আমডাঙা, 3 নভেম্বর : আমডাঙার বোদাই গ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে অদ্ভুতদর্শন কঙ্কাল উদ্ধার । আজ সকালে শিশুরা খেলার সময় ওই বাড়ির মধ্যে বল পড়ে যায় ৷ বল আনতে গিয়ে তারা কঙ্কালটি পড়ে থাকতে দেখে । শিশুরা বিষয়টি পাড়ার বড়দের জানায় । কঙ্কালটি ডাইনোসরের মতো দেখতে হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় । গ্রামবাসীরা ঘটনাটি পুলিশকে জানায় । কিন্তু পুলিশ প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়নি বলে অভিযোগ । দুপুরের দিকে পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে । গ্রামবাসীরা বিশেষজ্ঞদের দিয়ে তদন্তের দাবিতে সরব হয়েছেন ।
স্থানীয় বাসিন্দা তুতান ঘোষ বলেন, "ওই বাড়ির মালিক দু'বছর আগে মারা গেছেন । তারপর থেকে বাড়িটি ফাঁকা পড়ে রয়েছে । পাড়ার বাচ্চারা খেলার সময় বল খুঁজতে গিয়ে কঙ্কালটি দেখতে পায় । কঙ্কালটি ডাইনোসরের মতো লাগছে । আমরা চাইছি, ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করা হোক । পুলিশ কঙ্কালটি উদ্ধার করে নিয়ে গেছে ।"
পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জ়ুলজির বিভাগীয় প্রধান নারায়ণ ঘোরুই কঙ্কালের ছবি দেখে বলেন, "কঙ্কালটি ডাইনোসরের নয় । কঙ্কালটি কোনও স্তন্যপায়ী প্রাণীর । কার্নিভোরা প্রজাতির । ডাইনোসর সরীসৃপ প্রজাতির । স্তন্যপায়ী প্রাণীর গলায় সাতটি হাড় থাকে । কঙ্কালে সেটা আছে ।" লেজের দিকটি দেখে এই অধ্যাপকের অনুমান, "প্রাণীটি গাছে গাছে ঘোরে । নিশ্চিত করে জানতে আরও একটু গবেষণা দরকার ।"