গাঁইঘাটা, 4 মে : প্রচারে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন বনগাঁ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শান্তনু ঠাকুর । আজ প্রচারে যাওয়ার সময় শান্তনু ঠাকুরের গাড়িকে উলটো দিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা মারে । দুর্ঘটনায় আহত হন শান্তনু ঠাকুর ও দুই দলীয় কর্মী । তাঁদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
আজ দুপুর ১টা নাগাদ প্রচারের জন্য শান্তনু ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে কল্যাণীর দিকে যাচ্ছিলেন । সেইসময় গাইঘাটার জলেশ্বর হাঁসপুর মোড়ে উলটো দিক থেকে আসা একটি গাড়ি তাঁর গাড়িকে ধাক্কা মারে। শান্তনু ঠাকুরের গাড়িতে যে গাড়িটি ধাক্কা মারে সেটিতে ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় অভিযোগ উঠেছে BJP কর্মীদের বিরুদ্ধে। ঘটনার পথে থেকেই পলাতক গাড়ির চালক । যে গাড়িটি ধাক্কা মেরেছে সেটিতে "পুলিশ" ও "ইলেকশন ডিউটি" স্টিকার সাঁটা ছিল।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় গাঁইঘাটা থানার পুলিশ । উত্তেজিত BJP কর্মীরা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় পথ অবরোধ করেছে BJP কর্মীরা।