ETV Bharat / state

সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের - বিজেপি

বাগদার সিন্দ্রানী পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূলের সদস্যরা ৷ 26 আসনের গ্রাম পঞ্চায়েতে 14 জন সদস্যের স্বাক্ষর করা অনাস্থা প্রস্তাব এদিন বিডিও অফিসে জমা দেয় তৃণমূল ৷ সেই সঙ্গে পঞ্চায়েত প্রধান লতিকা মণ্ডলের অপসারণের দাবি করেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা ৷

Trinamool has no confidence for BJPs Sindrani gram panchayat pradhan in north 24 pargana
সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের
author img

By

Published : Mar 2, 2021, 5:31 PM IST

উত্তর 24 পরগনা, 2 মার্চ : ভোটের মুখে বিজেপির দখলে থাকা বাগদার সিন্দ্রানী পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল কংগ্রেস । সোমবার দুপুরে বাগদা বিডিও অফিসে অনাস্থা প্রস্তাব জমা দেন ওই পঞ্চায়েতের তৃণমূলের সদস্যরা । 14 জন পঞ্চায়েত সদস্যের স্বাক্ষর সম্বলিত চিঠি এদিন জমা দেওয়া হয় বিডিও অফিসে । তবে, রাজ্যে নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর আদৌও কারও বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায় কিনা, তা নিয়েই প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির । যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি বাগদার বিডিও সৌমেন্দু গঙ্গোপাধ্যায় ।

সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মোট আসন 26। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 13টি আসনে জেতে । 2 টি আসন যায় নির্দলদের দখলে । বাকি 11টি আসন পায় রাজ্যের শাসক দল তৃণমূল । দুই নির্দল পঞ্চায়েত সদস্যের সমর্থন নিয়ে প্রধান নির্বাচিত হন বিজেপির লতিকা মণ্ডল । সবকিছু ঠিকঠাকই চলছিল । হঠাৎই ছন্দপতন ঘটে বিজেপির তিন পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদানের পর । ফলে, ওই পঞ্চায়েতে সংখ্যা গরিষ্ঠতা হারায় গেরুয়া শিবির । অপরদিকে, আসনসংখ্যা বেড়ে 14 হওয়ায় সিন্দ্রানী পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ হয় তৃণমূল । যেহেতু নিয়ম বলছে, বোর্ড গঠনের আড়াই বছরের মধ্যে কোনও পঞ্চায়েতে অনাস্থা আনা যায় না, সেহেতু এতদিন প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারেনি তৃণমূল । তবে, সেই সময়সীমা শেষ হতেই এদিন সিন্দ্রানী পঞ্চায়েতের বিজেপি প্রধান লতিকা মণ্ডলের অপসারণ চেয়ে বিডিও অফিসে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন তৃণমূলের 14 জন পঞ্চায়েত সদস্য ।

Trinamool has no confidence for BJPs Sindrani gram panchayat pradhan in north 24 pargana
অনাস্থা প্রস্তাবের চিঠি



এই বিষয়ে সিন্দ্রানী পঞ্চায়েতের তৃণমূলের দলনেতা মিহির বিশ্বাস বলেন, ‘‘প্রায় পাঁচ মাস ধরে উন্নয়ন থমকে রয়েছে সিন্দ্রানী পঞ্চায়েত এলাকায় । প্রধান নিজেই আসেন না পঞ্চায়েতে।আমাদের কিছু ভুল ত্রুটির জন্য বিজেপি এই পঞ্চায়েত দখল করেছিল । আমরা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এদিন অনাস্থা প্রস্তাব এনেছি । মানুষ আমাদের সঙ্গে রয়েছে । তাই বিধানসভা নির্বাচনে এই পঞ্চায়েত এলাকা থেকে আমরা ভালো ফল করব।’’

আরও পড়ুন : খোলা ব্যালটে ভোট, পঞ্চায়েত প্রধান নির্বাচনে জয়ী তৃণমূল

যদিও, অনাস্থা প্রস্তাব আনা নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি । এই বিষয়ে বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, ‘‘বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে রাজ্যে।এখন সবকিছুই নির্বাচন কমিশনের আওতায় । ফলে এই সময়ে অনাস্থা প্রস্তাব আনা যায় কিনা? তা নিয়ে প্রশ্ন রয়েছে আমাদের । যদিও সেসবের কিছুই ধার ধারে না শাসকদল । ওঁদের কাজই হল অকাজ করা । যেহেতু ওই পঞ্চায়েতে সাধারণ মানুষ ঠিকঠাক ভাবে পরিষেবা পাচ্ছিল সেটা সহ্য হচ্ছিল না তৃণমূলের ৷ কারণ তাদের তো কাটমানি খেতে হবে ওই পঞ্চায়েত থেকে ৷’’

উত্তর 24 পরগনা, 2 মার্চ : ভোটের মুখে বিজেপির দখলে থাকা বাগদার সিন্দ্রানী পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল কংগ্রেস । সোমবার দুপুরে বাগদা বিডিও অফিসে অনাস্থা প্রস্তাব জমা দেন ওই পঞ্চায়েতের তৃণমূলের সদস্যরা । 14 জন পঞ্চায়েত সদস্যের স্বাক্ষর সম্বলিত চিঠি এদিন জমা দেওয়া হয় বিডিও অফিসে । তবে, রাজ্যে নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর আদৌও কারও বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায় কিনা, তা নিয়েই প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির । যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি বাগদার বিডিও সৌমেন্দু গঙ্গোপাধ্যায় ।

সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মোট আসন 26। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 13টি আসনে জেতে । 2 টি আসন যায় নির্দলদের দখলে । বাকি 11টি আসন পায় রাজ্যের শাসক দল তৃণমূল । দুই নির্দল পঞ্চায়েত সদস্যের সমর্থন নিয়ে প্রধান নির্বাচিত হন বিজেপির লতিকা মণ্ডল । সবকিছু ঠিকঠাকই চলছিল । হঠাৎই ছন্দপতন ঘটে বিজেপির তিন পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদানের পর । ফলে, ওই পঞ্চায়েতে সংখ্যা গরিষ্ঠতা হারায় গেরুয়া শিবির । অপরদিকে, আসনসংখ্যা বেড়ে 14 হওয়ায় সিন্দ্রানী পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ হয় তৃণমূল । যেহেতু নিয়ম বলছে, বোর্ড গঠনের আড়াই বছরের মধ্যে কোনও পঞ্চায়েতে অনাস্থা আনা যায় না, সেহেতু এতদিন প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারেনি তৃণমূল । তবে, সেই সময়সীমা শেষ হতেই এদিন সিন্দ্রানী পঞ্চায়েতের বিজেপি প্রধান লতিকা মণ্ডলের অপসারণ চেয়ে বিডিও অফিসে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন তৃণমূলের 14 জন পঞ্চায়েত সদস্য ।

Trinamool has no confidence for BJPs Sindrani gram panchayat pradhan in north 24 pargana
অনাস্থা প্রস্তাবের চিঠি



এই বিষয়ে সিন্দ্রানী পঞ্চায়েতের তৃণমূলের দলনেতা মিহির বিশ্বাস বলেন, ‘‘প্রায় পাঁচ মাস ধরে উন্নয়ন থমকে রয়েছে সিন্দ্রানী পঞ্চায়েত এলাকায় । প্রধান নিজেই আসেন না পঞ্চায়েতে।আমাদের কিছু ভুল ত্রুটির জন্য বিজেপি এই পঞ্চায়েত দখল করেছিল । আমরা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এদিন অনাস্থা প্রস্তাব এনেছি । মানুষ আমাদের সঙ্গে রয়েছে । তাই বিধানসভা নির্বাচনে এই পঞ্চায়েত এলাকা থেকে আমরা ভালো ফল করব।’’

আরও পড়ুন : খোলা ব্যালটে ভোট, পঞ্চায়েত প্রধান নির্বাচনে জয়ী তৃণমূল

যদিও, অনাস্থা প্রস্তাব আনা নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি । এই বিষয়ে বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, ‘‘বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে রাজ্যে।এখন সবকিছুই নির্বাচন কমিশনের আওতায় । ফলে এই সময়ে অনাস্থা প্রস্তাব আনা যায় কিনা? তা নিয়ে প্রশ্ন রয়েছে আমাদের । যদিও সেসবের কিছুই ধার ধারে না শাসকদল । ওঁদের কাজই হল অকাজ করা । যেহেতু ওই পঞ্চায়েতে সাধারণ মানুষ ঠিকঠাক ভাবে পরিষেবা পাচ্ছিল সেটা সহ্য হচ্ছিল না তৃণমূলের ৷ কারণ তাদের তো কাটমানি খেতে হবে ওই পঞ্চায়েত থেকে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.