ETV Bharat / state

সভামঞ্চ থেকেই পদত্যাগ যুব তৃণমূল নেতার - সভামঞ্চ থেকেই পদত্যাগ যুব তৃণমূল নেতার

সভামঞ্চ থেকে পদত্যাগ করলেন নৈহাটির যুব তৃণমূল সভাপতি সনৎ দে ৷ এই ঘটনায় দলের মধ্যে অস্বস্তি ৷

TMC Youth Leader
পদত্যাগ যুব তৃণমূল নেতার
author img

By

Published : Jan 20, 2021, 10:42 PM IST

নৈহাটি,20 জানুয়ারি: মঞ্চ থেকেই পদত্য়াগ ঘোষণা নৈহাটির শহর যুব তৃণমূলের সভাপতি সনৎ দে-র ৷ তৃণমূলের জনসভা চলাকালীন তিনি সভামঞ্চ থেকেই পদত্যাগ ঘোষণা করেন ৷ সাম্প্রতিক কালে নজিরবিহীন এই ঘটনায় শাসক দল অস্বস্তিতে ৷

চিঠি দিয়ে পদত্যাগ করেছেন তৃণমূলের ছোট বড় অনেক নেতা-ই ৷ সাম্প্রতিক কালে তৃণমূল নেত্রীকে চিঠি দিয়ে পদত্যাগ পত্র পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী ও লক্ষ্মীরতন শুক্লা ৷ কিন্তু সবাইকে ছাপিয়ে দলীয় সভামঞ্চ থেকেই পদত্যাগ একেবারেই বিরল ৷ তাও আবার সে সময় সভামঞ্চে আসার কথা তৃণমূলের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের ৷ প্রকাশ্য মঞ্চে নৈহাটি শহর যুব তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ায় সনৎ দে-কে নিয়ে অস্বস্তি বাড়ল উত্তর 24 পরগনায় । বুধবার সন্ধেয় এই যুব নেতার নিজের এলাকাতেই জনসভা ছিল । প্রধান অতিধি ছিলেন তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তিনি সভামঞ্চে আসার আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ উজার করে দলীয় পদ থেকে ইস্তফার ঘোষণা করেন এই যুব নেতা। নৈহাটির পুলিশের বিরুদ্ধেও তদন্তে গাফিলতির অভিযোগ করেন তিনি ৷ তিনি বলেন," আমার বিরুদ্ধে মোট 8বার হামলা হয়েছে ৷ পুলিশকে বারবার বলা সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ আমি রিটার্ন টিকিট কেটে নিয়েই এসেছি ৷"

আজকের এই জনসভায় বক্তা ছিলেন পার্থ ভৌমিক, মদন মিত্র সহ অন্যান্যরা। যদিও তারা সেই মূহূর্তে কেউ মঞ্চে ছিলেন না। তিনি তাঁর উপর দূষ্কৃতীদের হামলা ও দলের মধ্যে তার গুরুত্ব কমছে বলে উল্লেখ করে পদত্যাগের কথা ঘোষণা করেন। যদিও বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরে একটা গুঞ্জন চলছিল ৷ তবে স্থানীয় বিজেপির একাংশের বিরোধিতায় তাঁর বিজেপিতে যাওয়ার স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

নৈহাটি,20 জানুয়ারি: মঞ্চ থেকেই পদত্য়াগ ঘোষণা নৈহাটির শহর যুব তৃণমূলের সভাপতি সনৎ দে-র ৷ তৃণমূলের জনসভা চলাকালীন তিনি সভামঞ্চ থেকেই পদত্যাগ ঘোষণা করেন ৷ সাম্প্রতিক কালে নজিরবিহীন এই ঘটনায় শাসক দল অস্বস্তিতে ৷

চিঠি দিয়ে পদত্যাগ করেছেন তৃণমূলের ছোট বড় অনেক নেতা-ই ৷ সাম্প্রতিক কালে তৃণমূল নেত্রীকে চিঠি দিয়ে পদত্যাগ পত্র পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী ও লক্ষ্মীরতন শুক্লা ৷ কিন্তু সবাইকে ছাপিয়ে দলীয় সভামঞ্চ থেকেই পদত্যাগ একেবারেই বিরল ৷ তাও আবার সে সময় সভামঞ্চে আসার কথা তৃণমূলের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের ৷ প্রকাশ্য মঞ্চে নৈহাটি শহর যুব তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ায় সনৎ দে-কে নিয়ে অস্বস্তি বাড়ল উত্তর 24 পরগনায় । বুধবার সন্ধেয় এই যুব নেতার নিজের এলাকাতেই জনসভা ছিল । প্রধান অতিধি ছিলেন তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তিনি সভামঞ্চে আসার আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ উজার করে দলীয় পদ থেকে ইস্তফার ঘোষণা করেন এই যুব নেতা। নৈহাটির পুলিশের বিরুদ্ধেও তদন্তে গাফিলতির অভিযোগ করেন তিনি ৷ তিনি বলেন," আমার বিরুদ্ধে মোট 8বার হামলা হয়েছে ৷ পুলিশকে বারবার বলা সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ আমি রিটার্ন টিকিট কেটে নিয়েই এসেছি ৷"

আজকের এই জনসভায় বক্তা ছিলেন পার্থ ভৌমিক, মদন মিত্র সহ অন্যান্যরা। যদিও তারা সেই মূহূর্তে কেউ মঞ্চে ছিলেন না। তিনি তাঁর উপর দূষ্কৃতীদের হামলা ও দলের মধ্যে তার গুরুত্ব কমছে বলে উল্লেখ করে পদত্যাগের কথা ঘোষণা করেন। যদিও বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরে একটা গুঞ্জন চলছিল ৷ তবে স্থানীয় বিজেপির একাংশের বিরোধিতায় তাঁর বিজেপিতে যাওয়ার স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.