ETV Bharat / state

অবান্তর কথা বলছেন রাজ্যপাল, টুইট প্রসঙ্গে সরব সৌগত

খড়দায় সমাজসেবী তথা ব্যবসায়ী কমল দাস তাঁর বাবা-মায়ের স্মৃতিতে দুঃস্থ, অসহায় মানুষদের বস্ত্রদান ও আজ থেকে প্রতিদিন একবেলার খাবার দেওয়ার ব্যবস্থা করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূলের মুখ্যসচেতক নির্মল ঘোষ এবং খড়দার তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ।

author img

By

Published : Jun 1, 2021, 6:56 PM IST

রাজ্যপাল এবং আলাপন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সরব সৌগত রায়
রাজ্যপাল এবং আলাপন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সরব সৌগত রায়

খড়দা, 1 জুন : "রাজ্যপাল এরকম কথাবার্তা বলে নিজের সম্মান ক্ষয় করছেন", রাজ্যপালের টুইট প্রসঙ্গে এভাবেই সরব হলেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ একইসঙ্গে তিনি বলেন, ‘‘আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার মতো পরিস্থিতি হলে, দল তাঁর পাশে থাকবে ৷’’

খড়দায় সমাজসেবী তথা ব্যবসায়ী কমল দাস তাঁর বাবা-মায়ের স্মৃতিতে দুঃস্থ, অসহায় মানুষদের বস্ত্রদান ও আজ থেকে প্রতিদিন একবেলার খাবার দেওয়ার ব্যবস্থা করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূলের মুখ্যসচেতক নির্মল ঘোষ এবং খড়দার তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় । অনুষ্ঠানে এসে সাংসদ সৌগত রায় আলাপন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন, ‘‘উনি একজন আমলা ছিলেন ৷ সমস্ত পদে তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন । তিনি একজন শ্রেষ্ঠ আমলা । ওঁর অবসর গ্রহণের সময়ে প্রতিশোধমূলক আচরণ করল কেন্দ্রীয় সরকার ।’’ এরপর তিনি জানান, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার মতো পরিস্থিতি হলে, দল তাঁর পাশে থাকবে ৷

রাজ্যপাল এবং আলাপন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সরব সৌগত রায়

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বার্তা প্রকাশ্যে, রাজ্যপালকে আক্রমণ কুণাল-কল্যাণের

মমতা বন্দ্যোপাধ্যায়ের কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত না থাকার প্রসঙ্গে রাজ্যপাল 'অহংকারের জয়, জনসেবার হার' এবং ‘কালো দিন’ বলেও উল্লেখ করেন ৷ রাজ্যপালের টুইটের প্রসঙ্গে সৌগতবাবু বলেন, "রাজ্যপাল জঘন্য কথা বলছেন এবং জঘন্য টুইট করছেন । অবান্তর কথা বলা, অসত্য কথা বলা রাজ্যপালের অভ্যাস হয়ে দাড়িয়েছে । আমি ওঁর তীব্র নিন্দা করি ।"

খড়দা, 1 জুন : "রাজ্যপাল এরকম কথাবার্তা বলে নিজের সম্মান ক্ষয় করছেন", রাজ্যপালের টুইট প্রসঙ্গে এভাবেই সরব হলেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ একইসঙ্গে তিনি বলেন, ‘‘আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার মতো পরিস্থিতি হলে, দল তাঁর পাশে থাকবে ৷’’

খড়দায় সমাজসেবী তথা ব্যবসায়ী কমল দাস তাঁর বাবা-মায়ের স্মৃতিতে দুঃস্থ, অসহায় মানুষদের বস্ত্রদান ও আজ থেকে প্রতিদিন একবেলার খাবার দেওয়ার ব্যবস্থা করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূলের মুখ্যসচেতক নির্মল ঘোষ এবং খড়দার তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় । অনুষ্ঠানে এসে সাংসদ সৌগত রায় আলাপন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন, ‘‘উনি একজন আমলা ছিলেন ৷ সমস্ত পদে তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন । তিনি একজন শ্রেষ্ঠ আমলা । ওঁর অবসর গ্রহণের সময়ে প্রতিশোধমূলক আচরণ করল কেন্দ্রীয় সরকার ।’’ এরপর তিনি জানান, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার মতো পরিস্থিতি হলে, দল তাঁর পাশে থাকবে ৷

রাজ্যপাল এবং আলাপন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সরব সৌগত রায়

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বার্তা প্রকাশ্যে, রাজ্যপালকে আক্রমণ কুণাল-কল্যাণের

মমতা বন্দ্যোপাধ্যায়ের কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত না থাকার প্রসঙ্গে রাজ্যপাল 'অহংকারের জয়, জনসেবার হার' এবং ‘কালো দিন’ বলেও উল্লেখ করেন ৷ রাজ্যপালের টুইটের প্রসঙ্গে সৌগতবাবু বলেন, "রাজ্যপাল জঘন্য কথা বলছেন এবং জঘন্য টুইট করছেন । অবান্তর কথা বলা, অসত্য কথা বলা রাজ্যপালের অভ্যাস হয়ে দাড়িয়েছে । আমি ওঁর তীব্র নিন্দা করি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.