ETV Bharat / state

BJP কর্মীর অটোয় হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - Barasat

দত্তপুকুরের কোটরা অঞ্চলে BJP কর্মীর অটোয় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের ।

AUTO
author img

By

Published : Jul 6, 2019, 5:52 PM IST

বারাসত, 6 জুলাই : BJP কর্মীর অটোতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কোটরা অঞ্চলের ঘটনা । দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

দত্তপুকুরের কোটরা অঞ্চলের ফলতি গ্রামের বাসিন্দা BJP কর্মী মহব্বত পেশায় বারাসত-বিড়া রুটের অটোচালক । এবারের লোকসভা ভোটে BJP-র হয়ে বুথে বসেছিলেন তিনি । যুক্ত ছিলেন দলের যাবতীয় কাজকর্ম‌েও । অভিযোগ, তারপর থেকেই তাঁর ক্ষতি করার সুযোগ খুঁজছিল তৃণমূল কর্মী-সমর্থকরা । সেইমতো গতরাতে তাঁর অটোতে হামলা চালানো হয় বলে অভিযোগ । অটোর সিটে ও টায়ারে চালানো হয় ব্লেড ।

দেখুন ভিডিয়ো

এই প্রসঙ্গে স্থানীয় BJP নেতা হেমন্ত সামন্ত বলেন, "মহব্বত দলের সক্রিয় কর্মী । সে দলকে শক্তিশালী করতে কোটরা অঞ্চলে কাজ করে চলেছে । সেটাই শাসকদল মেনে নিতে পারছে না।" তাঁর অভিযোগ, "রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে । আমরা পুলিশকে বলেছি তারা যেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে । তা না হলে বৃহত্তর আন্দোলনে নামব ।"

কয়েকদিন আগে BJP নেতা হেমন্ত সামন্তর পুকুরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই হামলা চালানো হল । এবার‌ও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করে BJP-র অন্তর্দ্বন্দ্বকেই দায়ি করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

বারাসত, 6 জুলাই : BJP কর্মীর অটোতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কোটরা অঞ্চলের ঘটনা । দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

দত্তপুকুরের কোটরা অঞ্চলের ফলতি গ্রামের বাসিন্দা BJP কর্মী মহব্বত পেশায় বারাসত-বিড়া রুটের অটোচালক । এবারের লোকসভা ভোটে BJP-র হয়ে বুথে বসেছিলেন তিনি । যুক্ত ছিলেন দলের যাবতীয় কাজকর্ম‌েও । অভিযোগ, তারপর থেকেই তাঁর ক্ষতি করার সুযোগ খুঁজছিল তৃণমূল কর্মী-সমর্থকরা । সেইমতো গতরাতে তাঁর অটোতে হামলা চালানো হয় বলে অভিযোগ । অটোর সিটে ও টায়ারে চালানো হয় ব্লেড ।

দেখুন ভিডিয়ো

এই প্রসঙ্গে স্থানীয় BJP নেতা হেমন্ত সামন্ত বলেন, "মহব্বত দলের সক্রিয় কর্মী । সে দলকে শক্তিশালী করতে কোটরা অঞ্চলে কাজ করে চলেছে । সেটাই শাসকদল মেনে নিতে পারছে না।" তাঁর অভিযোগ, "রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে । আমরা পুলিশকে বলেছি তারা যেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে । তা না হলে বৃহত্তর আন্দোলনে নামব ।"

কয়েকদিন আগে BJP নেতা হেমন্ত সামন্তর পুকুরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই হামলা চালানো হল । এবার‌ও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করে BJP-র অন্তর্দ্বন্দ্বকেই দায়ি করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.