মিলান, 5 অক্টোবর: মালদিনি ৷ আজ্জুরিদের জার্সিতে অন্যতম প্রভাবশালী পরিবার ৷ বিশ্ব ফুটবলে যে ক’টি পরিবার ধারাবাহিকভাবে প্রজন্মের পর প্রজন্ম ফুটবলার তৈরি করেছে, মালদিনিরা তাঁদের মধ্যে অন্যতম ৷ সিজার মালদিনি, পাওলো মালদিনি দেশের জার্সিতে মাঠ মাতিয়েছেন ৷ এবার সেই তালিকাতেই জুড়ে গেলেন ড্যানিয়েল মালদিনি ৷
জাতীয় দলে সুযোগ পেয়েছেন 22 বছরের ড্যানিয়েল মালদিনি ৷ 2002 সালে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পরেই বুট তুলে রেখেছিলেন ইতালি অধিনায়ক পাওলো মালদিনি ৷ 22 বছর পর এবার তাঁর ফেলে যাওয়া ঐতিহ্য বওয়ার দায়িত্ব নিলেন ছেলে ড্যানিয়েল ৷ তাঁকে নেশনস লিগের ম্যাচের আজ্জুরিদের জার্সিতে ডেকে পাঠিয়েছেন ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি ৷ বাবা পাওলো মালদিনি এবং ঠাকুরদা সিজার মালদিনির জুতোয় পা গলাতে যাওয়া ড্যানিয়েল দেশের জার্সিতে কী করেন, তা দেখতেই মুখিয়ে রয়েছে ফুটবল বিশ্ব ৷
The Maldini legacy continues as Daniel Maldini has recieved his first Italy call up 🇮🇹👥❤️
— Italy Focus 🇮🇹 (@theitalyfocus) October 4, 2024
From generation to generation 🧬 pic.twitter.com/rWIks9kGKd
22 বছরের মালদিনি ফরোয়ার্ডে খেলেন ৷ এসি মিলানের জার্সিতে চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন ৷ একসময় ফুটবল বিশেষজ্ঞরা তাঁর থেকে দাদা ক্রিশ্চিয়ান মালদিনিকে বেশি প্রতিভাবান বলতেন ৷ যদিও নিজের পদবীর প্রতি সুবিচার করতে পারেননি ক্রিশ্চিয়ান ৷ বর্তমানে সিরি সি’র ক্লাব লেক্কোতে খেলেন তিনি ৷
পাওলো মালদিনি 2002 বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন । ইতালির হয়ে 126টি ম্যাচে খেলেছেন তিনি, অধিনায়কত্ব করেছেন 74টি ম্যাচে । সিজার মালদিনির ইতালির জার্সি শেষ ম্যাচ ছিল 1963 সালে ৷ আজ্জুরিদের ক্যাপ্টেনের পাশাপাশি কোচের দায়িত্বেও ছিলেন তিনি ।
স্প্যালেত্তি আরও তিনজন খেলোয়াড়কে দলে নিয়েছেন যাদের অভিষেক হতে পারে ৷ জুভেন্তাসের গোলরক্ষক মিশেল ডি গ্রেগোরিও, এসি মিলানের ডিফেন্ডার মাত্তেও গাবিয়া এবং রোমার মিডফিল্ডার নিকোলো পিসিলি । ইতালি 10 অক্টোবর রোমে বেলজিয়ামের এবং 15 অক্টোবর উডিনে ইজরায়েলের বিপক্ষে খেলবে । এখনও পর্যন্ত নেশনস লিগের দু’টি ম্যাচে ফ্রান্স এবং ইজরায়েলের বিপক্ষে জিতেছে ইতালিরা ।
নেশনস লিগের জন্য ইতালি দল
গোলরক্ষক: মিশেল ডি গ্রেগোরিও (জুভেন্তাস), জিয়ানলুইগি দোন্নারুমা (প্যারিস সেন্ট জার্মেই), গুগলিয়েলমো ভিকারিও (টটেনহ্যাম)
ডিফেন্ডার: আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), রাউল বেলানোভা (আটালান্টা), আলেসান্দ্রো বুওঙ্গিওরনো (নাপোলি), রিকার্ডো ক্যালাফিওরি (আর্সেনাল), আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো (জুভেন্তাস), জিওভান্নি ডি লরেঞ্জো (নাপোলি), ফেদেরিকো দিমারকো (ইন্টার মিলান), মাত্তেও গাব্বিয়া (এসি মিলান), কালেব ওকোলি (লাইচেস্টার সিটি), ডেসটিনি উদোগি (টটেনহ্যাম)
মিডফিল্ডার: নিকোলো ফাগিওলি (জুভেন্তাস), ডেভিড ফ্র্যাটেসি (ইন্টার মিলান), লরেঞ্জো পেলেগ্রিনি (রোমা), নিকোলো পিসিলি (রোমা), স্যামুয়েল রিকি (টোরিনো), সান্দ্রো টোনালি (নিউক্যাসল)
ফরোয়ার্ড: ময়েসে কেন (ফিওরেন্টিনা), ড্যানিয়েল মালদিনি (মনজা), গিয়াকোমো রাসপাডোরি (নাপোলি), মাতেও রেতেগুই (আতালান্তা)