ETV Bharat / state

Worker died in Hotel: হোটেলে যুবকের রহস্যমৃত্যু, দেহ নিয়ে বিক্ষোভ পরিবারের

চিনার পার্ক সংলগ্ন হোটেলে এক যুবকের মৃত্যু হয় (Worker died in Chinar Park Hotel) ৷ পরিবারের অভিযোগ, হোটেল কর্তৃপক্ষই তাঁকে মেরে ফেলেছে । মৃতদেহ নিয়ে হোটেলের সামনে বিক্ষোভ দেখায় পরিবার ৷

Tribal Death news
হোটেলে যুবকের রহস্য মৃত্যু
author img

By

Published : Jul 16, 2022, 2:28 PM IST

কলকাতা, 16 জুলাই: চিনার পার্ক সংলগ্ন হোটেলে এক যুবকের রহস্যজনক মৃত্যু (Youth Death In Chinar Park Hotel)। মৃত অরুণ মণ্ডল ওই হোটেলেই কাজ করত । পরিবারের অভিযোগ, হোটেল কর্তৃপক্ষই তাঁকে মেরে ফেলেছে ।

পরিবারের দাবি, শুক্রবার সকাল 9টার সময় হোটেল কর্তৃপক্ষ তাঁদেরকে ফোন করে জানায় অরুণ মণ্ডল অসুস্থ । এরপর পরিবারের লোক চিনার পার্কের ওই হোটেলে আসলে দেখতে পান অ্যাম্বুলেন্সে রয়েছে অরুণ মণ্ডলের মৃতদেহ । হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, অরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ।

আরও পড়ুন: যুবকের রহস্যমৃত্যুতে উত্তপ্ত নদিয়া, পুলিশকে ঘিরে বিক্ষোভ

এরপর বাগুইআটি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । ময়নাতদন্ত শেষ হলে শনিবার মৃতদেহ নিয়ে হোটেলের সামনে আসে তাঁর পরিবার । মৃত্যুর সঠিক কারণ জানতে ও সুবিচারের দাবিতে হোটেলের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান তাঁর পরিবার ।

কলকাতা, 16 জুলাই: চিনার পার্ক সংলগ্ন হোটেলে এক যুবকের রহস্যজনক মৃত্যু (Youth Death In Chinar Park Hotel)। মৃত অরুণ মণ্ডল ওই হোটেলেই কাজ করত । পরিবারের অভিযোগ, হোটেল কর্তৃপক্ষই তাঁকে মেরে ফেলেছে ।

পরিবারের দাবি, শুক্রবার সকাল 9টার সময় হোটেল কর্তৃপক্ষ তাঁদেরকে ফোন করে জানায় অরুণ মণ্ডল অসুস্থ । এরপর পরিবারের লোক চিনার পার্কের ওই হোটেলে আসলে দেখতে পান অ্যাম্বুলেন্সে রয়েছে অরুণ মণ্ডলের মৃতদেহ । হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, অরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ।

আরও পড়ুন: যুবকের রহস্যমৃত্যুতে উত্তপ্ত নদিয়া, পুলিশকে ঘিরে বিক্ষোভ

এরপর বাগুইআটি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । ময়নাতদন্ত শেষ হলে শনিবার মৃতদেহ নিয়ে হোটেলের সামনে আসে তাঁর পরিবার । মৃত্যুর সঠিক কারণ জানতে ও সুবিচারের দাবিতে হোটেলের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান তাঁর পরিবার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.