ETV Bharat / state

করোনা যোদ্ধাই আক্রান্ত, চিকিৎসকের আরোগ্য কামনায় যজ্ঞ বারাসতে

author img

By

Published : Jun 1, 2021, 10:38 PM IST

Updated : Jun 1, 2021, 10:47 PM IST

আপদে বিপদে যে চিকিৎসককে সবসময় পাশে পেয়েছেন সাধারণ মানুষ, আজ তাঁর করোনা আক্রান্ত হওয়ায় মন খারাপ বিবর্তন সাহার শুভানুধ্যায়ীদের । তাঁর দ্রুত আরোগ্য কামনায় মঙ্গলবার যজ্ঞের আয়োজন করেন তাঁরা । পুরোহিত শঙ্কর মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজিত হয় হোমযজ্ঞ । গলায় চিকিৎসকের ছবি ঝুলিয়ে দ্রুত তাঁর করোনা মুক্ত হওয়ার কামনা করেন গুণমুগ্ধরা ।

গলায় চিকিৎসকের ছবি ঝুলিয়ে দ্রুত আরোগ্য কামনা
গলায় চিকিৎসকের ছবি ঝুলিয়ে দ্রুত আরোগ্য কামনা

বারাসত, 1 জুন : করোনা আক্রান্ত চিকিৎসক বিবর্তন সাহার আরোগ্য কামনায় হোমযজ্ঞের আয়োজন করলেন তাঁর শুভানুধ্যায়ীরা । মঙ্গলবার বারাসতের একটি অ্যাপার্টমেন্টে পুরোহিত ডেকে এই যজ্ঞের আয়োজন করা হয় । সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা এবং রীতিনীতি মেনে চলে এই যজ্ঞ । যজ্ঞে সংক্রমিত চিকিৎসকের পরিবারেরও মঙ্গল কামনা করা হয় । ডাক্তারবাবু যেন দ্রুত করোনা মুক্ত হয়ে, ফের মানব সেবায় নিয়োজিত হতে পারেন, সেটাই প্রার্থনা করেন সকলে ৷

উত্তর 24 পরগনা জেলার কোভিড ম্যানেজমেন্ট প্রটোকল মনিটরিং কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর পদে রয়েছেন চিকিৎসক বিবর্তন সাহা । জেলার করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে গেছেন তিনি । ছুটে বেরিয়েছেন জেলার বিভিন্ন প্রান্তে । নিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপ । শুধু তাই নয়,করোনাকালে একবছরেরও বেশি সময় ধরে চিকিৎসা পরিষেবা দিয়ে মানুষের সেবা করে গিয়েছেন তিনি । মানব দরদী এই চিকিৎসক সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন । সেই ভাবে কোনও উপসর্গ না থাকায় আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন তিনি । তবে,সংক্রমিত হলেও বসে নেই চিকিৎসক । বাড়িতে থেকেই ফোনের মাধ্যমে কোভিডের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নির্দেশ দিচ্ছেন তিনি ।

গলায় চিকিৎসকের ছবি ঝুলিয়ে দ্রুত আরোগ্য কামনা
গলায় চিকিৎসকের ছবি ঝুলিয়ে দ্রুত আরোগ্য কামনা

এদিকে, আপদে বিপদে যে চিকিৎসককে সবসময় পাশে পেয়েছেন সাধারণ মানুষ, আজ তাঁর করোনা আক্রান্ত হওয়ায় মন খারাপ বিবর্তন সাহার শুভানুধ্যায়ীদের । তাঁর দ্রুত আরোগ্য কামনায় মঙ্গলবার যজ্ঞের আয়োজন করেন তাঁরা । পুরোহিত শঙ্কর মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজিত হয় হোমযজ্ঞ । গলায় চিকিৎসকের ছবি ঝুলিয়ে দ্রুত তাঁর করোনা মুক্ত হওয়ার কামনা করেন গুণমুগ্ধরা ।

চিকিৎসকের আরোগ্য কামনায় যজ্ঞ বারাসতে
এবিষয়ে সুপর্ণ মণ্ডল নামে এক শুভানুধ্যায়ী বলেন, "ডাক্তারবাবু আমাদের কাছে ভগবানের মতো । উনি কোভিডের সময় যেভাবে মানুষকে পরিষেবা দিয়ে গিয়েছেন, তার তুলনা হয় না । ওঁর মতো মানুষের এই সমাজে খুব প্রয়োজন । তাই করোনা আক্রান্ত ওই চিকিৎসকের সুস্থতা কামনায় এই যজ্ঞের আয়োজন করেছি আমরা ৷"

আরও পড়ুন : ভ্যাক্সিনেশন অন হুইল ! বাজার ঘুরে টিকা দেবে কলকাতা পৌরনিগম

একই সুর শোনা গিয়েছে সৌদীপ ভট্টাচার্য নামে আর এক শুভাকাঙ্খীর গলাতেও । তিনি বলেন,"কোভিড যোদ্ধা হিসেবে চিকিৎসক বিবর্তন সাহা অসংখ্য মানুষের সেবা করেছেন । বিপদ আপদে সবসময় মানুষের পাশে থেকে পরিষেবা দিয়ে গিয়েছেন । এরকম একজন মানুষ আজ করোনায় আক্রান্ত । তাই,আমরা চাইছি দ্রুত সুস্থ হয়ে উনি আবার আমাদের মধ্যে ফিরে আসুন । সেই কারণেই এই যজ্ঞের আয়োজন ৷"

বারাসত, 1 জুন : করোনা আক্রান্ত চিকিৎসক বিবর্তন সাহার আরোগ্য কামনায় হোমযজ্ঞের আয়োজন করলেন তাঁর শুভানুধ্যায়ীরা । মঙ্গলবার বারাসতের একটি অ্যাপার্টমেন্টে পুরোহিত ডেকে এই যজ্ঞের আয়োজন করা হয় । সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা এবং রীতিনীতি মেনে চলে এই যজ্ঞ । যজ্ঞে সংক্রমিত চিকিৎসকের পরিবারেরও মঙ্গল কামনা করা হয় । ডাক্তারবাবু যেন দ্রুত করোনা মুক্ত হয়ে, ফের মানব সেবায় নিয়োজিত হতে পারেন, সেটাই প্রার্থনা করেন সকলে ৷

উত্তর 24 পরগনা জেলার কোভিড ম্যানেজমেন্ট প্রটোকল মনিটরিং কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর পদে রয়েছেন চিকিৎসক বিবর্তন সাহা । জেলার করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে গেছেন তিনি । ছুটে বেরিয়েছেন জেলার বিভিন্ন প্রান্তে । নিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপ । শুধু তাই নয়,করোনাকালে একবছরেরও বেশি সময় ধরে চিকিৎসা পরিষেবা দিয়ে মানুষের সেবা করে গিয়েছেন তিনি । মানব দরদী এই চিকিৎসক সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন । সেই ভাবে কোনও উপসর্গ না থাকায় আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন তিনি । তবে,সংক্রমিত হলেও বসে নেই চিকিৎসক । বাড়িতে থেকেই ফোনের মাধ্যমে কোভিডের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নির্দেশ দিচ্ছেন তিনি ।

গলায় চিকিৎসকের ছবি ঝুলিয়ে দ্রুত আরোগ্য কামনা
গলায় চিকিৎসকের ছবি ঝুলিয়ে দ্রুত আরোগ্য কামনা

এদিকে, আপদে বিপদে যে চিকিৎসককে সবসময় পাশে পেয়েছেন সাধারণ মানুষ, আজ তাঁর করোনা আক্রান্ত হওয়ায় মন খারাপ বিবর্তন সাহার শুভানুধ্যায়ীদের । তাঁর দ্রুত আরোগ্য কামনায় মঙ্গলবার যজ্ঞের আয়োজন করেন তাঁরা । পুরোহিত শঙ্কর মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজিত হয় হোমযজ্ঞ । গলায় চিকিৎসকের ছবি ঝুলিয়ে দ্রুত তাঁর করোনা মুক্ত হওয়ার কামনা করেন গুণমুগ্ধরা ।

চিকিৎসকের আরোগ্য কামনায় যজ্ঞ বারাসতে
এবিষয়ে সুপর্ণ মণ্ডল নামে এক শুভানুধ্যায়ী বলেন, "ডাক্তারবাবু আমাদের কাছে ভগবানের মতো । উনি কোভিডের সময় যেভাবে মানুষকে পরিষেবা দিয়ে গিয়েছেন, তার তুলনা হয় না । ওঁর মতো মানুষের এই সমাজে খুব প্রয়োজন । তাই করোনা আক্রান্ত ওই চিকিৎসকের সুস্থতা কামনায় এই যজ্ঞের আয়োজন করেছি আমরা ৷"

আরও পড়ুন : ভ্যাক্সিনেশন অন হুইল ! বাজার ঘুরে টিকা দেবে কলকাতা পৌরনিগম

একই সুর শোনা গিয়েছে সৌদীপ ভট্টাচার্য নামে আর এক শুভাকাঙ্খীর গলাতেও । তিনি বলেন,"কোভিড যোদ্ধা হিসেবে চিকিৎসক বিবর্তন সাহা অসংখ্য মানুষের সেবা করেছেন । বিপদ আপদে সবসময় মানুষের পাশে থেকে পরিষেবা দিয়ে গিয়েছেন । এরকম একজন মানুষ আজ করোনায় আক্রান্ত । তাই,আমরা চাইছি দ্রুত সুস্থ হয়ে উনি আবার আমাদের মধ্যে ফিরে আসুন । সেই কারণেই এই যজ্ঞের আয়োজন ৷"

Last Updated : Jun 1, 2021, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.