ETV Bharat / state

ধোঁয়ায় ঢেকে রয়েছে সোদপুরের কারখানা, এখনও নিখোঁজ ৪ শ্রমিক

বিলকান্দার চেয়ার তৈরির কারখানার চার শ্রমিকের খোঁজ এখনও পাওয়া যায়নি। গতকাল বেলা ১২টা নাগাদ ওই কারখানায় আগুন লাগে। কারখানার সামনে ভিড় করেছে নিখোঁজদের আত্মীয়রা।

সোদপুরের কারখানায় আগুন
author img

By

Published : Feb 12, 2019, 10:56 AM IST

সোদপুর, ১২ ফেব্রুয়ারি : ২২ ঘণ্টা কেটে গেলেও বিলকান্দার চেয়ার তৈরির কারখানার চার শ্রমিকের খোঁজ এখনও পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় ছেয়ে রয়েছে গোটা এলাকা। কারখানার সামনে ভিড় করেছে নিখোঁজদের আত্মীয়রা।

গতকাল বেলা ১২টা নাগাদ ওই কারখানায় আগুন লাগে। আগুন লাগার সময় সেখানে কয়েকজন কর্মী কাজ করছিলেন। চারজনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

আগুনের জেরে কারখানার ভিতরে মজুত গ্যাসের সিলিন্ডারগুলি ফেটে বিস্ফোরণ হয়। আগুনের তীব্রতায় ফাটল ধরেছে কারখানার দেওয়ালেও। যে কোনও মুহূর্তে কারখানার দেওয়াল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। মোতায়েন রয়েছে পুলিশ। গতকাল ঘটনাস্থানে যান দমকলমন্ত্রী সুজিত বসু। এর আগেও এই কারখানাটিতে আগুন লেগেছিল।

সোদপুর, ১২ ফেব্রুয়ারি : ২২ ঘণ্টা কেটে গেলেও বিলকান্দার চেয়ার তৈরির কারখানার চার শ্রমিকের খোঁজ এখনও পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় ছেয়ে রয়েছে গোটা এলাকা। কারখানার সামনে ভিড় করেছে নিখোঁজদের আত্মীয়রা।

গতকাল বেলা ১২টা নাগাদ ওই কারখানায় আগুন লাগে। আগুন লাগার সময় সেখানে কয়েকজন কর্মী কাজ করছিলেন। চারজনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

আগুনের জেরে কারখানার ভিতরে মজুত গ্যাসের সিলিন্ডারগুলি ফেটে বিস্ফোরণ হয়। আগুনের তীব্রতায় ফাটল ধরেছে কারখানার দেওয়ালেও। যে কোনও মুহূর্তে কারখানার দেওয়াল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। মোতায়েন রয়েছে পুলিশ। গতকাল ঘটনাস্থানে যান দমকলমন্ত্রী সুজিত বসু। এর আগেও এই কারখানাটিতে আগুন লেগেছিল।

Lucknow (Uttar Pradesh), Feb 11 (ANI): While addressing a gathering during the roadshow in Lucknow, Congress President Rahul Gandhi said, "Congress started in UP and can't remain weak here. I've given the job of strengthening the party here to Priyanka Ji and Jyotiraditya Ji. Lok Sabha polls are approaching and I told them that we should perform better in it and our government should form here after Assembly polls too".

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.