পশ্চিমবঙ্গে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায় : শান্তনু সেন - IMA-
শুক্রবার বারাসতে পুলিশ সুপারের অফিসে একটি স্যানিটাইজ়ার বিলি কর্মসূচিতে যোগ দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন ।
বারাসত, 28 অগাস্ট : IMA-র রাজ্য সভাপতি সাংসদ শান্তনু সেনের দাবি, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট ভালো । তিনি কোরোনা ভাইরাস নিয়ে সবাইকে সচেতনও করেন ৷ বলেন, কোরোনার প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত সচেতনতাই বাঁচার একমাত্র পথ ।
শুক্রবার বারাসতে পুলিশ সুপারের অফিসে একটি স্যানিটাইজ়ার বিলি কর্মসূচিতে যোগ দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন । সেখানে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে বাম যুব সংগঠনের স্মারকলিপি প্রসঙ্গেও কথা বলেন তিনি ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শান্তনুবাবু বলেন, ‘‘2011 সালের আগে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কী ছিল, তা সকলেই জানেন । আর আজ ভারতের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে চিকিৎসার সব কিছু বিনামূল্যে পাওয়া যায় । বাম যুব কর্মীরা হতাশা থেকে উদভ্রান্তের মতো কথা বলছেন ।’’
সম্প্রতি বারাসতে ভার্চুয়াল বৈঠকের পর রাজ্যের দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাপস রায় কোরোনার সংক্রমণ লাগাম ছাড়ার প্রসঙ্গে জনসাধারণকেই দায়ি করেন । এদিন দুই মন্ত্রীর সুরে গলা মেলালেন শান্তনুও । এদিন তিনি বলেন, ‘‘মানুষ সচেতন না হলে সংক্রমণ রোখা সম্ভব নয় ।’’ সম্প্রতি বারাসতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের পাশে রাস্তায় PPE কিট পড়ে ছিল । তা নিয়ে বিতর্কও ছড়ায় । সে ব্যাপারে শান্তনু সরকারি কর্মীদের গাফিলতি আড়াল করে সাধারণ মানুষকেই দায়ি করলেন । তিনি বললেন, ‘‘কোনও একজন ব্যক্তি সেগুলো ফেলে গিয়েছেন । তাঁর শুভবুদ্ধির উদয় হোক ।’’এদিন স্যানিটাইজ়ার বিলি কর্মসূচিতে শান্তনুর সঙ্গে ছিলেন বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ।