ETV Bharat / state

BJP নেতার বাড়িতে বৈঠক চলাকালীন হামলা, উত্তেজনা বারাসতে - vandalized

BJP নেতার বাড়িতে বৈঠক চলাকালীন হামলা । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । খবর পেয়ে পুলিশ এসে উলটে BJP-র জেলা সম্পাদক এবং দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতিকে থানায় নিয়ে যায়।

থানার সামনে বিক্ষোভে তৃণমূল কর্মীরা
author img

By

Published : May 14, 2019, 1:55 AM IST

Updated : May 15, 2019, 10:59 PM IST

বারাসত, 14 মে : বারাসতে BJP-র জেলা সম্পাদকের বাড়িতে দলীয় বৈঠক চলাকালীন হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বৈঠকে যোগ দিতে আসা BJP নেতা-কর্মীদের গাড়িতে ভাঙচুর চালানো হয়। বাড়িতেও ভাঙুচর করা হয়। এরপর খবর পেয়ে পুলিশ এসে উলটে BJP-র জেলা সম্পাদক এবং দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতিকে থানায় নিয়ে যায়। BJP নেতাদের গ্রেপ্তারের দাবিতে থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে রাতেই থানায় আসেন BJP নেতা মুকুল রায়। বারাসতের টাকি রোডের ঘটনা ।

mukul roy
থানায় মুকুল রায়

কিছুদিন ধরে তৃণমূল অভিযোগ জানাতে থাকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে BJP বহিরাগতদের রাজ্যে নিয়ে আসছে । তাদের থাকার জন্য বারাসতের বিভিন্ন হোটেলে ব্যবস্থা করছে BJP-র দলীয় নেতৃত্ব । গতকাল বারাসতের টাকি রোডে সেরকমই একটি হোটেলে BJP-র বৈঠক হওয়ার কথা ছিল । কিন্তু পুলিশ সেখানে অভিযান চালানোয় উত্তর 24 পরগনার BJP জেলা সম্পাদক তুহিন মণ্ডলের বাড়িতে বৈঠকের ব্যবস্থা করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন BJP নেতা অরবিন্দ মেনন , বারাসত সাংগঠনিক জেলার BJP সভাপতি প্রদীপ ব্যানার্জি সহ অন্যরা । অভিযোগ, সেইসময় তুহিন মণ্ডলের বাড়ির সামনে থাকা BJP নেতাদের পাঁচটি গাড়ি ভাঙচুর করে তৃণমূলের কর্মী সমর্থকরা । পাশাপাশি তুহিন মণ্ডলের বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ।

car
এই গাড়িটি ডিফেন্সের বলে দাবি কাকলির

খবর পেয়ে ঘটনাস্থানে বারাসত থানার পুলিশ গিয়ে তুহিন মণ্ডল ও প্রদীপ ব্যানার্জিকে থানায় নিয়ে আসে । BJP নেতৃত্ব তুহিন মণ্ডল ও প্রদীপ ব্যানার্জির সঙ্গে থানায় দেখা করতে গেলে তাদেরও মারধর করা হয় অভিযোগ । পুলিশ ভাঙচুর করা গাড়িগুলিতে তল্লাশি চালায় । গাড়ি থেকে বিমানবন্দরের ট্যাগ লাগানো ট্রলি ব্যাগ সহ দুটি কাগজের ব্যাগ উদ্ধার করে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

খবর পেয়ে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার থানার সামনে এসে কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান । তাঁর দাবি, ওই ব্যাগগুলিতে টাকা ও অস্ত্র আছে । নির্বাচনের আগে টাকা বিলি করার জন্য BJP-র লোকেরা এখানে এসেছিল । তৃণমূলের কর্মীরা সজাগ থাকায় তারা হাতেনাতে ধরা পড়েছে । তিনি বলেন, গাড়িগুলির মধ্যে একটি গাড়ি ডিফেন্সের ছিল ।

এদিকে, রাতেই ঘটনার খবর পেয়ে থানায় আসেন মুকুল রায়। তিনি পুলিশকে ওই দুই BJP নেতাকে থানায় নিয়ে আসার কারণ জিজ্ঞাসা করেন । উত্তরে পুলিশ বলেন, হামলাকারীদের হাত থেকে বাঁচাতেই থানায় নিয়ে আসা হয় তাঁদের । এরপর মুকুল রায়ের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় ওই দুই BJP নেতাকে । পাশাপাশি অরবিন্দ মেননকে গঙ্গানগরের কাছে কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে তুলে দেয় পুলিশ ।

বারাসত, 14 মে : বারাসতে BJP-র জেলা সম্পাদকের বাড়িতে দলীয় বৈঠক চলাকালীন হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বৈঠকে যোগ দিতে আসা BJP নেতা-কর্মীদের গাড়িতে ভাঙচুর চালানো হয়। বাড়িতেও ভাঙুচর করা হয়। এরপর খবর পেয়ে পুলিশ এসে উলটে BJP-র জেলা সম্পাদক এবং দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতিকে থানায় নিয়ে যায়। BJP নেতাদের গ্রেপ্তারের দাবিতে থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে রাতেই থানায় আসেন BJP নেতা মুকুল রায়। বারাসতের টাকি রোডের ঘটনা ।

mukul roy
থানায় মুকুল রায়

কিছুদিন ধরে তৃণমূল অভিযোগ জানাতে থাকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে BJP বহিরাগতদের রাজ্যে নিয়ে আসছে । তাদের থাকার জন্য বারাসতের বিভিন্ন হোটেলে ব্যবস্থা করছে BJP-র দলীয় নেতৃত্ব । গতকাল বারাসতের টাকি রোডে সেরকমই একটি হোটেলে BJP-র বৈঠক হওয়ার কথা ছিল । কিন্তু পুলিশ সেখানে অভিযান চালানোয় উত্তর 24 পরগনার BJP জেলা সম্পাদক তুহিন মণ্ডলের বাড়িতে বৈঠকের ব্যবস্থা করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন BJP নেতা অরবিন্দ মেনন , বারাসত সাংগঠনিক জেলার BJP সভাপতি প্রদীপ ব্যানার্জি সহ অন্যরা । অভিযোগ, সেইসময় তুহিন মণ্ডলের বাড়ির সামনে থাকা BJP নেতাদের পাঁচটি গাড়ি ভাঙচুর করে তৃণমূলের কর্মী সমর্থকরা । পাশাপাশি তুহিন মণ্ডলের বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ।

car
এই গাড়িটি ডিফেন্সের বলে দাবি কাকলির

খবর পেয়ে ঘটনাস্থানে বারাসত থানার পুলিশ গিয়ে তুহিন মণ্ডল ও প্রদীপ ব্যানার্জিকে থানায় নিয়ে আসে । BJP নেতৃত্ব তুহিন মণ্ডল ও প্রদীপ ব্যানার্জির সঙ্গে থানায় দেখা করতে গেলে তাদেরও মারধর করা হয় অভিযোগ । পুলিশ ভাঙচুর করা গাড়িগুলিতে তল্লাশি চালায় । গাড়ি থেকে বিমানবন্দরের ট্যাগ লাগানো ট্রলি ব্যাগ সহ দুটি কাগজের ব্যাগ উদ্ধার করে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

খবর পেয়ে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার থানার সামনে এসে কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান । তাঁর দাবি, ওই ব্যাগগুলিতে টাকা ও অস্ত্র আছে । নির্বাচনের আগে টাকা বিলি করার জন্য BJP-র লোকেরা এখানে এসেছিল । তৃণমূলের কর্মীরা সজাগ থাকায় তারা হাতেনাতে ধরা পড়েছে । তিনি বলেন, গাড়িগুলির মধ্যে একটি গাড়ি ডিফেন্সের ছিল ।

এদিকে, রাতেই ঘটনার খবর পেয়ে থানায় আসেন মুকুল রায়। তিনি পুলিশকে ওই দুই BJP নেতাকে থানায় নিয়ে আসার কারণ জিজ্ঞাসা করেন । উত্তরে পুলিশ বলেন, হামলাকারীদের হাত থেকে বাঁচাতেই থানায় নিয়ে আসা হয় তাঁদের । এরপর মুকুল রায়ের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় ওই দুই BJP নেতাকে । পাশাপাশি অরবিন্দ মেননকে গঙ্গানগরের কাছে কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে তুলে দেয় পুলিশ ।

sample description
Last Updated : May 15, 2019, 10:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.