ETV Bharat / state

জগদ্দলে পাঁচিল ভেঙে মৃত 2 - two died and two seriously injured by breaking a boundary wall

জগদ্দলে পাঁচিল ভেঙে দুর্ঘটনা ৷ মৃত 2 জন ব্যক্তি, গুরুতর আহত আরও দু’জন ৷ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা কাঁকিনাড়া পেপার মিলের পাঁচিল ভেঙেই এই দুর্ঘটনা ঘটে ৷

image
জগদ্দলে দুর্ঘটনা
author img

By

Published : Dec 9, 2019, 1:46 PM IST

জগদ্দল, 9 ডিসেম্বর : সাত সকালে পাঁচিল চাপা পড়ে মৃত দুই ৷ ঘটনাটি উত্তর 24 পরগণার জগদ্দলের ৷ গুরুতর আহত অবস্থায় আরও দু’জনকে কল্যাণীর JNM হাসপাতালে ভরতি করা হয়েছে ৷


জগদ্দলের আর্য সমাজ এলাকায় কাঁকিনাড়া পেপার মিলের বহু পুরোনো পাঁচিল ভেঙে এই দুর্ঘটনা ঘটে ৷ সকালবেলায় ওই মিলের পাশে দাঁড়িয়ে ছিলেন চার জন ৷ হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পরে পাঁচিল ৷ চারজনই চাপা পড়েন ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনের ৷ বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয় । পরে তাঁদের কল্যাণী JNM-এ স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই মৃত্যু হয় আরও একজনের ৷ মৃতদের নাম নুর আলম (35) ও অজিত সাউ (28) ৷

দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে ছিল কাঁকিনাড়া পেপার মিল ৷ বারবার ধরে মিলের মালিক জগদীপ প্রসাদ চৌধুরিকে বলার পরও তিনি কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করা হবে বলে জানান ভাটপাড়া 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহম চৌধুরি ৷ এলাকাবাসীর আশঙ্কা ওই পেপার মিল লাগোয়া একটি হাইস্কুল থাকায় বেলার দিকে ওই পাঁচিল ভেঙে পড়লে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত ৷ ঘটনাস্থানে জগদ্দল ও ভাটপাড়া থানার পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ৷

জগদ্দল, 9 ডিসেম্বর : সাত সকালে পাঁচিল চাপা পড়ে মৃত দুই ৷ ঘটনাটি উত্তর 24 পরগণার জগদ্দলের ৷ গুরুতর আহত অবস্থায় আরও দু’জনকে কল্যাণীর JNM হাসপাতালে ভরতি করা হয়েছে ৷


জগদ্দলের আর্য সমাজ এলাকায় কাঁকিনাড়া পেপার মিলের বহু পুরোনো পাঁচিল ভেঙে এই দুর্ঘটনা ঘটে ৷ সকালবেলায় ওই মিলের পাশে দাঁড়িয়ে ছিলেন চার জন ৷ হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পরে পাঁচিল ৷ চারজনই চাপা পড়েন ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনের ৷ বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয় । পরে তাঁদের কল্যাণী JNM-এ স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই মৃত্যু হয় আরও একজনের ৷ মৃতদের নাম নুর আলম (35) ও অজিত সাউ (28) ৷

দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে ছিল কাঁকিনাড়া পেপার মিল ৷ বারবার ধরে মিলের মালিক জগদীপ প্রসাদ চৌধুরিকে বলার পরও তিনি কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করা হবে বলে জানান ভাটপাড়া 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহম চৌধুরি ৷ এলাকাবাসীর আশঙ্কা ওই পেপার মিল লাগোয়া একটি হাইস্কুল থাকায় বেলার দিকে ওই পাঁচিল ভেঙে পড়লে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত ৷ ঘটনাস্থানে জগদ্দল ও ভাটপাড়া থানার পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ৷

Intro:জগদ্দলে সাত সকালে পাঁচিল ভেঙে দূর্ঘটনা Body:সাত সকালে জগদ্দল আর্য্যসমাজ এলাকায় পাঁচিল ভেঙে পড়ে সেই পাঁচিলে চাপা পড়ে চারজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও উদ্ধারকার্য্য চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে আছে কিনা তা দেখা হচ্ছে।

দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা কাঁকিনাড়া পেপার মিল এর বহু পুরনো পাঁচিল ভেঙে পড়েই এই দুর্ঘটনা। সেই সময় পাঁচিলে পাশে দাঁড়িয়েছিলেন চারজন। এই চারজনের মধ্যে নুর আলম 35 বছর বয়সে ব্যক্তির মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। জগদ্দল ও ভাটপাড়া থানার বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.