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলার ইটাহারের কৃষ্ণ অধিকারী নামে এক বিজেপি নেতার বিরুদ্ধে । বৃহস্পতিবার মালদার গাজোল থানার পাশে এক বাড়ি থেকে উদ্ধার হয় প্রতারিত দম্পতি গৌতম সরকার ও তাপসী সরকারের রক্তাক্ত মৃতদেহ । মৃতের পরিবারের লোকেদের অভিযোগ, কৃষ্ণ অধিকারী ওই দম্পতিকে চাকুরি দেওয়ার নাম করে কয়েকদিন আগে বাড়ি থেকে শিলিগুড়ি নিয়ে যান । কিন্তু ক’দিন ধরে ওই দম্পতির মোবাইল ফোন সুইচড অফ দেখায় সন্দেহ হয় পরিবারের লোকজনের । তাঁরা ইটাহার থানায় বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ।

আরও পড়ুন : চাকরি দেওয়ার নামে এক দম্পতিকে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

গতকাল ওই দম্পতির মৃতদেহ উদ্ধার হতে রাতেই গ্রেফতার করা হয় কৃষ্ণ অধিকারীকে । ধৃতকে শুক্রবার রায়গঞ্জ আদালতে তোলার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ । ছেলে ও বৌমার মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মৃত গৌতমবাবুর মা । তিনি বলেন, "চাকরি আর দরকার নেই আমার ছেলে আর বৌমাকে ফিরিয়ে দেওয়া হোক ।’’ পাশাপাশি তিনি ছেলে ও বৌমাকে খুনের অপরাধে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন ।

রায়গঞ্জ, 14 মে : চাকরির দরকার নেই, আর আমার ছেলে আর বৌমাকে ফিরিয়ে দেওয়া হোক । ছেলে-বৌমার মৃতদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙ্গে পড়ে একথা বলেন মৃত গৌতম সরকারের মা । তাঁর ছেলে আর বৌমার মৃতদেহগুলি দুই ঘর থেকে উদ্ধার করা হয় । ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে দু’জনকে । তাঁর বৌমাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ মহিলার ৷

চাকুরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এক দম্পতিকে খুন করার অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলার ইটাহারের কৃষ্ণ অধিকারী নামে এক বিজেপি নেতার বিরুদ্ধে । বৃহস্পতিবার মালদার গাজোল থানার পাশে এক বাড়ি থেকে উদ্ধার হয় প্রতারিত দম্পতি গৌতম সরকার ও তাপসী সরকারের রক্তাক্ত মৃতদেহ । মৃতের পরিবারের লোকেদের অভিযোগ, কৃষ্ণ অধিকারী ওই দম্পতিকে চাকুরি দেওয়ার নাম করে কয়েকদিন আগে বাড়ি থেকে শিলিগুড়ি নিয়ে যান । কিন্তু ক’দিন ধরে ওই দম্পতির মোবাইল ফোন সুইচড অফ দেখায় সন্দেহ হয় পরিবারের লোকজনের । তাঁরা ইটাহার থানায় বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ।

আরও পড়ুন : চাকরি দেওয়ার নামে এক দম্পতিকে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

গতকাল ওই দম্পতির মৃতদেহ উদ্ধার হতে রাতেই গ্রেফতার করা হয় কৃষ্ণ অধিকারীকে । ধৃতকে শুক্রবার রায়গঞ্জ আদালতে তোলার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ । ছেলে ও বৌমার মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মৃত গৌতমবাবুর মা । তিনি বলেন, "চাকরি আর দরকার নেই আমার ছেলে আর বৌমাকে ফিরিয়ে দেওয়া হোক ।’’ পাশাপাশি তিনি ছেলে ও বৌমাকে খুনের অপরাধে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.