মুলুগু (তেলেঙ্গানা), 4 ডিসেম্বর: বুধবার সকাল 7টা 27 মিনিটে কেঁপে উঠল তেলেঙ্গানার বিস্তীর্ণ অঞ্চল ৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল মুলুগু এলাকা ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3 ৷ ভূ-কম্পন অনুভূত হয় হায়দরাবাদেও ৷
জানা গিয়েছে, হায়দরাবাদ থেকে 219 কিলোমিটার দূরে অবস্থিত মুলুগু ৷ সূত্রের খবর, কম্পনের মাত্রা বেশি থাকায় হায়দরাবাদেও কম্পন অনুভূত হয় ৷ সকাল সকাল ভূমিকম্পের ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা ৷ প্রাণের ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন তাঁরা ৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷ প্রশাসনের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে ৷
ইন্ডিয়ান সিসমোলজি সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, এদিনের ভূমিকম্পের উৎসস্থল হল ইতুরঙ্গরাম এলাকার বনাঞ্চল ৷ তবে মার্কিন জিয়োলজিক্যাল সার্ভের তথ্য বলছে, গোদাবরী নদী তীরবর্তী অঞ্চল এই কম্পনের উৎসস্থল ৷ প্রশাসনিক তথ্য অনুযায়ী, খাম্মামের পূর্বের কোঠাগুদেম, মানুগুরু, ভদ্রচলম, চরলা, চিন্তকানি এবং নাগুলাভাঞ্চা এলাকায় কম্পন অনুভূত হয় ৷ এছাড়া, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া ও জগ্গপেটেও কম্পন অনুভূত হয় ৷
EQ of M: 5.3, On: 04/12/2024 07:27:02 IST, Lat: 18.44 N, Long: 80.24 E, Depth: 40 Km, Location: Mulugu, Telangana.
— National Center for Seismology (@NCS_Earthquake) December 4, 2024
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/x6FAg300H5
প্রসঙ্গত, 31 বছর পর শক্তিশালী কম্পন অনুভূত হল তেলেঙ্গানায় ৷ এর আগে 1993 সালের 30 সেপ্টেম্বর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণের এই রাজ্য ৷ সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.2 ম্যাগনিটিউড ৷
প্রতিটি দেশের সিসমিক মানচিত্রের নিরিখে মোট 4টি ভূমিকম্প প্রবণ এলাকা (জোন) রয়েছে ৷ সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকাগুলিকে রাখা হয়েছে জোন V-এ ৷ বিশ্বের 11 শতাংশ দেশ এই জোনের অন্তর্গত ৷ অন্যদিকে, 18 শতাংশ দেশ নিয়ে তৈরি হয়েছে পরবর্তি ভূমিকম্প প্রবণ জোন IV, 30 শতাংশ দেশ আংশিক ভূমিকম্প প্রবণ জোন III-এর অন্তর্গত এবং বাকি দেশগুলিকে রয়েছে জোন II-এ, যেখানে ভূমিকম্প হয় না বললেই চলে ৷ ভূমিকম্প তত্ত্ব কেন্দ্রের মতে, ভারতের তেলেঙ্গানা জোন II-এর অন্তর্গত ৷ অর্থাৎ, দক্ষিণের এই রাজ্যে ভূমিকম্প তেমন একটা হয় না ৷