ETV Bharat / state

makali statue rescued : গাইঘাটায় নদী থেকে উদ্ধার কালীমূর্তি, পুজোয় মাতলেন গ্রামবাসীরা

author img

By

Published : Jul 25, 2021, 7:04 PM IST

কালীমূর্তি উদ্ধারের ঘটনা ঘটল উত্তর 24 পরগনার গাইঘাটা থানার নারকেলা এলাকায় । মা দর্শন দিয়েছেন ভেবে কালীপুজোয় মাতলেন গ্রামের বাসিন্দারা । খবর পেয়ে মূর্তি দেখতে ভিড় জমান আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারাও ।

gaighata
গাইঘাটায় নদী থেকে উদ্ধার কালীমূর্তি, পুজোয় মাতল গ্রামবাসীরা

গাইঘাটা, 25 জুলাই: বেশ কয়েকদিন ধরেই এলাকায় কালীপুজোর করার কথা ভাবছিলেন গ্রামের বাসিন্দারা । তারই মধ্যে যমুনা নদীর কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হয় পাথরের একটি কালীমূর্তি । মা দর্শন দিয়েছেন ভেবে কালীপুজোয় মাতলেন গ্রামের বাসিন্দারা । খবর পেয়ে মূর্তি দেখতে ভিড় জমান আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারাও । গতকাল ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার নারকেলা এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গ্রামের বাসিন্দারা খবর পান যমুনা নদীতে কচুরিপানা তুলতে গিয়ে কয়েকজন শ্রমিক একটি কালী মায়ের মূর্তি পেয়েছেন । পরে তাঁরা আবার সেটিকে জলে ফেলে দেন । সেই খবর পাওয়ার পর গ্রামের কয়েকজন নদীতে নামেন মূর্তি খুঁজতে । নদী থেকে মূর্তিটি তোলেন তাঁরা । রাতে সাড়ম্বরে পুজোয় মাতেন গ্রামবাসীরা । তাঁরা জানান, এই মূর্তিটি পাথরের তৈরি এবং অন্য সমস্ত মূর্তির থেকে এই মূর্তিটি দেখতে কিছুটা হলেও আলাদা । এমন মূর্তি তাঁরা এর আগে কখনও দেখেননি বলেও জানান গ্রামবাসীরা।

গাইঘাটায় নদী থেকে উদ্ধার কালীমূর্তি, পুজোয় মাতল গ্রামবাসীরা

আরও পড়ুন: ভাটপাড়ায় নাবালিকা ধর্ষণে গৃহশিক্ষিকার স্বামী গ্রেফতার

মূর্তি উদ্ধারের পর সেটিকে পুজো করার উদ্যোগ নেন স্থানীয় কয়েকজন মহিলাও ৷ তাঁদেরই একজন বলেন, ‘‘কিছুদিন যাবৎ আমরা ভাবছিলাম এলাকার শিবমন্দিরের পাশে কালীমায়ের পুজো করব । সেখানে মা নিজেই এসেছেন । এতে আমরা খুব খুশি।’’ কেউ আবার বলছেন, মা হয়ত এই করোনাকে নিয়ে চলে যাওয়ার জন্যই এসেছেন । করোনার মধ্যে আমরা সব সময় ভয়ে থাকি, ঘরের মধ্যে থাকি। তাই হয়তো আমাদের আনন্দ দিতে মা এসেছেন ।

গাইঘাটা, 25 জুলাই: বেশ কয়েকদিন ধরেই এলাকায় কালীপুজোর করার কথা ভাবছিলেন গ্রামের বাসিন্দারা । তারই মধ্যে যমুনা নদীর কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হয় পাথরের একটি কালীমূর্তি । মা দর্শন দিয়েছেন ভেবে কালীপুজোয় মাতলেন গ্রামের বাসিন্দারা । খবর পেয়ে মূর্তি দেখতে ভিড় জমান আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারাও । গতকাল ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার নারকেলা এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গ্রামের বাসিন্দারা খবর পান যমুনা নদীতে কচুরিপানা তুলতে গিয়ে কয়েকজন শ্রমিক একটি কালী মায়ের মূর্তি পেয়েছেন । পরে তাঁরা আবার সেটিকে জলে ফেলে দেন । সেই খবর পাওয়ার পর গ্রামের কয়েকজন নদীতে নামেন মূর্তি খুঁজতে । নদী থেকে মূর্তিটি তোলেন তাঁরা । রাতে সাড়ম্বরে পুজোয় মাতেন গ্রামবাসীরা । তাঁরা জানান, এই মূর্তিটি পাথরের তৈরি এবং অন্য সমস্ত মূর্তির থেকে এই মূর্তিটি দেখতে কিছুটা হলেও আলাদা । এমন মূর্তি তাঁরা এর আগে কখনও দেখেননি বলেও জানান গ্রামবাসীরা।

গাইঘাটায় নদী থেকে উদ্ধার কালীমূর্তি, পুজোয় মাতল গ্রামবাসীরা

আরও পড়ুন: ভাটপাড়ায় নাবালিকা ধর্ষণে গৃহশিক্ষিকার স্বামী গ্রেফতার

মূর্তি উদ্ধারের পর সেটিকে পুজো করার উদ্যোগ নেন স্থানীয় কয়েকজন মহিলাও ৷ তাঁদেরই একজন বলেন, ‘‘কিছুদিন যাবৎ আমরা ভাবছিলাম এলাকার শিবমন্দিরের পাশে কালীমায়ের পুজো করব । সেখানে মা নিজেই এসেছেন । এতে আমরা খুব খুশি।’’ কেউ আবার বলছেন, মা হয়ত এই করোনাকে নিয়ে চলে যাওয়ার জন্যই এসেছেন । করোনার মধ্যে আমরা সব সময় ভয়ে থাকি, ঘরের মধ্যে থাকি। তাই হয়তো আমাদের আনন্দ দিতে মা এসেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.