ETV Bharat / state

গম পাচারের অভিযোগ জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে, বিক্ষোভ BJP-র

BJP নেতৃত্বের অভিযোগ, ভারত সরকারের দেওয়া রেশনের গম বাংলাদেশে পাচার করা হচ্ছিল । ঘোজাডাঙা সীমান্তে সেই গম বোঝাই 175টি গাড়ি আটক করা হয় । আটক করা সেই গাড়িগুলো থেকে মাল সরিয়ে বনগাঁর রাধাকৃষ্ণ আটা-ময়দা মিলের গোডাউনে মজুদ করা হয়েছে । পাশাপাশি আরও অভিযোগ উঠেছে, ওই গোডাউন বকলমে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের । অবিলম্বে তাঁরা খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তোলেন ।

Wheat smuggling allegations against Jyotipriya mallick
গম পাচারের অভিযোগ জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে, বিক্ষোভ BJP-র
author img

By

Published : Nov 1, 2020, 11:01 PM IST

বনগাঁ, 1 নভেম্বর : উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে বৃহস্পতিবার 175 ট্রাক রেশনের গম আটক করেছিল শুল্ক দপ্তর । সেই গম জেলার বিভিন্ন আটা মিলে মজুদ করা হয়েছে । বনগাঁর কলপুরে রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলে 1500 মেট্রিক টন গম মজুত করা হয়েছে । তারই প্রতিবাদে BJP-র পক্ষ থেকে যশোর রোড অবরোধ করা হয় ।

BJP নেতৃত্বের অভিযোগ, ভারত সরকারের দেওয়া রেশনের গম বাংলাদেশে পাচার করা হচ্ছিল । ঘোজাডাঙা সীমান্তে সেই গম বোঝাই 175টি গাড়ি আটক করা হয় । আটক করা সেই গাড়িগুলো থেকে মাল সরিয়ে বনগাঁর রাধাকৃষ্ণ আটা-ময়দা মিলের গোডাউনে মজুদ করা হয়েছে । সেখানে কত গম মজুত করা আছে তার সঠিক তথ্য দাবি করেন আন্দোলনকারীরা । তাঁদের আরও দাবি, রাধাকৃষ্ণ আটা ময়দা মিল সিল করে ঘটনার তদন্ত করতে হবে । পাশাপাশি আরও অভিযোগ উঠেছে, ওই গোডাউন বকলমে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের । অবিলম্বে তাঁরা খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তোলেন ।

গম পাচারের অভিযোগ জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে, বিক্ষোভ BJP-র

এদিনের আন্দোলন কর্মসূচিতে ছিলেন BJP নেতা তথা বাগদার বিধায়ক দুলাল বর, দলের বারাসত সংগঠিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস, ও সহ সভাপতি দেবদাস মণ্ডল-সহ অন্য নেতারা । BJP বিধায়ক দুলাল বর ও জেলা সহ-সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "আমফানের পর প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষের জন্য গম, আটা ও ডাল পাঠিয়েছিল । সেই খাদ্যশস্য গরিব মানুষকে দেওয়া হয়নি । সেগুলো চুরি করে তৃণমূল নেতারা বিভিন্ন গোডাউনে মজুত করে রেখেছিলেন । পরে তা বাংলাদেশে পাচার করা হচ্ছিল । ঘোজাডাঙা সীমান্তে শুল্ক দপ্তর তা আটক করেছে । সেখান থেকে সেই গম রাধাকৃষ্ণ ফাওয়ার মিলে মজুত করা হয়েছে । এই মিলের মালিক বকলমে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের । তাই, আমরা কেন্দ্রীয় কোনও সংস্থাকে দিয়ে গম পাচার কাণ্ডের তদন্ত চাই ।"

রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলের মালিক মন্টু সাহা বলেন, "আমি রাজনীতির লোক নই । আমি একজন ব্যবসায়ী । কে কী অভিযোগ করছেন, আমি জানি না । ঘোজাডাঙা সীমান্তে উদ্ধার হওয়া গম সরকারি গোডাউনে রাখলে পচে যাবে । তাই, জেলাশাসক আমাদের গোডাউনে রাখার নির্দেশ দিয়েছেন । আমরা সরকারি নির্দেশ পালন করছি ।"

যদিও তৃণমূল নেতা তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ বলেন, "ঘোজাডাঙা সীমান্তে যে 175 গাড়ি গম আটক হয়েছে, পুলিশ সে ব্যাপারে তদন্ত করছে । আইন আইনের পথে চলবে । তবে BJP আইন ভেঙে অবরোধ করেছে । মানুষ BJP-কে ক্ষমা করবে না ।"

বনগাঁ, 1 নভেম্বর : উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে বৃহস্পতিবার 175 ট্রাক রেশনের গম আটক করেছিল শুল্ক দপ্তর । সেই গম জেলার বিভিন্ন আটা মিলে মজুদ করা হয়েছে । বনগাঁর কলপুরে রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলে 1500 মেট্রিক টন গম মজুত করা হয়েছে । তারই প্রতিবাদে BJP-র পক্ষ থেকে যশোর রোড অবরোধ করা হয় ।

BJP নেতৃত্বের অভিযোগ, ভারত সরকারের দেওয়া রেশনের গম বাংলাদেশে পাচার করা হচ্ছিল । ঘোজাডাঙা সীমান্তে সেই গম বোঝাই 175টি গাড়ি আটক করা হয় । আটক করা সেই গাড়িগুলো থেকে মাল সরিয়ে বনগাঁর রাধাকৃষ্ণ আটা-ময়দা মিলের গোডাউনে মজুদ করা হয়েছে । সেখানে কত গম মজুত করা আছে তার সঠিক তথ্য দাবি করেন আন্দোলনকারীরা । তাঁদের আরও দাবি, রাধাকৃষ্ণ আটা ময়দা মিল সিল করে ঘটনার তদন্ত করতে হবে । পাশাপাশি আরও অভিযোগ উঠেছে, ওই গোডাউন বকলমে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের । অবিলম্বে তাঁরা খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তোলেন ।

গম পাচারের অভিযোগ জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে, বিক্ষোভ BJP-র

এদিনের আন্দোলন কর্মসূচিতে ছিলেন BJP নেতা তথা বাগদার বিধায়ক দুলাল বর, দলের বারাসত সংগঠিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস, ও সহ সভাপতি দেবদাস মণ্ডল-সহ অন্য নেতারা । BJP বিধায়ক দুলাল বর ও জেলা সহ-সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "আমফানের পর প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষের জন্য গম, আটা ও ডাল পাঠিয়েছিল । সেই খাদ্যশস্য গরিব মানুষকে দেওয়া হয়নি । সেগুলো চুরি করে তৃণমূল নেতারা বিভিন্ন গোডাউনে মজুত করে রেখেছিলেন । পরে তা বাংলাদেশে পাচার করা হচ্ছিল । ঘোজাডাঙা সীমান্তে শুল্ক দপ্তর তা আটক করেছে । সেখান থেকে সেই গম রাধাকৃষ্ণ ফাওয়ার মিলে মজুত করা হয়েছে । এই মিলের মালিক বকলমে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের । তাই, আমরা কেন্দ্রীয় কোনও সংস্থাকে দিয়ে গম পাচার কাণ্ডের তদন্ত চাই ।"

রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলের মালিক মন্টু সাহা বলেন, "আমি রাজনীতির লোক নই । আমি একজন ব্যবসায়ী । কে কী অভিযোগ করছেন, আমি জানি না । ঘোজাডাঙা সীমান্তে উদ্ধার হওয়া গম সরকারি গোডাউনে রাখলে পচে যাবে । তাই, জেলাশাসক আমাদের গোডাউনে রাখার নির্দেশ দিয়েছেন । আমরা সরকারি নির্দেশ পালন করছি ।"

যদিও তৃণমূল নেতা তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ বলেন, "ঘোজাডাঙা সীমান্তে যে 175 গাড়ি গম আটক হয়েছে, পুলিশ সে ব্যাপারে তদন্ত করছে । আইন আইনের পথে চলবে । তবে BJP আইন ভেঙে অবরোধ করেছে । মানুষ BJP-কে ক্ষমা করবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.