হায়দরাবাদ: নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সাধারণত আইফোন প্রথম পছন্দ ৷ তবে জানলে অবাক হবেন, অ্যাপলের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ ৷ সংশ্লিষ্ট সংস্থার ভয়েস অ্যাসিস্ট্যন্ট সিরি-র বিরুদ্ধে এই আড়ি পাতার অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, ব্যাবহারকারীদের ব্যক্তিগত কথা রেকর্ড করছে অ্যাপেল ৷ এই মামলা নিষ্পত্তি করতে চেয়েছে সংস্থাটি ৷ 95 মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিতে হবে সংস্থটিকে ৷ যা ভারতীয় টাকায় প্রায় 815 কোটি টাকার কাছাকাছি ৷ আইফোন ব্যবহারকারীদের অ্যাকাউন্টে এই টাকা 1700 টাকা করে জমা হতে পারে ৷ তবে যাঁরা প্রামাণ করতে পারবেন সিরি আড়ি পেতেছে তাঁরাই পাবেন ৷
ভয়েস অ্যাসিসস্ট্যান্ট সিরি-র বিরুদ্ধে কী অভিযোগ: দ্যা উড ল ফার্ম নামে একটি সংস্থা প্রথম মামলাটি করে ৷ দ্যা গার্ডিয়ান সাংবাদ পত্রে প্রকাশিক তথ্য অনুযায়ী, 2019 সালের অগস্ট মাসে সিরির বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগ দায়ের করে ৷ সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্যবহারকারীকে না জানিয়েই সিরি মাইক্রোফোন নিজে থেকে চালু হয়ে যাচ্ছে ৷ সেটি ব্যবহারকারীর কথাবার্তা রেকর্ড করেছে ৷
প্রসঙ্গত, ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় 2014 সালে অ্য়াপল যে সফটওয়্যার আপডেট করেছে তা শুধু মাত্র ব্যবহারকারীদের উন্নত পরিষেবা দিতে ৷ এরপরেই সিরির বিরুদ্ধে ব্যবহাকারীকে না জানিয়ে কথোকথোন রেকর্ডের অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, সিরি এই সমস্ত কথোপকথোন গোপনে বিজ্ঞাপণ দাতাদের সঙ্গে শেয়ার করছে সেই মতোই ব্যবহারকারীর কাছে বিজ্ঞাপণ আসছে পণ্যের ৷ এরপরই অ্যাপলের বিরুদ্ধে মামল দায়ের করা হয় ৷ তবে এই মামলার পরিপ্রেক্ষিতে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করলেও, কোনও সঠিক যুক্তি দেখাতে পারেনি ৷
কারা পাবেন টাকা: জানা গিয়েছে, 2014 সালের 17 সেপ্টেম্বর থেকে গত বছরের শেষ পর্যন্ত যাঁরা আইফোন এবং অ্যাপলের অন্যান্য ডিভাইস কিনেছেন এবং ব্যবহার করছেন সেইসমস্ত মার্কিন নাগরিকরাই এই টাকা পাবেন ৷ তবে সংশ্লিষ্ট ব্য়ক্তিকে উপযুক্ত প্রামাণ দিতে হবে ৷
সিরির বিরুদ্ধে দায়ের করা একটি মামলা এখনও সান জোসে চলছে ৷ ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে গুগল এবং অপর একটি অ্যান্ড্রয়েড সফ্টওয়্যারে ভার্চুয়াল সহকারীর বিরুদ্ধে এই ধরনের আড়ি পাতার মামলা চলেছে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে ৷
সুরক্ষিত থাকতে কী করবেন
- অপ্রয়োজনীয় কারণে অ্যাপলের ভার্চুয়াল অ্যাসিসস্ট্যান্ট siri ব্যবহার না করাই ভালো
- siri বন্ধ করতে Settings > Siri & Search
- ডিভাইসের সাইডে থাকা বোতামটি প্রেস করলেই ‘Hey Siri’ শোনা যাবে
- এরপর সিরি অপশনটি বন্ধ করে দিতে হবে