রায়গঞ্জ, 25 মার্চ : লকডাউনের মধ্যেই বিহারের দ্বারভাঙার 35 জন বাসিন্দা বাড়ি ফিরছিলেন ৷ কলকাতা থেকে রায়গঞ্জ হয়ে তাঁরা ট্রাকে করে বাড়ি ফিরছিলেন ৷ চেকিংয়ের সময় রায়গঞ্জ পুলিশ তাঁদের উদ্ধার করে ৷ পরে ওই ট্রাকে করে 35জনকে বিহারে পাঠিয়ে দেওয়া হয় ৷
কলকাতায় শ্রমিক ও ভ্যান চালকের কাজ করতেন বিহারের দ্বারভাঙার বাসিন্দা মজিবুল রহমান ও তাঁর কয়েকজন সঙ্গী ৷ কোরোনার জেরে গতকাল থেকে সারা দেশের সঙ্গে লক ডাউন হয়েছে কলকাতাও ৷ এই পরিস্থিতিতে বিহারে নিজেদের বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন 35 জন ৷ সেইমতো তাঁরা কলকাতা থেকে রওনা দেন ৷ রায়গঞ্জ হয়ে তাঁদের ট্রাকটি বিহারের দিকে যাচ্ছিল ৷ গুমটি এলাকায় ট্রাকটি পৌঁছাতেই পুলিশ সেটিকে ধরে ৷ চেকিংয়ের সময় ওই 35 জনকে উদ্ধার করে পুলিশ ৷
মুজিবুল রহমান বলে বিহারের এক বাসিন্দা জানান, ‘‘দু’দিন ধরে অভুক্ত রয়েছি ৷ কাজ নেই ৷ হাতে টাকা নেই ৷ বাধ্য হয়ে বাড়িতে যাব বলে কলকাতা থেকে ট্রাকে উঠে পড়েছি ৷’’ পরে রায়গঞ্জ থানার পুলিশ তাঁদের ট্রাকে করে বিহারের উদ্দেশে রওনা করিয়ে দেয় ৷