ETV Bharat / state

বাংলায় থাকলে বাংলা বলতে হবে : মমতা

বাংলায় থাকলে বাংলা বলতে হবে । গতকাল কাঁচরাপাড়ায় দলীয় সভা থেকে একথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা ব্যানার্জি
author img

By

Published : Jun 15, 2019, 6:49 AM IST

কাঁচরাপাড়া, 15 জুন : রাজ্যে "বহিরাগত"-রা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে । বারবার এই অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় দলীয় সভা থেকে তিনি বলেন, বাংলায় থাকলে বাংলা বলতে হবে । একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, "বাংলায় থাকবে আর বাইকে চেপে গুন্ডামি করবে, তা বরদাস্ত করব না । বাংলায় থেকে বাঙালি হটাও চলবে না ।"

লোকসভার ফল ঘোষণার পর কাঁকিনাড়ায় 'জয়শ্রীরাম' ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে পড়েছিলেন মমতা । সেইসময় তিনি বলেছিলেন, "ওরা সব ক্রিমিনাল । আমাকে গালিগালাজ দিচ্ছে । এরা সব বহিরাগত । এরা বাংলার বাসিন্দা নয় ।"

এবার ওই এলাকারই কাঁচরাপাড়ায় দলের জনসভায় গিয়ে তিনি বললেন, বাংলায় থাকলে বাংলা বলতে হবে । গতকাল দলীয় সভায় মমতা বলেন, "আমি বিহার, উত্তরপ্রদেশে গেলে সেখানের ভাষা বলি । তেমনই বাংলায় থাকলে বাংলা বলতে হবে ।" একইসঙ্গে তিনি বলেন, "বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে । বাংলার সভ্যতা সংস্কৃতিকে যদি ভালোবাসেন, তবে মাথা উঁচু করে চলবেন ।"


লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসনে জিতেছেন BJP-র অর্জুন সিং । রাজনৈতিক মহলের একাংশ বলছে, এই এলাকায় অনেক অবাঙালির বাস । তাই সেখানে গিয়ে মমতার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।

কাঁচরাপাড়া, 15 জুন : রাজ্যে "বহিরাগত"-রা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে । বারবার এই অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় দলীয় সভা থেকে তিনি বলেন, বাংলায় থাকলে বাংলা বলতে হবে । একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, "বাংলায় থাকবে আর বাইকে চেপে গুন্ডামি করবে, তা বরদাস্ত করব না । বাংলায় থেকে বাঙালি হটাও চলবে না ।"

লোকসভার ফল ঘোষণার পর কাঁকিনাড়ায় 'জয়শ্রীরাম' ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে পড়েছিলেন মমতা । সেইসময় তিনি বলেছিলেন, "ওরা সব ক্রিমিনাল । আমাকে গালিগালাজ দিচ্ছে । এরা সব বহিরাগত । এরা বাংলার বাসিন্দা নয় ।"

এবার ওই এলাকারই কাঁচরাপাড়ায় দলের জনসভায় গিয়ে তিনি বললেন, বাংলায় থাকলে বাংলা বলতে হবে । গতকাল দলীয় সভায় মমতা বলেন, "আমি বিহার, উত্তরপ্রদেশে গেলে সেখানের ভাষা বলি । তেমনই বাংলায় থাকলে বাংলা বলতে হবে ।" একইসঙ্গে তিনি বলেন, "বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে । বাংলার সভ্যতা সংস্কৃতিকে যদি ভালোবাসেন, তবে মাথা উঁচু করে চলবেন ।"


লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসনে জিতেছেন BJP-র অর্জুন সিং । রাজনৈতিক মহলের একাংশ বলছে, এই এলাকায় অনেক অবাঙালির বাস । তাই সেখানে গিয়ে মমতার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.