রায়গঞ্জ, 12 জুলাই : একদিনে রেকর্ড সংখ্যক কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল । রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মোট 51টি পজ়িটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে । এদের মধ্যা 34 জন করণদিঘি এলাকার বাসিন্দা ৷ বাকি ১৭ জন ইসলামপুর ব্লকের বাসিন্দা । এই নিয়ে জেলার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 421 জন ।
একের পর এক উত্তর দিনাজপুর জেলায় বারবার করে কোরোনা আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে । জেলার প্রায় প্রত্যেকটি ব্লকের মধ্যে কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে । যদিও এবিষয়ে স্বাস্থ্য দপ্তর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে বারবার প্রচার করলেও সাধারণ মানুষের মনে আতঙ্ক রয়েই গিয়েছে । তার ওপর একদিনে রেকর্ডসংখ্যক 51 জন আক্রান্ত রোগীর সন্ধান মেলায় আতঙ্ক আরও চরমে উঠেছে ।
যদিও ওয়াকিবহাল মহলের একাংশের দাবি উঠলেও রায়গঞ্জবাসী এখনও পুরোপুরিভাবে সচেতন হয়নি । যার ফলে ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করছেন তাঁরা । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্য বিভাগের আধিকারিক জানান, করণদিঘি ব্লকের 34 জন এবং ইসলামপুর ব্লকের 17 জন আক্রান্ত হয়েছেন ।