ETV Bharat / state

Manish Shukla Murder Case: মণীশ শুক্লা হত্যা মামলায় আবারও সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

মণীশ শুক্লা হত্যা মামলায় শাসক দলের নেতারা জড়িত বলে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Demands CBI Investigation in Manish Shukla Murder Case) ৷ রাজ্যের এক মন্ত্রী এবং পানিহাটির বিধায়কের বিরুদ্ধে মণীশ শুক্লার খুনে জড়িত থাকার অভিযোগ করলেন বিরোধী দলনেতা ৷

Suvendu Adhikari Demands CBI Investigation in Manish Shukla Murder Case
Suvendu Adhikari Demands CBI Investigation in Manish Shukla Murder Case
author img

By

Published : Jun 20, 2022, 11:03 AM IST

খড়দা, 20 জুন: বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে রাজ্যেরই এক মন্ত্রী এবং পানিহাটির বিধায়ক জড়িত বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, এই খুনের সঙ্গে জড়িতদের ধরতে সিবিআই তদন্ত প্রয়োজন (Suvendu Adhikari Demands CBI Investigation in Manish Shukla Murder Case) ৷ রবিবার নিহত মণীশ শুক্লার পরিবারের সঙ্গে দেখা করার পর এমনই দাবি শুভেন্দুর ৷

শুভেন্দুর অভিযোগের তির সরাসরি উত্তর 24 পরগনার তৃণমূলের এক শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী বিরুদ্ধে ৷ সেই সঙ্গে বিধাননগর পৌরনিগমের এক মেয়র পারিষদ ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও মণীশ শুক্লা খুনে জড়িত থাকার অভিযোগ করেন বিরোধী দলনেতা ৷ সম্প্রতি তৃণমূলে ফেরা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকেও এই প্রসঙ্গে একহাত নিয়েছেন শুভেন্দু ৷ তাঁর অভিযোগ, এই খুনে জড়িতদের সঙ্গে অর্জুন সিংয়ের ছবিও দেখা গিয়েছে ৷

মণীশ শুক্লা হত্যা মামলায় শাসকদলের নেতাদের জড়িত থাকার অভিযোগ করলেন শুভেন্দু

আরও পড়ুন: মণীশ শুক্লা হত্যা মামলায় কেস ডায়েরি তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

শুভেন্দুর এই অভিযোগ নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর ৷ শুভেন্দুর অভিযোগের জবাবে পানিহাটির নির্মল ঘোষ জানান, মণীশ শুক্লার পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক 50 বছরের বেশি ৷ তাই মণীশকে মারার কথা তিনি ভাবতেও পারেন না ৷ তিনি দাবি করেন, মণীশ শুক্লা খুনের মামলার তদন্ত রাজ্য সরকার করছে ৷ এই মামলার যথাযথ তদন্ত সরকার করবে বলে জানান তিনি ৷

খড়দা, 20 জুন: বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে রাজ্যেরই এক মন্ত্রী এবং পানিহাটির বিধায়ক জড়িত বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, এই খুনের সঙ্গে জড়িতদের ধরতে সিবিআই তদন্ত প্রয়োজন (Suvendu Adhikari Demands CBI Investigation in Manish Shukla Murder Case) ৷ রবিবার নিহত মণীশ শুক্লার পরিবারের সঙ্গে দেখা করার পর এমনই দাবি শুভেন্দুর ৷

শুভেন্দুর অভিযোগের তির সরাসরি উত্তর 24 পরগনার তৃণমূলের এক শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী বিরুদ্ধে ৷ সেই সঙ্গে বিধাননগর পৌরনিগমের এক মেয়র পারিষদ ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও মণীশ শুক্লা খুনে জড়িত থাকার অভিযোগ করেন বিরোধী দলনেতা ৷ সম্প্রতি তৃণমূলে ফেরা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকেও এই প্রসঙ্গে একহাত নিয়েছেন শুভেন্দু ৷ তাঁর অভিযোগ, এই খুনে জড়িতদের সঙ্গে অর্জুন সিংয়ের ছবিও দেখা গিয়েছে ৷

মণীশ শুক্লা হত্যা মামলায় শাসকদলের নেতাদের জড়িত থাকার অভিযোগ করলেন শুভেন্দু

আরও পড়ুন: মণীশ শুক্লা হত্যা মামলায় কেস ডায়েরি তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

শুভেন্দুর এই অভিযোগ নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর ৷ শুভেন্দুর অভিযোগের জবাবে পানিহাটির নির্মল ঘোষ জানান, মণীশ শুক্লার পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক 50 বছরের বেশি ৷ তাই মণীশকে মারার কথা তিনি ভাবতেও পারেন না ৷ তিনি দাবি করেন, মণীশ শুক্লা খুনের মামলার তদন্ত রাজ্য সরকার করছে ৷ এই মামলার যথাযথ তদন্ত সরকার করবে বলে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.