ETV Bharat / state

কাঁচরাপাড়ায় দুষ্কৃতী হামলা; ভাঙচুর, বোমাবাজি - কাঁচরাপাড়া

কাঁচরাপাড়ায় ফের বোমাবাজি ৷ ভাঙচুর চালানো হয় একাধিক বাড়ি ও দোকানে ৷

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Aug 30, 2019, 1:39 AM IST

কাঁচরাপাড়া, 30 অগাস্ট : দুষ্কৃতী হামলা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কাঁচরাপাড়ার ভূতবাগান স্টোর ব্লক সংলগ্ন এলাকা ৷ চলে বোমাবাজি ৷ ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি, দোকান।

কেন এই হামলা ? এলাকার এক মহিলা বলেন, "দু'দিন আগে এলাকার এক বাচ্চাকে বাইরের কয়েকজন এসে মারধর করে ৷ এলাকার ছেলেরা পালটা তাদের মারধর করে ৷ আর আজ রাতে হঠাৎ করে কয়েকজন এসে হামলা চালায় এলাকায় ৷ একটি চায়ের দোকান লক্ষ্য করে বোমা ছোড়া হয় । এলাকার বেশ কয়েকটি বাড়ি ও দোকানে হামলা চালানো হয় ৷ বাধা দিতে গেলে দুষ্কৃতীদের মারে জখম হয় দু'জন ।"

Bomb
বোমার দাগ

খবর পেয়ে ঘটনাস্থানে আসে বীজপুর থানার পুলিশ। কারা হামলা চালাল, তা খতিয়ে দেখছে তারা । এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে । এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।

কাঁচরাপাড়া, 30 অগাস্ট : দুষ্কৃতী হামলা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কাঁচরাপাড়ার ভূতবাগান স্টোর ব্লক সংলগ্ন এলাকা ৷ চলে বোমাবাজি ৷ ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি, দোকান।

কেন এই হামলা ? এলাকার এক মহিলা বলেন, "দু'দিন আগে এলাকার এক বাচ্চাকে বাইরের কয়েকজন এসে মারধর করে ৷ এলাকার ছেলেরা পালটা তাদের মারধর করে ৷ আর আজ রাতে হঠাৎ করে কয়েকজন এসে হামলা চালায় এলাকায় ৷ একটি চায়ের দোকান লক্ষ্য করে বোমা ছোড়া হয় । এলাকার বেশ কয়েকটি বাড়ি ও দোকানে হামলা চালানো হয় ৷ বাধা দিতে গেলে দুষ্কৃতীদের মারে জখম হয় দু'জন ।"

Bomb
বোমার দাগ

খবর পেয়ে ঘটনাস্থানে আসে বীজপুর থানার পুলিশ। কারা হামলা চালাল, তা খতিয়ে দেখছে তারা । এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে । এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।

Intro:কাঁচরাপাড়ায় দুষ্কৃতী তান্ডব, চললো বোমা, ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি, দোকান।Body:বাচ্চাদের মধ্যে গন্ডগোল ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজিতে উত্তপ্ত হল এর কাঁচরাপাড়া।বীজপুর থানার অন্তর্গত কাঁচরাপাড়া ভূতবাগান স্টোর ব্লক সংলগ্ন এলাকায় এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। গত দুই দিন আগে এই এলাকার বাচ্চাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই মারামারি কে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। আজ আচমকাই বেশ কয়েকজন দুষ্কৃতী ভূতবাগান এলাকায় একটি চায়ের দোকান লক্ষ্য করে বোমা ছোঁড়ে । এছাড়াও এলাকায় রীতিমত তান্ডব চালায় তারা।ভাঙচুর করে এলাকার একাধিক বাড়ি, দোকান। দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তাদের মারে আহত হয়েছে দুইজন।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে ছুটে আসে বীজপুর থানার বিশাল পুলিশবাহিনী। কি কারনে এই ঘটনা ঘটলো তদন্ত করছে বীজপুর থানার পুলিশ।এদিকে রাতে ফের হামলার আশঙ্কায় দুষ্কৃতীদের আতঙ্কে তটস্থ হয়ে রয়েছে এলাকার মানুষ। কারা এই দুষ্কৃতী, তাদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।এই ঘটনার পিছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। Conclusion:এই মূহুর্তে এলাকায় পুলিশ পিকেট রাখা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.