ব্যারাকপুর, ৭ মার্চ : আগরপাড়া টেক্সম্যাকো কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শ্রমিকদের। ২০১১ সালে শ্রমিক ও মালিক দ্বিপাক্ষিক বৈঠকে চুক্তি স্বাক্ষরিত হয় যে প্রতি ৪ বছর অন্তর শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও মালিক কর্তৃপক্ষ সেই চুক্তি বাস্তবায়িত করেনি বলে অভিযোগ। সেই চুক্তি পূরণের দাবিতেই আজ বিক্ষোভ দেখায় শ্রমিকরা।
শ্রমিকদের বক্তব্য, ২০১১ সালে মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা বলা ছাড়াও ঠিকা শ্রমিকদের দফায় দফায় স্থায়ীকরণ করার কথাও বলে। এছাড়াও কর্তৃপক্ষ অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া PF এবং গ্র্যাচুইটির টাকাও দীর্ঘ দিন আটকে রেখেছে। চার বছর পরও কোনও চুক্তি বাস্তবায়িত না হলে ২০১৪ সালে আবার শ্রমিকরা আন্দোলনের পথে নামে। তখন কর্তৃপক্ষের তরফে বলা হয়েছিল, এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে। তারপর আরও ৪ বছর কেটে গেলেও কর্তৃপক্ষ কোনও দাবি এখনও পর্যন্ত বাস্তবায়ন করেনি। এই সমস্ত দাবি পূরণের জন্য আজ টেক্সম্যাকো কারখানার গেটের সামনে প্রায় ৫ হাজার শ্রমিক আন্দোলনের পথে নামে।
কারখানার গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভে দেখালে কারখানার সমস্ত রকম উৎপাদন বর্তমানে বন্ধ হয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে মুখ খুলতে চায়নি।