ETV Bharat / state

খড় বোঝাই টেম্পোতে আগুন - tempo

গতরাতে খড় বোঝাই একটি টেম্পোতে আগুন লেগে যায়। ঘটনাস্থানে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টেম্পোতে আগুন
author img

By

Published : Apr 18, 2019, 1:07 PM IST

Updated : Apr 18, 2019, 1:18 PM IST

বারাসত, 18 এপ্রিল : আগুন লাগল খড় বোঝাই একটি টেম্পোতে। গতরাতে আচমকাই আগুন লেগে যায় গাড়িটিতে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক বারাসতে যশোর রোডের রথতলায় গাড়ি থামিয়ে কেবিন থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন। খবর পেয়ে বারাসত দমকল কেন্দ্র থেকে ঘটনাস্থানে যায় তিনটি ইঞ্জিন। তারা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দেখুন ভিডিয়ো

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকলের অনুমান আগুনের ফুলকি থেকেই টেম্পোয় আগুন লাগে। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ জানতে টেম্পোর ফরেন্সিক পরীক্ষা করা হবে।

বারাসত, 18 এপ্রিল : আগুন লাগল খড় বোঝাই একটি টেম্পোতে। গতরাতে আচমকাই আগুন লেগে যায় গাড়িটিতে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক বারাসতে যশোর রোডের রথতলায় গাড়ি থামিয়ে কেবিন থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন। খবর পেয়ে বারাসত দমকল কেন্দ্র থেকে ঘটনাস্থানে যায় তিনটি ইঞ্জিন। তারা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দেখুন ভিডিয়ো

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকলের অনুমান আগুনের ফুলকি থেকেই টেম্পোয় আগুন লাগে। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ জানতে টেম্পোর ফরেন্সিক পরীক্ষা করা হবে।

রাজু বিশ্বাস,বারাসত:-বিচুলি ভর্তি একটি টেম্পোতে আগুন লাগায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বারাসত রথতলা সংলগ্ন এলাকায়। গতকাল মধ্যরাতে আচমকাই আগুন লেগে যায় বিচুলি ভর্তি ওই টেম্পোতে। আগুন লাগায় বারাসাত যশোর রোডের রথ তলায় গাড়িটি দাঁড় করিয়ে দেন চালক। কোনরকমে কেবিন থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন সে।এরপর, যশোর রোডের ওপর‌ই দাউ দাউ করে জ্বলতে থাকে বিচুলি ভর্তি টেম্পোটি।আগুনের জেরে যান চলাচল‌ও বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ এই রোডে।খবর পেয়ে বারাসত দমকল কেন্দ্র থেকে তিনটি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল বাহিনীর। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তখন ভোরের আলো ফুটে গিয়েছে। এদিকে,আগুন লাগার সঠিক কারন জানা না গেলেও মনে করা হচ্ছে,কোন‌ও আগুনের ফুলকি থেকেই সেখানে আগুন লেগে থাকতে পারে। তবে,সঠিক কারন জানতে গাড়িটিকে ফরেন্সিক করা হবে দমকল কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদিকে,দগ্ধ গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ঘন্টা দুয়েক গড়িয়ে যায়।আপাতত,পোড়া গাড়িটিকে বারাসত থানায় রাখা হয়েছে।
Last Updated : Apr 18, 2019, 1:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.