অশোকনগর, 15 মার্চ : স্কুটি করে চলন্ত গাড়ি থেকে ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই । 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার তিন দুষ্কৃতী । উদ্ধার ছিনতাই যাওয়া টাকাও । ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোকনগরের । ধৃতদের নাম কিশোর দাস, শৌভিক বণিক ও রাকেশ সাহানি । রবিবার ধৃতদের বারাসত আদালতে তোলা হয়েছে ।
পুলিশ সূত্রে খবর, হাবড়ার হাটথুবা এলাকার চাল ব্যবসায়ী উত্তম দাস শনিবার সকালে একটি গাড়ি নিয়ে শ্যামনগরে চাল কিনতে যাচ্ছিলেন । ওই গাড়ির চালক ছিলেন রাকেশ সাহানি ৷ উত্তমবাবু রাকেশের পাশের সিটে বসেছিলেন । গাড়িটি হাবড়া-নৈহাটি রোড ধরে যাচ্ছিল । অশোকনগর শ্মশান এলাকার কাছে রাস্তাটি বেশ ফাঁকাই থাকে ৷ গাড়িটি ওই রাস্তায় পৌঁছাতেই স্কুটি করে দুই যুবক উত্তমবাবুর কাছে জানতে চায় আওয়ালসিদ্ধি কত দূরে ৷ উত্তমবাবু উত্তর দেন ৷ এরপরেও ওই দুই যুবক আরও অনেক কিছু জানতে চায় । তখন গাড়ির চালক রাকেশ গাড়ির গতি কমিয়ে দেয় । সেই সুযোগে স্কুটির পিছনে বসা যুবক চলন্ত গাড়ি থেকে টাকার ব্যাগটি তুলে নেয় । ওই ব্যাগে মোট 63 হাজার টাকা ছিল । উত্তমবাবু চালককে গাড়ি ঘুরিয়ে অশোকনগর থানায় নিয়ে যেতে বলেন ।
উত্তমবাবুর কথা শুনে পুলিশের প্রথমেই সন্দেহ হয় গাড়ির চালক রাকেশকে ৷ জেরা করতেই রাকেশ স্বীকার করে নেয় ওই দুই যুবকের সঙ্গে তার যোগসাজশের কথা । তারপর পুলিশ বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে জানতে পারে কিশোর ও সৌরভ রাতেই কেরালা চলে যাচ্ছে । সেইমতো সন্ধ্যা 7টা নাগাদ তারা বনগাঁ লোকালে চড়ে । শিয়ালদা পৌঁছতেই তাদের পাকড়াও করে পুলিশ । রাকেশ, কিশোর ও সৌরভ তিনজনই হাবড়ার আশুতোষ কলোনি এলাকার বাসিন্দা ।
পুলিশ জানিয়েছে, রাকেশই কিশোর ও সৌরভকে উত্তমবাবুর চাল কিনতে যাওয়ার কথা জানিয়েছিল । কিশোর ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আগেও একবার গ্রেপ্তার হয়েছে । বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "রাকেশ, কিশোর ও সৌরভ ছক কষে ব্যবসায়ীর টাকা ছিনতাই করেছে । 24 ঘণ্টার মধ্যে তিন দুষ্কৃতীকে পাকড়াও করা হয়েছে । সাত দিনের পুলিশি হেপাজত চেয়ে ধৃত তিন জনকে এদিন বারাসত আদালতে পাঠানো হয়েছে ।"