ETV Bharat / entertainment

দূরত্ব বেড়েছে শাসক শিবিরের থেকে, চলচ্চিত্র উৎসবে থাকছেন পরমব্রত? - PARAMBRATA ON KIFF 2024

আরজি কর থেকে ফেডারেশনের 'দাদাগিরি', প্রতিটি ঘটনায় সরব হয়েছেন অভিনেতা পরমব্রত ৷ দূরত্ব বেড়েছে শাসক শিবিরের থেকে ৷ এবার কি চলচ্চিত্র উৎসবে তিনি থাকছেন?

parambrata chatterjee
চলচ্চিত্র উৎসবে থাকছেন পরমব্রত? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 4, 2024, 10:37 AM IST

কলকাতা, 4 ডিসেম্বর: ধনধান্য অডিটোরিয়ামে একঝাঁক তারকার উপস্থিতিতে শুরু হতে চলেছে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুভ উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়, জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহাদের ৷ তবে এবার শোনা যাচ্ছে টলিউডের অনেকেই নাকি ‘বয়কট’ করেছেন এই উৎসব।

চলচ্চিত্র উৎসবে সঞ্চালনার গুরু দায়িত্বে অনেক বছর ধরেই থাকেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনিও আরজি করের ঘটনায় সরব হয়ে পথে নামেন। প্রতিবাদী বক্তব্য পেশ করেন। একইসঙ্গে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশেও দাঁড়ান। ফেডারেশনের সংবিধান বহির্ভূত ক্রিয়াকলাপের বিরোধিতা করেন। এ বছর তিনি চলচ্চিত্র উৎসবে থাকছেন কি?

পরমব্রত চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

পরমব্রত বলেন, "আমি ব্যক্তিগতভাবে চলচ্চিত্র উৎসব দেখছি বা অংশগ্রহণ করছি গত 25 বছর ধরে। আমার আজ 43 বছর বয়স। মানে যে বছর আমি প্রাপ্ত বয়স্ক হয়েছি সেই বছর থেকে আমি অফিসিয়ালি অংশগ্রহণ করছি। বলতে বাধা নেই, এর দু'বছর আগে থেকে আমি আন অফিসিয়ালি লুকিয়ে চুরিয়ে অংশগ্রহণ করছি। এই ফেস্টিভ্যাল সকলের। কোনও বিশেষ দলের তো নয়। সুতরাং যেখানে যতটুকু অংশগ্রহণের দরকার হবে নিশ্চয়ই করব। এর সঙ্গে অন্য কোনও ঘটনার যোগাযোগ নেই।"

গত কয়েক দশকে কায়ে কলেবরে এবং চাকচিক্যে বড় হয়েছে এই উৎসব। অংশগ্রহণ বেড়েছে অভিনেতাদের। সেখান থেকে এক অংশের মুখ ফিরিয়ে নেওয়ার তা হলে কারণ কী হতে পারে? খুব স্বচ্ছভাবে একটি কারণ উঠে আসে তা হল আরজি করের ঘটনা। যে ঘটনার জেরে বিনোদন দুনিয়ার অধিকাংশ রাস্তায় নামেন প্রতিবাদ মিছিলে। বিচার মেলেনি এখনও।

তাই অনুমান এই উৎসব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক তারকাই। পাশাপাশি এই ঘটনারও আগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবি ঘিরে টলিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালকদের বিরোধ মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছয়। ফেডারেশনের সংবিধান বহির্ভূত ক্রিয়াকলাপ নিয়ে সরব হন পরিচালক-প্রযোজকেরা। সুরাহা না মেলায় তাঁরা বর্তমানে আইনি পথে হাঁটতে শুরু করেছেন। ফলে, শাসক শিবিরের সঙ্গে ইতিমধ্যেই একটা দূরত্ব তৈরি হয়েছে বাংলা বিনোদন দুনিয়ার একাংশের।

ফলে, এবারের চলচ্চিত্র উৎসবের অতিথির আসন ফাঁকা থাকতে পারেই বলেই মনে করছে বিশিষ্ট মহলের একাংশ ৷ সেই কারণেই কি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উদ্বোধনী অনুষ্ঠান সরিয়ে ধনধান্য অডিটোরিয়ামে নিয়ে আসা হয়েছে ?প্রসঙ্গত, গত কয়েক বছর উৎসবের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন পরিচালক রাজ চক্রবর্তী। এ বারে তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন পরিচালক গৌতম ঘোষ।

বুধবার বিকেল সাড়ে 5টায় ধনধান্য অডিটোরিয়ামে দেখানো হবে তপন সিনহার ছবি 'গল্প হলেও সত্যি'। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। তাই 21টি ফ্রেঞ্চ ছবি দেখানো হবে এবার। এবার জমা পড়েছিল 2459টি ছবি। কম্পিটিশন বিভাগে রয়েছে 42টি ফিচার ফিল্ম এবং 30টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টরি। নন কম্পিটিশন বিভাগে রয়েছে 103টি ছবি। অংশগ্রহণ করেছে 29টি দেশ। 20টি জায়গায় দেখানো হবে ছবিগুলি। দেখানো হবে মোট 175 টি সিনেমা।

কলকাতা, 4 ডিসেম্বর: ধনধান্য অডিটোরিয়ামে একঝাঁক তারকার উপস্থিতিতে শুরু হতে চলেছে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুভ উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়, জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহাদের ৷ তবে এবার শোনা যাচ্ছে টলিউডের অনেকেই নাকি ‘বয়কট’ করেছেন এই উৎসব।

চলচ্চিত্র উৎসবে সঞ্চালনার গুরু দায়িত্বে অনেক বছর ধরেই থাকেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনিও আরজি করের ঘটনায় সরব হয়ে পথে নামেন। প্রতিবাদী বক্তব্য পেশ করেন। একইসঙ্গে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশেও দাঁড়ান। ফেডারেশনের সংবিধান বহির্ভূত ক্রিয়াকলাপের বিরোধিতা করেন। এ বছর তিনি চলচ্চিত্র উৎসবে থাকছেন কি?

পরমব্রত চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

পরমব্রত বলেন, "আমি ব্যক্তিগতভাবে চলচ্চিত্র উৎসব দেখছি বা অংশগ্রহণ করছি গত 25 বছর ধরে। আমার আজ 43 বছর বয়স। মানে যে বছর আমি প্রাপ্ত বয়স্ক হয়েছি সেই বছর থেকে আমি অফিসিয়ালি অংশগ্রহণ করছি। বলতে বাধা নেই, এর দু'বছর আগে থেকে আমি আন অফিসিয়ালি লুকিয়ে চুরিয়ে অংশগ্রহণ করছি। এই ফেস্টিভ্যাল সকলের। কোনও বিশেষ দলের তো নয়। সুতরাং যেখানে যতটুকু অংশগ্রহণের দরকার হবে নিশ্চয়ই করব। এর সঙ্গে অন্য কোনও ঘটনার যোগাযোগ নেই।"

গত কয়েক দশকে কায়ে কলেবরে এবং চাকচিক্যে বড় হয়েছে এই উৎসব। অংশগ্রহণ বেড়েছে অভিনেতাদের। সেখান থেকে এক অংশের মুখ ফিরিয়ে নেওয়ার তা হলে কারণ কী হতে পারে? খুব স্বচ্ছভাবে একটি কারণ উঠে আসে তা হল আরজি করের ঘটনা। যে ঘটনার জেরে বিনোদন দুনিয়ার অধিকাংশ রাস্তায় নামেন প্রতিবাদ মিছিলে। বিচার মেলেনি এখনও।

তাই অনুমান এই উৎসব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক তারকাই। পাশাপাশি এই ঘটনারও আগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবি ঘিরে টলিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালকদের বিরোধ মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছয়। ফেডারেশনের সংবিধান বহির্ভূত ক্রিয়াকলাপ নিয়ে সরব হন পরিচালক-প্রযোজকেরা। সুরাহা না মেলায় তাঁরা বর্তমানে আইনি পথে হাঁটতে শুরু করেছেন। ফলে, শাসক শিবিরের সঙ্গে ইতিমধ্যেই একটা দূরত্ব তৈরি হয়েছে বাংলা বিনোদন দুনিয়ার একাংশের।

ফলে, এবারের চলচ্চিত্র উৎসবের অতিথির আসন ফাঁকা থাকতে পারেই বলেই মনে করছে বিশিষ্ট মহলের একাংশ ৷ সেই কারণেই কি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উদ্বোধনী অনুষ্ঠান সরিয়ে ধনধান্য অডিটোরিয়ামে নিয়ে আসা হয়েছে ?প্রসঙ্গত, গত কয়েক বছর উৎসবের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন পরিচালক রাজ চক্রবর্তী। এ বারে তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন পরিচালক গৌতম ঘোষ।

বুধবার বিকেল সাড়ে 5টায় ধনধান্য অডিটোরিয়ামে দেখানো হবে তপন সিনহার ছবি 'গল্প হলেও সত্যি'। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। তাই 21টি ফ্রেঞ্চ ছবি দেখানো হবে এবার। এবার জমা পড়েছিল 2459টি ছবি। কম্পিটিশন বিভাগে রয়েছে 42টি ফিচার ফিল্ম এবং 30টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টরি। নন কম্পিটিশন বিভাগে রয়েছে 103টি ছবি। অংশগ্রহণ করেছে 29টি দেশ। 20টি জায়গায় দেখানো হবে ছবিগুলি। দেখানো হবে মোট 175 টি সিনেমা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.