গাইঘাটা, 25 অক্টোবর: বন্ধ ঘর থেকে নিখোঁজ এক ব্যক্তির কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় (Skeleton Recovered)। মঙ্গলবার সকালে গাইঘাটা থানার গোপল থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ । জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম মনজ সর্দার । বয়স 42 বছর । কঙ্কালের পাশে পড়ে থাকা জামা কাপড় দেখে দেহ শনাক্ত করেন মনজের স্ত্রী মাধবী সর্দার ।
তিনি বলেন, "প্রায় সাড়ে পাঁচ বছর আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় মনজ । বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে তাকে না-পেয়ে গাইঘাটা থানায় নিখোঁজ হয়ে গিয়েছে বলে অভিযোগ দায়ের করেছিলাম।" স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপল আদিবাসী লোকনাথ সংঘের কালী পুজোর অনুষ্ঠান (Kali Puja) উপলক্ষে একটি পরিত্যক্ত ঘরের পাশ্ববর্তী মাঠ পরিষ্কার করতে গিয়েছিলেন ক্লাব সদস্যরা । পরিষ্কার করার সময় তারা কঙ্কালটি দেখতে পেয়ে গাইঘাটা থানায় খবর দেন । গাইঘাটা থানার পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে ।
মনজ নিখোঁজ থাকায় পুলিশ তাঁর পরিবারের সদস্যদের খবর দেয় । খবর পেয়ে মনজের স্ত্রী এসে কঙ্কালের পাশে পড়ে থাকা জামা কাপড় থেকে দেহ শনাক্ত করেন ৷ কঙ্কালটি মনজের, তাও জানান স্ত্রী মাধবী সর্দার । পুলিশের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মনজ । তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
আরও পড়ুন: গাইঘাটায় গাছের ডাল পড়ে মৃত 2, রাস্তা অবরোধ স্থানীয়দের
তবে মৃত্যু কারণ নিয়ে ধোঁয়াশায় মনজের পরিবার । তারা চাইছে, পুলিশ তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনুক । মৃত্যু পিছনে কেউ জরিত থাকলে তার উপযুক্ত শাস্তি হোক ।