ETV Bharat / sports

‘ভালো মুহূর্তের জন্য ধন্যবাদ’, সমর্থকদের বিতৃষ্ণা সঙ্গে নিয়ে দেশ ছাড়লেন কুয়াদ্রাত - East Bengal

ভবিষ্যতের জন্য শুভকামনা ৷ ইস্টবেঙ্গলকে ধন্যবাদ দিয়ে ভারত ছাড়লেন কার্লেস কুয়াদ্রাত ৷ প্রাক্তনের বিদায়ের দিন নয়া কোচ ঠিক করার দিকে আরও এগোল ইস্টবেঙ্গল ৷

Carles Cuadrat East Bengal
ভারত ছাড়লেন কার্লেস কুয়াদ্রাত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 5, 2024, 12:35 PM IST

কলকাতা, 5 অক্টোবর: কার্লেস কুয়াদ্রাত কোচিং ছাড়লেও তাঁর কোচিং স্টাফরা এখনও লাল-হলুদের দায়িত্ব পালন করছেন । বিনো জর্জের অধীনে কাজ করছেন । অন্যদিকে, প্রফেসরের পদত্যাগের পর নতুন কোচ খোঁজার কাজও শুরু করে দিয়েছে লাল-হলুদ । খুব শীঘ্রই হয়তো নাম ঘোষণা হতে পারে । অস্কার ব্রুজো কুয়াদ্রাতের জুতোয় পা গলানোর দৌড়ে এগিয়ে বলেও শোনা যাচ্ছে ।

তারমধ্যেই এবার অন্তরালে থাকার পর খুললেন লাল-হলুদ সমর্থকদের ‘প্রফেসর’ । সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন কুয়াদ্রাত ৷ সমর্থক থেকে শুরু করে সকলকে ধন্যবাদ জানান তাঁর এই দেড় বছরের মেয়াদের জন্য । কার্লেস লিখেছেন, ‘‘ধন্যবাদ ইস্টবেঙ্গল ক্লাব আমাকে এতগুলো ভালো মুহূর্ত দেওয়ার জন্য । এই ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা গর্ব ও সম্মানের । আমি বুঝেছি ঐতিহাসিক একটা ক্লাবকে প্রতিনিধিত্ব করার অর্থ কী । আমি এই দেশটা ছাড়ছি অনেক শ্রদ্ধা এবং আমরা একসঙ্গে যা পেয়েছি তা নিয়ে ।’’

Carles Cuadrat
ইস্টবেঙ্গলকে ধন্যবাদ দিয়ে ভারত ছাড়লেন কার্লেস কুয়াদ্রাত (ইটিভি ভারত)

এরপর তিনি বেঙ্গালুরু এফসি’র প্রসঙ্গ টানেন । 2019 সালে বেঙ্গালুরুর কোচ হিসেবে সাফল্য পান । আইএসএল জেতেন । তাঁর হাত ধরে বেঙ্গালুরু থেকে অনেক প্লেয়ার জাতীয় দলে সুযোগ পান । ইস্টবেঙ্গলেও সেই ছবি দেখা গিয়েছে । তাঁর হাত ধরেই রাহুল ভেকে, সুরেশ, রোশন, নিশু কুমার জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন । ছোটদের দলে ডাক পেয়েছেন প্রভসুখন সিং গিল, পিভি বিষ্ণুরা ।

Carles Cuadrat East Bengal
দেশ ছাড়লেন কুয়াদ্রাত (ইটিভি ভারত)

কুয়াদ্রাত বারবার বলেছিলেন, ইস্টবেঙ্গলের এই দলটা ভবিষ্যতের দল । একটা প্রক্রিয়া চলছে । দলে একাধিক নতুন ফুটবলার রয়েছে । তাঁদের দলে মানিয়ে নিতে সময় দিতে হবে । আনোয়ার, হেক্টর ইউস্তেরা সবে কয়েকটি ম্যাচ খেলেছে । দল যে খারাপ খেলছে তা নয় । কিন্তু পরপর 3 হারে সদস্য-সমর্থকরা আকাশে সিঁদুরে মেঘ দেখলেন ব্যর্থতার। ‘গো ব্যাক’ ধ্বনি শোনালেন কুয়াদ্রাতকে । সমর্থকদের বিতৃষ্ণা স্প্যানিশ ভদ্রলোককে আঘাত দিয়েছিল মানসিকভাবে । তাই দলের ভুল খোঁজার বৈঠকে শুরুতেই সরে দাঁড়ানোর কথা বলেছিলেন । কোচের পদ থেকে আচমকা কার্লেসের সরে যাওয়া মেনে নিতে পারেননি অনেক সমর্থক । কর্তারাও বলছেন, পরিস্থিতির জন্য তৈরি ছিলেন না । প্রথম মরশুম ভালো গেলেও দ্বিতীয় মরশুমে শুরুটা ভালো হয়নি । কিন্তু কোথায় তাল কাটল তার কোনও হদিশ না-দিয়েই কুয়াদ্রাত নিজের দেশে ফিরলেন ।

আরও পড়ুন:

কলকাতা, 5 অক্টোবর: কার্লেস কুয়াদ্রাত কোচিং ছাড়লেও তাঁর কোচিং স্টাফরা এখনও লাল-হলুদের দায়িত্ব পালন করছেন । বিনো জর্জের অধীনে কাজ করছেন । অন্যদিকে, প্রফেসরের পদত্যাগের পর নতুন কোচ খোঁজার কাজও শুরু করে দিয়েছে লাল-হলুদ । খুব শীঘ্রই হয়তো নাম ঘোষণা হতে পারে । অস্কার ব্রুজো কুয়াদ্রাতের জুতোয় পা গলানোর দৌড়ে এগিয়ে বলেও শোনা যাচ্ছে ।

তারমধ্যেই এবার অন্তরালে থাকার পর খুললেন লাল-হলুদ সমর্থকদের ‘প্রফেসর’ । সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন কুয়াদ্রাত ৷ সমর্থক থেকে শুরু করে সকলকে ধন্যবাদ জানান তাঁর এই দেড় বছরের মেয়াদের জন্য । কার্লেস লিখেছেন, ‘‘ধন্যবাদ ইস্টবেঙ্গল ক্লাব আমাকে এতগুলো ভালো মুহূর্ত দেওয়ার জন্য । এই ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা গর্ব ও সম্মানের । আমি বুঝেছি ঐতিহাসিক একটা ক্লাবকে প্রতিনিধিত্ব করার অর্থ কী । আমি এই দেশটা ছাড়ছি অনেক শ্রদ্ধা এবং আমরা একসঙ্গে যা পেয়েছি তা নিয়ে ।’’

Carles Cuadrat
ইস্টবেঙ্গলকে ধন্যবাদ দিয়ে ভারত ছাড়লেন কার্লেস কুয়াদ্রাত (ইটিভি ভারত)

এরপর তিনি বেঙ্গালুরু এফসি’র প্রসঙ্গ টানেন । 2019 সালে বেঙ্গালুরুর কোচ হিসেবে সাফল্য পান । আইএসএল জেতেন । তাঁর হাত ধরে বেঙ্গালুরু থেকে অনেক প্লেয়ার জাতীয় দলে সুযোগ পান । ইস্টবেঙ্গলেও সেই ছবি দেখা গিয়েছে । তাঁর হাত ধরেই রাহুল ভেকে, সুরেশ, রোশন, নিশু কুমার জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন । ছোটদের দলে ডাক পেয়েছেন প্রভসুখন সিং গিল, পিভি বিষ্ণুরা ।

Carles Cuadrat East Bengal
দেশ ছাড়লেন কুয়াদ্রাত (ইটিভি ভারত)

কুয়াদ্রাত বারবার বলেছিলেন, ইস্টবেঙ্গলের এই দলটা ভবিষ্যতের দল । একটা প্রক্রিয়া চলছে । দলে একাধিক নতুন ফুটবলার রয়েছে । তাঁদের দলে মানিয়ে নিতে সময় দিতে হবে । আনোয়ার, হেক্টর ইউস্তেরা সবে কয়েকটি ম্যাচ খেলেছে । দল যে খারাপ খেলছে তা নয় । কিন্তু পরপর 3 হারে সদস্য-সমর্থকরা আকাশে সিঁদুরে মেঘ দেখলেন ব্যর্থতার। ‘গো ব্যাক’ ধ্বনি শোনালেন কুয়াদ্রাতকে । সমর্থকদের বিতৃষ্ণা স্প্যানিশ ভদ্রলোককে আঘাত দিয়েছিল মানসিকভাবে । তাই দলের ভুল খোঁজার বৈঠকে শুরুতেই সরে দাঁড়ানোর কথা বলেছিলেন । কোচের পদ থেকে আচমকা কার্লেসের সরে যাওয়া মেনে নিতে পারেননি অনেক সমর্থক । কর্তারাও বলছেন, পরিস্থিতির জন্য তৈরি ছিলেন না । প্রথম মরশুম ভালো গেলেও দ্বিতীয় মরশুমে শুরুটা ভালো হয়নি । কিন্তু কোথায় তাল কাটল তার কোনও হদিশ না-দিয়েই কুয়াদ্রাত নিজের দেশে ফিরলেন ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.