ETV Bharat / state

রাতভর নাকা চেকিং, উদ্ধার টাকা - bidhannagar

শেষ দফার নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালায় পুলিশ । কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার হয়েছে প্রচুর টাকা ।

চলছে নাকা চেকিং
author img

By

Published : May 18, 2019, 12:24 PM IST

Updated : May 18, 2019, 12:44 PM IST

বিধাননগর, 18 মে : রাত পেরোলেই শেষ দফার নির্বাচন । তার আগে গতকাল রাতভর বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় চলল নাকা চেকিং ।

বিভিন্ন গেস্ট হাউজ়েও অভিযান চালায় পুলিশ । সূত্রের খবর, বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে । উদ্ধার হয়েছে প্রচুর টাকা । অন্যদিকে, নিমতা থানা এলাকায় অরুণাচল প্রদেশের এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ । কী কারণে সে এতদিন ধরে ওই এলাকায় একটি লজে থাকছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ।

চলছে নাকা চেকিং : দেখুন ভিডিয়ো

এদিকে, দমদমের ঘুঘুডাঙা ও দমদম পৌরসভার 15 ও 16 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বিরোধী দলের সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । BJP নেতৃত্বের অভিযোগ, রাজারহাট, দমদমের একাধিক এলাকায় ভোটার কার্ড নিয়ে চলে যাচ্ছে দুষ্কৃতীরা । হুমকিও দেওয়া হচ্ছে । তৃণমূল নেতৃত্ব, অভিযোগ অস্বীকার করেছে ।

বিধাননগর, 18 মে : রাত পেরোলেই শেষ দফার নির্বাচন । তার আগে গতকাল রাতভর বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় চলল নাকা চেকিং ।

বিভিন্ন গেস্ট হাউজ়েও অভিযান চালায় পুলিশ । সূত্রের খবর, বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে । উদ্ধার হয়েছে প্রচুর টাকা । অন্যদিকে, নিমতা থানা এলাকায় অরুণাচল প্রদেশের এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ । কী কারণে সে এতদিন ধরে ওই এলাকায় একটি লজে থাকছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ।

চলছে নাকা চেকিং : দেখুন ভিডিয়ো

এদিকে, দমদমের ঘুঘুডাঙা ও দমদম পৌরসভার 15 ও 16 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বিরোধী দলের সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । BJP নেতৃত্বের অভিযোগ, রাজারহাট, দমদমের একাধিক এলাকায় ভোটার কার্ড নিয়ে চলে যাচ্ছে দুষ্কৃতীরা । হুমকিও দেওয়া হচ্ছে । তৃণমূল নেতৃত্ব, অভিযোগ অস্বীকার করেছে ।

Intro:


দমদম: রাত পেরোলেই শেষ দফার নির্বাচন। দমদমে এবার 100% কেন্দ্রীয় বাহিনী থাকায় রাজনৈতিক উত্তাপের পরিস্থিতিতে এজেন্ট তাড়িয়ে গতানুগতিক পদ্ধতিতে বুথ দখল করা কষ্টসাধ্য ব্যাপার। তাই বুথ দখল এর পরিবর্তে দমদম অন্য উপায় খুঁজছে শাসকদল অভিযোগ তুলছে বিরোধীরা।

Body:অভিযোগ উঠছে দমদমের ঘুঘুডাঙ্গা এবং দমদম পৌরসভার 15 ও 16 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বিরোধী দলের সমর্থকদের হুমকি দিচ্ছে বহিরাগতরা। অন্যদিকে রাজারহাটের 26 নম্বর ওয়ার্ডের অরুননগর এলাকায় ভোটারদের বাড়ি থেকে কার্ড তুলে নেওয়ার চেষ্টা শুরু হয় বলে অভিযোগ উঠছে। রাজারহাটের জ্যাংড়া এলাকাতেও তৃণমূল সমর্থকদের বাড়িতে বহিরাগতরা আশ্রয় নিচ্ছে অভিযোগ বিজেপির। এছাড়াও উত্তর দমদমের 4 নম্বর ওয়ার্ডের ভোটারদের নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই অবস্থায় বিজেপি বিরোধী দলের দাবি। কেন্দ্রীয় বাহিনী থাকায় এবার আর বুথ দখল করা যাবে না ভেবে বিকল্প সাইন্টিফিক রিগিংয়ের নানান পদ্ধতি প্রয়োগ করতে শুরু করেছে রাজ্যের শাসক দলের সমর্থকরা। অভিযোগ ভোটের ভয় দেখানোর পাশাপাশি অফিস নাম অফিস করার নাম করে বুথের অদূরে বুথে ঢোকার মেইন রাস্তা আটকে দেওয়ার চেষ্টা করছে শাসক দলের কর্মী-সমর্থকরা। সেখান থেকে বাছাই করে ভোটারদের বুথের যাতে ঢোকানো যায় সেদিকেই উদ্যোগী হয়েছে তারা। গতকাল উত্তর দমদমের বিভিন্ন লজে বহিরাগত দুষ্কৃতী ঢোকা শুরু হয়েছে খবর আসতে থাকে। এই খবর পেয়ে বিধায়ক ভট্টাচার্য পাশের দোকানে একটি চেয়ার পেতে বসে পড়েন। এরপর থেকেই পালাতে শুরু করে দুষ্কৃতীরা এমনটাই সিপিএম সূত্রে জানা গিয়েছে।

Conclusion:অন্যদিকে সারারাত নাকা চেকিং চলল বিধান নগর পুলিশ কমিশনারেট এলাকায়। রাতভর বিভিন্ন গেস্ট হাউসের হানা দেয় পুলিশ। সূত্রের খবর বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বিধান নগর পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর অর্থ। অন্যদিকে নিমতা থানা এলাকায় অরুণাচল প্রদেশের বাসিন্দা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অভিযোগ প্রায় চার মাস ধরে ধরে ওই ব্যক্তি একটি লজে ছিল। কি কারনে সে দীর্ঘদিন ধরে ওখানে থাকছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।


Last Updated : May 18, 2019, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.