ETV Bharat / state

বাজি বিস্ফোরণে সাসপেন্ড নৈহাটির IC-সহ তিন

বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ হয়েছিল । তীব্রতা এতোটাই বেশি ছিল যে, তার প্রভাব দেখা গিয়েছিল চুঁচুড়াতেও । সেই ঘটনায় নৈহাটির IC-সহ তিন জনকে সাসপেন্ড করা হল ।

naihati blast
ফাইল ফোটো
author img

By

Published : Jan 16, 2020, 2:13 AM IST

নৈহাটি, 16 জানুয়ারি : বাজি বিস্ফোরণের ঘটনায় সাসপেন্ড করা হল নৈহাটি থানার IC-কে । সাসপেন্ড করা হয়েছে বম্ব ডিসপোজ়াল বাহিনীর দুই আধিকারিককেও । ইতিমধ্যে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে ওই তিন পুলিশ আধিকারিকের সাসপেনশন কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

৩ জানুয়ারি(শুক্রবার) নৈহাটির দেবক গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে চার জনের মৃত্যু হয় । তল্লাশি চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে পুলিশ ও বম্ব ডিসপোজ়াল বাহিনী । ৯ জানুয়ারি(বৃহস্পতিবার) নৈহাটির ছাইঘাটে গঙ্গার পাড়ে সেই বাজি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটে । তাতে সাত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বহু বাড়ির দেওয়ালে ফাটল ধরে যায়। এই ঘটনায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাসতে একটি অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ করেন । জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে বিষয়টিতে হস্তক্ষেপ করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে বলেন ।

এরপরে বাজি বিস্ফোরণের ঘটনায় পুলিশের যে গাফিলতি ছিল তা উপলব্ধি করে শুরু হয় বিভাগীয় তদন্ত । অবশেষে গতকাল ভবানীভবন থেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার কাছে একটি নির্দেশ আসে । তাতেই নৈহাটির IC অনুপম চক্রবর্তী ও বম্ব ডিসপোজ়াল বাহিনীর দুই আধিকারিককে সাসপেন্ড করার বিষয়টির উল্লেখ রয়েছে । তবে, ওই তিন আধিকারিককে কত দিনের জন্য সাসপেন্ড করা হচ্ছে তা এখনও জানানো হয়নি । এ'বিষয়ে মনোজ ভার্মাকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

নৈহাটি, 16 জানুয়ারি : বাজি বিস্ফোরণের ঘটনায় সাসপেন্ড করা হল নৈহাটি থানার IC-কে । সাসপেন্ড করা হয়েছে বম্ব ডিসপোজ়াল বাহিনীর দুই আধিকারিককেও । ইতিমধ্যে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে ওই তিন পুলিশ আধিকারিকের সাসপেনশন কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

৩ জানুয়ারি(শুক্রবার) নৈহাটির দেবক গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে চার জনের মৃত্যু হয় । তল্লাশি চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে পুলিশ ও বম্ব ডিসপোজ়াল বাহিনী । ৯ জানুয়ারি(বৃহস্পতিবার) নৈহাটির ছাইঘাটে গঙ্গার পাড়ে সেই বাজি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটে । তাতে সাত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বহু বাড়ির দেওয়ালে ফাটল ধরে যায়। এই ঘটনায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাসতে একটি অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ করেন । জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে বিষয়টিতে হস্তক্ষেপ করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে বলেন ।

এরপরে বাজি বিস্ফোরণের ঘটনায় পুলিশের যে গাফিলতি ছিল তা উপলব্ধি করে শুরু হয় বিভাগীয় তদন্ত । অবশেষে গতকাল ভবানীভবন থেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার কাছে একটি নির্দেশ আসে । তাতেই নৈহাটির IC অনুপম চক্রবর্তী ও বম্ব ডিসপোজ়াল বাহিনীর দুই আধিকারিককে সাসপেন্ড করার বিষয়টির উল্লেখ রয়েছে । তবে, ওই তিন আধিকারিককে কত দিনের জন্য সাসপেন্ড করা হচ্ছে তা এখনও জানানো হয়নি । এ'বিষয়ে মনোজ ভার্মাকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Intro:বাজি বিস্ফোরণের ঘটনায় সাসপেন্ড নৈহাটি থানার আইসি-সহ তিন

নৈহাটিঃ বাজি বিস্ফোরণের ঘটনায় সাসপেন্ড নৈহাটি থানার আইসি। সাসপেন্ড করা হয়েছে বম্ব ডিসপোজাল বাহিনীর দুই আধিকারিককেও। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সিদ্ধান্তে ভবানীভবন থেকে ব্যারাকপুরের সিপিকে ওই তিন পুলিশ আধিকারিকের সাসপেনশন কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৩ জানুয়ারি নৈহাটির দেবক গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে চার জনের মৃত্যু হয়। খোদ রাজ্যপাল জগদীশ ধনকড় টুইটে ঘটনা সম্পর্কে উদ্বেগপ্রকাশ করেছিলেন। পরের দিন গ্রামে যান ব্যারাকপুরের সিপি মনোজ ভার্মা। দুর্ঘটনাস্থলে যায় ফরেনসিক বিশেষজ্ঞ দলও। দেবক গ্রাম থেকে পুলিশ ও বম্ব ডিসপোজাল বাহিনী বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে। গত ৯ জানুয়ারি নৈহাটির ছাইঘাটে গঙ্গার পাড়ে সেই বাজি নিস্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটে যায়। তাতে সাত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বহু বাড়ির দেওয়ালে ফাটল ধরে যায়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাসতে যাত্রা উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে উদ্বেগপ্রকাশ করেন। তড়িঘড়ি তিনি জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে হস্তক্ষেপ করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে বলেন। সেদিন বোমা নিস্ক্রিয় করার সময় পুলিশের যে গাফিলতি ছিল, তা উপলব্ধি করে বিভাগীয় তদন্তও শুরু হয়। অবশেষে বুধবার ভবানীভবন থেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার কাছে নির্দেশ আসে। নৈহাটির আইসি অনুপম চক্রবর্তী ও বম্ব ডিসপোজাল বাহিনীর দুই আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ এসেছে। তবে ওই তিন আধিকারিককে কত দিনের জন্য সাসপেন্ড করা হচ্ছে, তা অবশ্য ওই নির্দেশে উল্লেখ নেই। পুলিশ কমিশনারও কোনও মন্তব্য করতে চাননি। Body:বাজি বিস্ফোরণের ঘটনায় সাসপেন্ড নৈহাটি থানার আইসি-সহ তিন

নৈহাটিঃ বাজি বিস্ফোরণের ঘটনায় সাসপেন্ড নৈহাটি থানার আইসি। সাসপেন্ড করা হয়েছে বম্ব ডিসপোজাল বাহিনীর দুই আধিকারিককেও। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সিদ্ধান্তে ভবানীভবন থেকে ব্যারাকপুরের সিপিকে ওই তিন পুলিশ আধিকারিকের সাসপেনশন কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৩ জানুয়ারি নৈহাটির দেবক গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে চার জনের মৃত্যু হয়। খোদ রাজ্যপাল জগদীশ ধনকড় টুইটে ঘটনা সম্পর্কে উদ্বেগপ্রকাশ করেছিলেন। পরের দিন গ্রামে যান ব্যারাকপুরের সিপি মনোজ ভার্মা। দুর্ঘটনাস্থলে যায় ফরেনসিক বিশেষজ্ঞ দলও। দেবক গ্রাম থেকে পুলিশ ও বম্ব ডিসপোজাল বাহিনী বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে। গত ৯ জানুয়ারি নৈহাটির ছাইঘাটে গঙ্গার পাড়ে সেই বাজি নিস্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটে যায়। তাতে সাত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বহু বাড়ির দেওয়ালে ফাটল ধরে যায়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাসতে যাত্রা উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে উদ্বেগপ্রকাশ করেন। তড়িঘড়ি তিনি জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে হস্তক্ষেপ করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে বলেন। সেদিন বোমা নিস্ক্রিয় করার সময় পুলিশের যে গাফিলতি ছিল, তা উপলব্ধি করে বিভাগীয় তদন্তও শুরু হয়। অবশেষে বুধবার ভবানীভবন থেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার কাছে নির্দেশ আসে। নৈহাটির আইসি অনুপম চক্রবর্তী ও বম্ব ডিসপোজাল বাহিনীর দুই আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ এসেছে। তবে ওই তিন আধিকারিককে কত দিনের জন্য সাসপেন্ড করা হচ্ছে, তা অবশ্য ওই নির্দেশে উল্লেখ নেই। পুলিশ কমিশনারও কোনও মন্তব্য করতে চাননি। Conclusion:বাজি বিস্ফোরণের ঘটনায় সাসপেন্ড নৈহাটি থানার আইসি-সহ তিন

নৈহাটিঃ বাজি বিস্ফোরণের ঘটনায় সাসপেন্ড নৈহাটি থানার আইসি। সাসপেন্ড করা হয়েছে বম্ব ডিসপোজাল বাহিনীর দুই আধিকারিককেও। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সিদ্ধান্তে ভবানীভবন থেকে ব্যারাকপুরের সিপিকে ওই তিন পুলিশ আধিকারিকের সাসপেনশন কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৩ জানুয়ারি নৈহাটির দেবক গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে চার জনের মৃত্যু হয়। খোদ রাজ্যপাল জগদীশ ধনকড় টুইটে ঘটনা সম্পর্কে উদ্বেগপ্রকাশ করেছিলেন। পরের দিন গ্রামে যান ব্যারাকপুরের সিপি মনোজ ভার্মা। দুর্ঘটনাস্থলে যায় ফরেনসিক বিশেষজ্ঞ দলও। দেবক গ্রাম থেকে পুলিশ ও বম্ব ডিসপোজাল বাহিনী বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে। গত ৯ জানুয়ারি নৈহাটির ছাইঘাটে গঙ্গার পাড়ে সেই বাজি নিস্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটে যায়। তাতে সাত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বহু বাড়ির দেওয়ালে ফাটল ধরে যায়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাসতে যাত্রা উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে উদ্বেগপ্রকাশ করেন। তড়িঘড়ি তিনি জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে হস্তক্ষেপ করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে বলেন। সেদিন বোমা নিস্ক্রিয় করার সময় পুলিশের যে গাফিলতি ছিল, তা উপলব্ধি করে বিভাগীয় তদন্তও শুরু হয়। অবশেষে বুধবার ভবানীভবন থেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার কাছে নির্দেশ আসে। নৈহাটির আইসি অনুপম চক্রবর্তী ও বম্ব ডিসপোজাল বাহিনীর দুই আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ এসেছে। তবে ওই তিন আধিকারিককে কত দিনের জন্য সাসপেন্ড করা হচ্ছে, তা অবশ্য ওই নির্দেশে উল্লেখ নেই। পুলিশ কমিশনারও কোনও মন্তব্য করতে চাননি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.