ETV Bharat / state

বাবা ঘুরতে নিয়ে যায়নি, আত্মঘাতী নাবালিকা ! - gaighata

বাবা ঘুরতে নিয়ে যাননি ৷ এই অভিমানে আত্মহত্যা করল এক নাবালিকা ৷

আত্মঘাতী ঋদ্ধিমা রায়
author img

By

Published : Jul 24, 2019, 11:44 AM IST

গাইঘাটা, 24 জুলাই : বাবা ঘুরতে নিয়ে যাননি ৷ এই অভিমানে আত্মহত্যা করল এক নাবালিকা ৷ মৃতের নাম ঋদ্ধিমা রায় (9) ৷ উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চিকনপাড়া এলাকার ঘটনা ৷

প্রতিদিন কাজ থেকে ফিরে বিকেলে মেয়েকে নিয়ে ঘুরতে যেতেন রথীন রায় ৷ গতকালও রথীনবাবুর কাছে ঘুরতে যাওয়ার আবদার করে ঋদ্ধিমা ৷ কিন্তু কাজ থাকার ফলে মেয়েক নিয়ে বেরোতে পারেননি রথীনবাবু ৷ তিনি মেয়েকে ঘরে পড়তে বসার কথা বলে কাজে বেরিয়ে যান ৷ পরে রথীনবাবুর মা খাওয়ার সময় নাতনিকে ডাকতে গিয়ে ঘরের দরজা খুলে দেখেন, ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ঋদ্ধিমা ৷ তড়িঘড়ি ওই নাবালিকাকে চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর সভার আগে পদত্যাগ উত্তর 24 পরগনা জেলা পরিষদ কর্মাধ্যক্ষের

জানা গেছে, তিন বছর আগে স্ত্রী বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকে ঋদ্ধিমাকে মায়ের অভাব বুঝতে দেননি রথীন রায় ৷ মেয়ের সব আবদারই পূরণ করতেন রথীনবাবু ৷ কিন্তু গতকাল মেয়েকে ঘরে পড়তে বসতে বলে তিনি কাজ চলে যান ৷ তারপরই অভিমান গলায় ফাঁস দেয় ছোট্ট ঋদ্ধিমা ৷ নাবালিকার মৃত্যু ঘিরে বেশকিছু প্রশ্ন উঠেছে ৷ কারণ, ওই নাবালিকা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেও তার পা মাটিতে ঠেকেছিল ৷ যদিও এই ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি ৷

গাইঘাটা, 24 জুলাই : বাবা ঘুরতে নিয়ে যাননি ৷ এই অভিমানে আত্মহত্যা করল এক নাবালিকা ৷ মৃতের নাম ঋদ্ধিমা রায় (9) ৷ উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চিকনপাড়া এলাকার ঘটনা ৷

প্রতিদিন কাজ থেকে ফিরে বিকেলে মেয়েকে নিয়ে ঘুরতে যেতেন রথীন রায় ৷ গতকালও রথীনবাবুর কাছে ঘুরতে যাওয়ার আবদার করে ঋদ্ধিমা ৷ কিন্তু কাজ থাকার ফলে মেয়েক নিয়ে বেরোতে পারেননি রথীনবাবু ৷ তিনি মেয়েকে ঘরে পড়তে বসার কথা বলে কাজে বেরিয়ে যান ৷ পরে রথীনবাবুর মা খাওয়ার সময় নাতনিকে ডাকতে গিয়ে ঘরের দরজা খুলে দেখেন, ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ঋদ্ধিমা ৷ তড়িঘড়ি ওই নাবালিকাকে চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর সভার আগে পদত্যাগ উত্তর 24 পরগনা জেলা পরিষদ কর্মাধ্যক্ষের

জানা গেছে, তিন বছর আগে স্ত্রী বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকে ঋদ্ধিমাকে মায়ের অভাব বুঝতে দেননি রথীন রায় ৷ মেয়ের সব আবদারই পূরণ করতেন রথীনবাবু ৷ কিন্তু গতকাল মেয়েকে ঘরে পড়তে বসতে বলে তিনি কাজ চলে যান ৷ তারপরই অভিমান গলায় ফাঁস দেয় ছোট্ট ঋদ্ধিমা ৷ নাবালিকার মৃত্যু ঘিরে বেশকিছু প্রশ্ন উঠেছে ৷ কারণ, ওই নাবালিকা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেও তার পা মাটিতে ঠেকেছিল ৷ যদিও এই ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি ৷

Intro:বাবা বিকালে ঘুরতে নিয়ে যায়নি, অভিমানে আত্মঘাতী বালিকা



গাইঘাটাঃ নয় বছরের বাচ্চা মেয়ে বাবাকে বলেছিল বাবা আমাকে ঘুরতে নিয়ে চল। ঘুরতে না নিয়ে গিয়ে পড়তে বলেছিল বাবা। আর সেই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহতা করলে এক বালিকা। মৃতার নাম ঋদ্ধিমা রায়(৯)। মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চিকনপাড়া এলাকায়।


সূত্রের খবর, চিকনপাড়ার বাসিন্দা রথীন্দ্রনাথ রায় একমাত্র মেয়ে ঋদ্ধিমা। এখন সে চতুর্থ শ্রেনিতে পড়ে। গত তিন বছর মা তাদের সঙ্গে থাকে না। ফলে একমাত্র মেয়েই সব ছিল রথীনের কাছে। মেয়ে যখন যা চাইত সব অভাব পুরণ করতেন। কখনও মায়ের অভাব বুঝতে দিতেন না। প্রতিদিনই কাজ থেকে বাড়ি ফিরে বিকালে মেয়েকে নিয়ে ঘুরতে বেরোতেন রথীন। মঙ্গলবারও বিকালে ছোট্ট ঋদ্ধিমা বাবার কাছে আবদার করেছিল ঘুরতে যাওয়ার। কাজ থাকার ফলে মেয়েকে নিয়ে বেরোতে পারেননি রথীন। তাকে বলেছিলেন, আজ তার একটু কাজ আছে। আজ যেতে পারবেন না। তাকে বাড়িতে বসে বই পড়তে বলে তিনি চলে যান। বাড়িতে তখন ঋদ্ধিমা ও তার ঠাকুরমা ছিল। ছোট্ট মেয়ে ঘরে বসে খেলছে ভেবে ঠাকুরমা বাইরে কাজ করছিলেন। কিছু সময় পরে ঋদ্ধিমাকে খেতে ডাকতে গিয়ে দরজা খুলে ঠাকুরমা দেখেন, ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে অচৈতন্য অবস্থায় ঝুলে রয়েছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কয়েকটি প্রশ্নও উঠেছে। ঋদ্ধিমা জানলার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে ছিল। তার দুই পা মাটিতেই ছিল। তাই, ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, সে প্রশ্নও উঠেছে।Body:বাবা বিকালে ঘুরতে নিয়ে যায়নি, অভিমানে আত্মঘাতী বালিকা



গাইঘাটাঃ নয় বছরের বাচ্চা মেয়ে বাবাকে বলেছিল বাবা আমাকে ঘুরতে নিয়ে চল। ঘুরতে না নিয়ে গিয়ে পড়তে বলেছিল বাবা। আর সেই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহতা করলে এক বালিকা। মৃতার নাম ঋদ্ধিমা রায়(৯)। মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চিকনপাড়া এলাকায়।


সূত্রের খবর, চিকনপাড়ার বাসিন্দা রথীন্দ্রনাথ রায় একমাত্র মেয়ে ঋদ্ধিমা। এখন সে চতুর্থ শ্রেনিতে পড়ে। গত তিন বছর মা তাদের সঙ্গে থাকে না। ফলে একমাত্র মেয়েই সব ছিল রথীনের কাছে। মেয়ে যখন যা চাইত সব অভাব পুরণ করতেন। কখনও মায়ের অভাব বুঝতে দিতেন না। প্রতিদিনই কাজ থেকে বাড়ি ফিরে বিকালে মেয়েকে নিয়ে ঘুরতে বেরোতেন রথীন। মঙ্গলবারও বিকালে ছোট্ট ঋদ্ধিমা বাবার কাছে আবদার করেছিল ঘুরতে যাওয়ার। কাজ থাকার ফলে মেয়েকে নিয়ে বেরোতে পারেননি রথীন। তাকে বলেছিলেন, আজ তার একটু কাজ আছে। আজ যেতে পারবেন না। তাকে বাড়িতে বসে বই পড়তে বলে তিনি চলে যান। বাড়িতে তখন ঋদ্ধিমা ও তার ঠাকুরমা ছিল। ছোট্ট মেয়ে ঘরে বসে খেলছে ভেবে ঠাকুরমা বাইরে কাজ করছিলেন। কিছু সময় পরে ঋদ্ধিমাকে খেতে ডাকতে গিয়ে দরজা খুলে ঠাকুরমা দেখেন, ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে অচৈতন্য অবস্থায় ঝুলে রয়েছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কয়েকটি প্রশ্নও উঠেছে। ঋদ্ধিমা জানলার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে ছিল। তার দুই পা মাটিতেই ছিল। তাই, ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, সে প্রশ্নও উঠেছে।Conclusion:দুই পা মাটিতে থাকার পর ঠিক কী ভাবে ওই বালিকার মৃত্যু হল তা নিয়ে রহস্য রয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.