ETV Bharat / state

চোপড়ায় দুই ব্যবসায়ীর সংঘর্ষে জখম 8 - traders clash

রায়গঞ্জে দুই ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষের ঘটনায় জখম দু'পক্ষের 8 জন । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 18, 2020, 3:26 AM IST

রায়গঞ্জ, 17 জুন : আবারও উত্তপ্ত চোপড়া । এক ব্যবসায়ীকে আক্রমণের ঘটনার প্রতিবাদে ঝাড়বাড়ি এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয়। ঘটনায় দু'পক্ষের 8 জন জখম হয়েছে ।


সোমবার চোপড়া বাজার এলাকার জুতার ব্যবসায়ী মঞ্জুর আলমকে দোকানে ঢুকে আচমকা ধারলো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করেছিল সফিক আলম । মঞ্জুর আলমের পরিবার তখন সফিককে ধরে মারধর করে । আশঙ্কাজনক অবস্থায় মঞ্জুরকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় । পুলিশ সফিক আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে দলুয়া স্বাস্থ্যকেন্দ্র পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করে । সফিক সুস্থ হয়ে সেইদিন রাতেই বাড়ি ফেরে ।

অভিযোগ, বাড়ি ফিরে রাতেই সফিক আবার মঞ্জুর আলমের পরিবারের উপর হামলা করে। ভোর হতেই দু'পক্ষের সংঘর্ষ বাধে । বাড়ি-ঘর ভাঙচুর সহ বোমাবাজি এবং তীর ছোড়াছুড়ি হয় । সংঘর্ষে দু'পক্ষের 8 জন আহত হয় । এলাকায় উত্তেজনা রুখতে ঘটনাস্থানে পুলিশ পৌঁছায় ।

রায়গঞ্জ, 17 জুন : আবারও উত্তপ্ত চোপড়া । এক ব্যবসায়ীকে আক্রমণের ঘটনার প্রতিবাদে ঝাড়বাড়ি এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয়। ঘটনায় দু'পক্ষের 8 জন জখম হয়েছে ।


সোমবার চোপড়া বাজার এলাকার জুতার ব্যবসায়ী মঞ্জুর আলমকে দোকানে ঢুকে আচমকা ধারলো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করেছিল সফিক আলম । মঞ্জুর আলমের পরিবার তখন সফিককে ধরে মারধর করে । আশঙ্কাজনক অবস্থায় মঞ্জুরকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় । পুলিশ সফিক আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে দলুয়া স্বাস্থ্যকেন্দ্র পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করে । সফিক সুস্থ হয়ে সেইদিন রাতেই বাড়ি ফেরে ।

অভিযোগ, বাড়ি ফিরে রাতেই সফিক আবার মঞ্জুর আলমের পরিবারের উপর হামলা করে। ভোর হতেই দু'পক্ষের সংঘর্ষ বাধে । বাড়ি-ঘর ভাঙচুর সহ বোমাবাজি এবং তীর ছোড়াছুড়ি হয় । সংঘর্ষে দু'পক্ষের 8 জন আহত হয় । এলাকায় উত্তেজনা রুখতে ঘটনাস্থানে পুলিশ পৌঁছায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.