ETV Bharat / state

হাড়োয়ায় শিয়ালের হানা, জখম 15 - শিয়াল

হাড়োয়া ব্লকের বেশ কয়েকটি গ্রামে কয়েকদিন ধরে শিয়ালের হানায় জখম হয়েছেন 15 জন । বিষয়টি বনদপ্তরকে জানিয়েছেন গ্রামবাসীরা ।

skulk enter locality of haroa
হাড়োয়ায় লোকালয়ে শিয়ালের হানা
author img

By

Published : Sep 12, 2020, 8:14 AM IST

Updated : Sep 12, 2020, 8:44 AM IST

হাড়োয়া, 12 সেপ্টেম্বর : উত্তর 24 পরগনার হাড়োয়া ব্লকের বেশ কয়েকটি গ্রামে শিয়ালের হানা । জখম 15 জন । হাড়োয়া ব্লকের পিয়ারা, আদমপুর, আটঘরা ও ভিঘেরআটি গ্রামে বেশ কিছুদিন ধরেই লোকালয়ে হানা দিচ্ছে শিয়াল । শিয়ালের কামড়ে জখমদের ছ'জন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । বাকি ন'জনের চিকিৎসা হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে ।

আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের । দিনে রাতে অতর্কিতে লোকালয়ে ঢুকে পড়ছে শিয়াল । রাস্তাঘাট এমনকী বাড়ির বারান্দাও নিরাপদ নয় । এখনও পর্যন্ত 15 জন জখম হয়েছেন শিয়ালের কামড়ে যার মধ্যে মহিলা ও বয়স্কও রয়েছেন । জখমদের ছ'জনকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে প্রতিষেধক দেওয়া হয়েছে । ন'জন বসিরহাট হাসপাতালে চিকিৎসা করিয়েছেন ।

শিয়ালের আতঙ্কে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ । এমনকী বাজারেও যেতে পারছেন না তাঁরা । জানা গেছে, সন্ধে হলে শেয়ালের তাণ্ডব শুরু হচ্ছে । ইতিমধ্যে বনদপ্তরকে খবর দিয়েছেন গ্রামবাসীরা ।

আদমপুর গ্রামের এক গৃহবধূ আমিনা বিবি বলেন, "সন্ধে নাগাদ বারান্দায় বসেছিলাম । আচমকা একটা শিয়াল বারান্দায় উঠে আমার মেয়েকে কামড়ে ধরার চেষ্টা করে । ওকে বাঁচাতে গেলে শিয়ালটি আমাকে কামড়ে দেয় । আতঙ্কে রয়েছি । বনদপ্তরকে খবর দিয়েছি ।" আরও এক গ্রামবাসী এস কে আবদুল্লাহ বলেন, "দল বেঁধে গ্রামে ঢুকছে শিয়াল । বেশ কয়েকজন জখমও হয়েছেন শিয়ালের কামড়ে ।"

আপাতত গ্রামবাসীরা লাঠি নিয়ে রাস্তায় চলাচল করছেন । বনদপ্তর থেকে শিয়াল তাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে ।

হাড়োয়ায় শিয়ালের হানা

হাড়োয়া, 12 সেপ্টেম্বর : উত্তর 24 পরগনার হাড়োয়া ব্লকের বেশ কয়েকটি গ্রামে শিয়ালের হানা । জখম 15 জন । হাড়োয়া ব্লকের পিয়ারা, আদমপুর, আটঘরা ও ভিঘেরআটি গ্রামে বেশ কিছুদিন ধরেই লোকালয়ে হানা দিচ্ছে শিয়াল । শিয়ালের কামড়ে জখমদের ছ'জন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । বাকি ন'জনের চিকিৎসা হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে ।

আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের । দিনে রাতে অতর্কিতে লোকালয়ে ঢুকে পড়ছে শিয়াল । রাস্তাঘাট এমনকী বাড়ির বারান্দাও নিরাপদ নয় । এখনও পর্যন্ত 15 জন জখম হয়েছেন শিয়ালের কামড়ে যার মধ্যে মহিলা ও বয়স্কও রয়েছেন । জখমদের ছ'জনকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে প্রতিষেধক দেওয়া হয়েছে । ন'জন বসিরহাট হাসপাতালে চিকিৎসা করিয়েছেন ।

শিয়ালের আতঙ্কে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ । এমনকী বাজারেও যেতে পারছেন না তাঁরা । জানা গেছে, সন্ধে হলে শেয়ালের তাণ্ডব শুরু হচ্ছে । ইতিমধ্যে বনদপ্তরকে খবর দিয়েছেন গ্রামবাসীরা ।

আদমপুর গ্রামের এক গৃহবধূ আমিনা বিবি বলেন, "সন্ধে নাগাদ বারান্দায় বসেছিলাম । আচমকা একটা শিয়াল বারান্দায় উঠে আমার মেয়েকে কামড়ে ধরার চেষ্টা করে । ওকে বাঁচাতে গেলে শিয়ালটি আমাকে কামড়ে দেয় । আতঙ্কে রয়েছি । বনদপ্তরকে খবর দিয়েছি ।" আরও এক গ্রামবাসী এস কে আবদুল্লাহ বলেন, "দল বেঁধে গ্রামে ঢুকছে শিয়াল । বেশ কয়েকজন জখমও হয়েছেন শিয়ালের কামড়ে ।"

আপাতত গ্রামবাসীরা লাঠি নিয়ে রাস্তায় চলাচল করছেন । বনদপ্তর থেকে শিয়াল তাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে ।

হাড়োয়ায় শিয়ালের হানা
Last Updated : Sep 12, 2020, 8:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.