ETV Bharat / state

বিধায়কের রহস্যমৃত্যু : BJP-র ডাকা বনধে সুনসান উত্তর দিনাজপুর - রায়গঞ্জ

হেমতাবাদের BJP বিধায়কের রহস্যমৃত্যুর ঘটনার প্রতিবাদে BJP-র ডাকে 12 ঘণ্টার বনধ শুরু হয়েছে উত্তরবঙ্গজুড়ে ৷ সকাল থেকেই উত্তর দিনাজপুরের রাস্তা সুনসান, খোলেনি কোনও দোকানপাট ৷ পথে নামেনি বেসরকারি পরিবহনও ৷

bandh
বনধ
author img

By

Published : Jul 14, 2020, 8:29 AM IST

Updated : Jul 14, 2020, 10:00 AM IST

রায়গঞ্জ, 14 জুলাই : হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের রহস্যমৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। BJP -র তরফে খুনের অভিযোগ তুলে আজ 12 ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাকা দেওয়া হয়েছে ৷ সকাল থেকেই কার্যত সুনসান উত্তর দিনাজপুরের রাস্তাঘাট, বন্ধ দোকানপাট ৷ পথে দেখা নেই সাধারণ মানুষের ৷

গতকাল ভোরে হেমতাবাদের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি দোকানের বারান্দা থেকে উদ্ধার হয় BJP বিধায়কের ঝুলন্ত দেহ ৷ ঘটনায় দলের জেলা সভাপতি থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব খুনের অভিযোগ তোলেন। কাঠগড়ায় তোলা হয় তৃণমূল-CPI(M)-কে। BJP-র তরফে CBI তদন্তের দাবি করা হলেও রায়গঞ্জ পুলিশ সুপার সুমিত কুমার জানান, ঘটনার তদন্তভার নিচ্ছে CID ৷ তবে তিনি এও জানান, দেবেন্দ্র নাথ রায়ের পকেট থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তাতে দু’জনের নাম লেখা রয়েছে ৷ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ৷

bandh
বন্ধ সমস্ত দোকান-পাট

এদিকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে BJP-র তরফে আজ 12 ঘণ্টার বনধ পালিত হচ্ছে উত্তরবঙ্গে ৷ আজ সকাল থেকে রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জসহ উত্তর দিনাজপুর জেলায় কোথাও কোনও দোকানপাট বা বাজার খোলেনি । রাস্তায় নামেনি বেসরকারি কোনও যানবাহনও ।

bandh
পথে নামেনি বেসরকারি পরিবহন

গতকাল রাজ্য BJP-র তরফে কলকাতায় মৌন মিছিল করা হয়৷ রাজ্য BJP-র সদর কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন দলীয় নেতৃত্ব ৷ মিছিলে নেতৃত্ব দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন সব্যসাচী দত্ত, অর্জুন সিং, সায়ন্তন বসুর মতো নেতারা ৷

বনধে স্তব্ধ রায়গঞ্জ শহর

রায়গঞ্জ, 14 জুলাই : হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের রহস্যমৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। BJP -র তরফে খুনের অভিযোগ তুলে আজ 12 ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাকা দেওয়া হয়েছে ৷ সকাল থেকেই কার্যত সুনসান উত্তর দিনাজপুরের রাস্তাঘাট, বন্ধ দোকানপাট ৷ পথে দেখা নেই সাধারণ মানুষের ৷

গতকাল ভোরে হেমতাবাদের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি দোকানের বারান্দা থেকে উদ্ধার হয় BJP বিধায়কের ঝুলন্ত দেহ ৷ ঘটনায় দলের জেলা সভাপতি থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব খুনের অভিযোগ তোলেন। কাঠগড়ায় তোলা হয় তৃণমূল-CPI(M)-কে। BJP-র তরফে CBI তদন্তের দাবি করা হলেও রায়গঞ্জ পুলিশ সুপার সুমিত কুমার জানান, ঘটনার তদন্তভার নিচ্ছে CID ৷ তবে তিনি এও জানান, দেবেন্দ্র নাথ রায়ের পকেট থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তাতে দু’জনের নাম লেখা রয়েছে ৷ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ৷

bandh
বন্ধ সমস্ত দোকান-পাট

এদিকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে BJP-র তরফে আজ 12 ঘণ্টার বনধ পালিত হচ্ছে উত্তরবঙ্গে ৷ আজ সকাল থেকে রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জসহ উত্তর দিনাজপুর জেলায় কোথাও কোনও দোকানপাট বা বাজার খোলেনি । রাস্তায় নামেনি বেসরকারি কোনও যানবাহনও ।

bandh
পথে নামেনি বেসরকারি পরিবহন

গতকাল রাজ্য BJP-র তরফে কলকাতায় মৌন মিছিল করা হয়৷ রাজ্য BJP-র সদর কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন দলীয় নেতৃত্ব ৷ মিছিলে নেতৃত্ব দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন সব্যসাচী দত্ত, অর্জুন সিং, সায়ন্তন বসুর মতো নেতারা ৷

বনধে স্তব্ধ রায়গঞ্জ শহর
Last Updated : Jul 14, 2020, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.