ETV Bharat / state

শরীর খারাপ কিন্তু মন চাঙ্গা : শান্তনু ঠাকুর

শরীর খারাপ কিন্তু মন চাঙ্গা আছে । আজ বুথের বাইরে দাঁড়িয়ে একথা বলেন শান্তনু ঠাকুর । পাশাপাশি তিনি একশো শতাংশ আশাবাদী ।

শান্তনু ঠাকুর
author img

By

Published : May 6, 2019, 10:54 AM IST

ঠাকুরনগর, 6 মে : "শরীর খারাপ । কিন্তু মন চাঙ্গা আছে । তাই সবকটি কেন্দ্রতেই আমি যাব ।" আজ একথা বললেন বনগাঁ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শান্তনু ঠাকুর ।

শনিবার (৪ এপ্রিল) পথ দুর্ঘটনায় আহত হন শান্তনু ঠাকুর । সেদিনই সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "দুর্ঘটনাটি সাজানো । শান্তনু যে গাড়িটিতে ছিলেন সেটি উত্তরপ্রদেশের । গাড়িতে প্রায় ২৫ লাখ টাকা ছিল । সেই টাকাই বিলি করতে যাচ্ছিলেন । পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় দুর্ঘটনা ঘটে ।" এর উত্তরে শান্তনু বলেন, "আমি ওর কথায় পাত্তা দিই না । আসলে অপবাদ দেওয়ার জন্য ও ভোটব্যাঙ্ক প্রভাবিত করার জন্য এই কথাগুলো বলেছে । আমার চরিত্র নিয়ে বলার আগে ও নিজের চরিত্র ঠিক করুক ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ভোট প্রক্রিয়া প্রসঙ্গে আজ শান্তনু বলেন, "সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে না । আমার কাছে খবর এসেছে । বিশেষ করে উত্তর ২৪ পরগনা । আসলে যেখানে জ্যোতিপ্রিয় থাকবে সেখানে ঝামেলা হবেই । তবে, আমি একশো শতাংশ আশাবাাদী । যদি ভোট দিতে দেওয়া হয়, তাহলে BJP জিতবে ।"

এখনও পুরোপুরি সুস্থ নন । তবুও বলেন, "শরীর খারাপ কিন্তু মন তো খারাপ নেই । মন চাঙ্গা আছে । তাই সব বুথেই যাব ।"

ঠাকুরনগর, 6 মে : "শরীর খারাপ । কিন্তু মন চাঙ্গা আছে । তাই সবকটি কেন্দ্রতেই আমি যাব ।" আজ একথা বললেন বনগাঁ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শান্তনু ঠাকুর ।

শনিবার (৪ এপ্রিল) পথ দুর্ঘটনায় আহত হন শান্তনু ঠাকুর । সেদিনই সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "দুর্ঘটনাটি সাজানো । শান্তনু যে গাড়িটিতে ছিলেন সেটি উত্তরপ্রদেশের । গাড়িতে প্রায় ২৫ লাখ টাকা ছিল । সেই টাকাই বিলি করতে যাচ্ছিলেন । পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় দুর্ঘটনা ঘটে ।" এর উত্তরে শান্তনু বলেন, "আমি ওর কথায় পাত্তা দিই না । আসলে অপবাদ দেওয়ার জন্য ও ভোটব্যাঙ্ক প্রভাবিত করার জন্য এই কথাগুলো বলেছে । আমার চরিত্র নিয়ে বলার আগে ও নিজের চরিত্র ঠিক করুক ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ভোট প্রক্রিয়া প্রসঙ্গে আজ শান্তনু বলেন, "সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে না । আমার কাছে খবর এসেছে । বিশেষ করে উত্তর ২৪ পরগনা । আসলে যেখানে জ্যোতিপ্রিয় থাকবে সেখানে ঝামেলা হবেই । তবে, আমি একশো শতাংশ আশাবাাদী । যদি ভোট দিতে দেওয়া হয়, তাহলে BJP জিতবে ।"

এখনও পুরোপুরি সুস্থ নন । তবুও বলেন, "শরীর খারাপ কিন্তু মন তো খারাপ নেই । মন চাঙ্গা আছে । তাই সব বুথেই যাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.