ETV Bharat / state

Manish Shukla Murder Case: মণীশ শুক্লা হত্যা মামলায় আবারও সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

author img

By

Published : Jun 20, 2022, 11:03 AM IST

মণীশ শুক্লা হত্যা মামলায় শাসক দলের নেতারা জড়িত বলে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Demands CBI Investigation in Manish Shukla Murder Case) ৷ রাজ্যের এক মন্ত্রী এবং পানিহাটির বিধায়কের বিরুদ্ধে মণীশ শুক্লার খুনে জড়িত থাকার অভিযোগ করলেন বিরোধী দলনেতা ৷

Suvendu Adhikari Demands CBI Investigation in Manish Shukla Murder Case
Suvendu Adhikari Demands CBI Investigation in Manish Shukla Murder Case

খড়দা, 20 জুন: বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে রাজ্যেরই এক মন্ত্রী এবং পানিহাটির বিধায়ক জড়িত বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, এই খুনের সঙ্গে জড়িতদের ধরতে সিবিআই তদন্ত প্রয়োজন (Suvendu Adhikari Demands CBI Investigation in Manish Shukla Murder Case) ৷ রবিবার নিহত মণীশ শুক্লার পরিবারের সঙ্গে দেখা করার পর এমনই দাবি শুভেন্দুর ৷

শুভেন্দুর অভিযোগের তির সরাসরি উত্তর 24 পরগনার তৃণমূলের এক শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী বিরুদ্ধে ৷ সেই সঙ্গে বিধাননগর পৌরনিগমের এক মেয়র পারিষদ ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও মণীশ শুক্লা খুনে জড়িত থাকার অভিযোগ করেন বিরোধী দলনেতা ৷ সম্প্রতি তৃণমূলে ফেরা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকেও এই প্রসঙ্গে একহাত নিয়েছেন শুভেন্দু ৷ তাঁর অভিযোগ, এই খুনে জড়িতদের সঙ্গে অর্জুন সিংয়ের ছবিও দেখা গিয়েছে ৷

মণীশ শুক্লা হত্যা মামলায় শাসকদলের নেতাদের জড়িত থাকার অভিযোগ করলেন শুভেন্দু

আরও পড়ুন: মণীশ শুক্লা হত্যা মামলায় কেস ডায়েরি তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

শুভেন্দুর এই অভিযোগ নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর ৷ শুভেন্দুর অভিযোগের জবাবে পানিহাটির নির্মল ঘোষ জানান, মণীশ শুক্লার পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক 50 বছরের বেশি ৷ তাই মণীশকে মারার কথা তিনি ভাবতেও পারেন না ৷ তিনি দাবি করেন, মণীশ শুক্লা খুনের মামলার তদন্ত রাজ্য সরকার করছে ৷ এই মামলার যথাযথ তদন্ত সরকার করবে বলে জানান তিনি ৷

খড়দা, 20 জুন: বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে রাজ্যেরই এক মন্ত্রী এবং পানিহাটির বিধায়ক জড়িত বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, এই খুনের সঙ্গে জড়িতদের ধরতে সিবিআই তদন্ত প্রয়োজন (Suvendu Adhikari Demands CBI Investigation in Manish Shukla Murder Case) ৷ রবিবার নিহত মণীশ শুক্লার পরিবারের সঙ্গে দেখা করার পর এমনই দাবি শুভেন্দুর ৷

শুভেন্দুর অভিযোগের তির সরাসরি উত্তর 24 পরগনার তৃণমূলের এক শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী বিরুদ্ধে ৷ সেই সঙ্গে বিধাননগর পৌরনিগমের এক মেয়র পারিষদ ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও মণীশ শুক্লা খুনে জড়িত থাকার অভিযোগ করেন বিরোধী দলনেতা ৷ সম্প্রতি তৃণমূলে ফেরা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকেও এই প্রসঙ্গে একহাত নিয়েছেন শুভেন্দু ৷ তাঁর অভিযোগ, এই খুনে জড়িতদের সঙ্গে অর্জুন সিংয়ের ছবিও দেখা গিয়েছে ৷

মণীশ শুক্লা হত্যা মামলায় শাসকদলের নেতাদের জড়িত থাকার অভিযোগ করলেন শুভেন্দু

আরও পড়ুন: মণীশ শুক্লা হত্যা মামলায় কেস ডায়েরি তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

শুভেন্দুর এই অভিযোগ নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর ৷ শুভেন্দুর অভিযোগের জবাবে পানিহাটির নির্মল ঘোষ জানান, মণীশ শুক্লার পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক 50 বছরের বেশি ৷ তাই মণীশকে মারার কথা তিনি ভাবতেও পারেন না ৷ তিনি দাবি করেন, মণীশ শুক্লা খুনের মামলার তদন্ত রাজ্য সরকার করছে ৷ এই মামলার যথাযথ তদন্ত সরকার করবে বলে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.