ETV Bharat / state

খুলেছে দোকানপাট, কিছুটা স্বাভাবিক ভাটপাড়া

author img

By

Published : May 22, 2019, 3:15 PM IST

Updated : May 22, 2019, 3:35 PM IST

গতরাতে পুলিশের আশ্বাসের পর আজ সকাল থেকে কিছুটা স্বাভাবিক ভাটপাড়া।

স্বাভাবিক ভাটপাড়া

ভাটপাড়া, 22 মে : বিধানসভা উপনির্বাচনের পর থেকেই উত্তপ্ত ভাটপাড়া । গত দু'দিনে বোমাবাজি, ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার মত ঘটনার পর আজ কিছুটা স্বাভাবিক ভাটপাড়া । খুলছে দোকানপাট, বাজার ।

স্বাভাবিক ভাটপাড়া

19 মে ভাটপাড়া বিধানসভায় উপনির্বাচন হয়। বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । দু'পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় । চলে বোমা-গুলির লড়াই, বাড়ি ভাঙচুর । পরিস্থিতি সামলাতে জারি করা হয় 144 ধারা । প্রথমে পুলিশ এই পরিস্থিতি সামলাতে হিমশিম খেলেও গতকাল থেকে এলাকার রাশ নিজেদের হাতে নেয় তারা । কেন্দ্রীয় বাহিনী, RAF, কমব্যাট ফোর্স গোটা এলাকায় টহলদারি চালায় । পাশাপাশি পুলিশের তরফে গুজবে কান না দিতে বলা হয় ।

এরপর আজ সকাল থেকে কিছুটা স্বাভাবিক হয় ভাটপাড়া । খোলে বাজার, দোকান । রাস্তায় চলছে যানবাহন । বিভিন্ন জায়গায় টহল দেয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী । গত দু'দিনের সন্ত্রাসের জেরে গৃহবন্দী মানুষজন রাস্তায় বেরোন ।

এবিষয়ে মহম্মদ জামালউদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "এখন এলাকায় পরিস্থিতি ভালো, গত দু-তিন দিন আমরা আতঙ্কে ছিলাম । পুলিশ খুব ভালো কাজ করছে । পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ।"

আবিদ আনসারি নামে এক ব্যবসায়ী বলেন, "গত দু'দিন দোকান বন্ধ ছিল । BJP-র লোকজন দু'দিন ধরে বোমা ছুঁড়েছে এলাকায় । পুলিশের থেকে আশ্বাস পাওয়ার পর আজ দোকান খুললাম । এখন এলাকায় শান্তি আছে ।"

পাশাপাশি আজ অর্জুন সিং অভিযোগ করেন, ভাটপাড়ায় ফের সন্ত্রাসের চেষ্টা চালাচ্ছে তৃণমূল । গতরাতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে এক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর । মহম্মদ সোনু এবং মহম্মদ আকবর নামে দুজন জখম হয়েছে । কিন্তু পুলিশ এই ঘটনার সত্যতা স্বীকার করেনি ।

ভাটপাড়া, 22 মে : বিধানসভা উপনির্বাচনের পর থেকেই উত্তপ্ত ভাটপাড়া । গত দু'দিনে বোমাবাজি, ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার মত ঘটনার পর আজ কিছুটা স্বাভাবিক ভাটপাড়া । খুলছে দোকানপাট, বাজার ।

স্বাভাবিক ভাটপাড়া

19 মে ভাটপাড়া বিধানসভায় উপনির্বাচন হয়। বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । দু'পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় । চলে বোমা-গুলির লড়াই, বাড়ি ভাঙচুর । পরিস্থিতি সামলাতে জারি করা হয় 144 ধারা । প্রথমে পুলিশ এই পরিস্থিতি সামলাতে হিমশিম খেলেও গতকাল থেকে এলাকার রাশ নিজেদের হাতে নেয় তারা । কেন্দ্রীয় বাহিনী, RAF, কমব্যাট ফোর্স গোটা এলাকায় টহলদারি চালায় । পাশাপাশি পুলিশের তরফে গুজবে কান না দিতে বলা হয় ।

এরপর আজ সকাল থেকে কিছুটা স্বাভাবিক হয় ভাটপাড়া । খোলে বাজার, দোকান । রাস্তায় চলছে যানবাহন । বিভিন্ন জায়গায় টহল দেয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী । গত দু'দিনের সন্ত্রাসের জেরে গৃহবন্দী মানুষজন রাস্তায় বেরোন ।

এবিষয়ে মহম্মদ জামালউদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "এখন এলাকায় পরিস্থিতি ভালো, গত দু-তিন দিন আমরা আতঙ্কে ছিলাম । পুলিশ খুব ভালো কাজ করছে । পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ।"

আবিদ আনসারি নামে এক ব্যবসায়ী বলেন, "গত দু'দিন দোকান বন্ধ ছিল । BJP-র লোকজন দু'দিন ধরে বোমা ছুঁড়েছে এলাকায় । পুলিশের থেকে আশ্বাস পাওয়ার পর আজ দোকান খুললাম । এখন এলাকায় শান্তি আছে ।"

পাশাপাশি আজ অর্জুন সিং অভিযোগ করেন, ভাটপাড়ায় ফের সন্ত্রাসের চেষ্টা চালাচ্ছে তৃণমূল । গতরাতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে এক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর । মহম্মদ সোনু এবং মহম্মদ আকবর নামে দুজন জখম হয়েছে । কিন্তু পুলিশ এই ঘটনার সত্যতা স্বীকার করেনি ।

sample description
Last Updated : May 22, 2019, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.