ETV Bharat / state

লকডাউন জারি নিয়ে সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ, পুলিশের জালে দেগঙ্গার যুবক - বারাসত আদালত

সম্প্রতি জেলার লকডাউন নিয়ে একটি বিভ্রান্তি মূলক পোস্ট করার অভিযোগ ওঠে শাহিদুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে । ওই যুবকের পোস্ট দেখার পরই গতকাল জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের তরফে বারাসত থানায় অভিযোগ দায়ের হয় । অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ । এরপর রাতে অভিযান চালিয়ে দেগঙ্গার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে ।

 youth caught by barasat police for spreading rumors on social media
youth caught by barasat police for spreading rumors on social media
author img

By

Published : Sep 30, 2020, 10:35 PM IST

বারাসত, 30 সেপ্টেম্বর : লকডাউন নিয়ে সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বারাসত থানার পুলিশ । ধৃতের নাম শাহিদুল ইসলাম । গতকাল রাতে দেগঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে । পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত শাহিদুলের বিরুদ্ধে IPC-র 188,150(1)(2) ও NDMA-এর 54 ধারায় মামলা রুজু হয়েছে । ধৃতের পুলিশি হেফাজত চেয়ে আজ দুপুরে বারাসত আদালতে পাঠানো হয়েছে ।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে উত্তর 24 পরগনায় লকডাউন জারি নিয়ে বিভিন্ন বিভ্রান্তমূলক পোস্ট করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় । এর ফলে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছিল । এরপরই সোশাল মিডিয়ায় নজর রাখতে শুরু করে বারাসত জেলা পুলিশ । এসবের মধ্যেই সম্প্রতি জেলার লকডাউন নিয়ে একটি বিভ্রান্তি মূলক পোস্ট করার অভিযোগ ওঠে সাহিদুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে । অভিযোগ, সোশাল মিডিয়ায় তাঁর পোস্টের জেরে গুজব ও অপপ্রচার চলছিল বিভিন্ন জায়গায় । ওই যুবকের পোস্ট দেখার পরই গতকাল জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের তরফে বারাসত থানায় অভিযোগ দায়ের হয় । অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ । এরপর রাতে অভিযান চালিয়ে দেগঙ্গার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে ।

এই বিষয়ে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের অভিযোগের ভিত্তিতে শাহিদুল ইসলাম নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত যুবক লকডাউন জারি নিয়ে বিভ্রান্তি মূলক পোস্ট করে সোশাল মিডিয়ায় । যার জেরে গুজব ছড়াচ্ছিল । আমরা মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি । এই নিয়ে কেউ গুজব ছড়ালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।"

বারাসত, 30 সেপ্টেম্বর : লকডাউন নিয়ে সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বারাসত থানার পুলিশ । ধৃতের নাম শাহিদুল ইসলাম । গতকাল রাতে দেগঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে । পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত শাহিদুলের বিরুদ্ধে IPC-র 188,150(1)(2) ও NDMA-এর 54 ধারায় মামলা রুজু হয়েছে । ধৃতের পুলিশি হেফাজত চেয়ে আজ দুপুরে বারাসত আদালতে পাঠানো হয়েছে ।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে উত্তর 24 পরগনায় লকডাউন জারি নিয়ে বিভিন্ন বিভ্রান্তমূলক পোস্ট করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় । এর ফলে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছিল । এরপরই সোশাল মিডিয়ায় নজর রাখতে শুরু করে বারাসত জেলা পুলিশ । এসবের মধ্যেই সম্প্রতি জেলার লকডাউন নিয়ে একটি বিভ্রান্তি মূলক পোস্ট করার অভিযোগ ওঠে সাহিদুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে । অভিযোগ, সোশাল মিডিয়ায় তাঁর পোস্টের জেরে গুজব ও অপপ্রচার চলছিল বিভিন্ন জায়গায় । ওই যুবকের পোস্ট দেখার পরই গতকাল জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের তরফে বারাসত থানায় অভিযোগ দায়ের হয় । অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ । এরপর রাতে অভিযান চালিয়ে দেগঙ্গার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে ।

এই বিষয়ে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের অভিযোগের ভিত্তিতে শাহিদুল ইসলাম নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত যুবক লকডাউন জারি নিয়ে বিভ্রান্তি মূলক পোস্ট করে সোশাল মিডিয়ায় । যার জেরে গুজব ছড়াচ্ছিল । আমরা মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি । এই নিয়ে কেউ গুজব ছড়ালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.