ETV Bharat / bharat

সাভারকর-হিন্দুত্ব বিষয়ে অপমানজনক মন্তব্য ! রাহুলকে সমন আদালতের - Pune Court Summons Rahul Gandhi - PUNE COURT SUMMONS RAHUL GANDHI

দেশের বাইরে গিয়ে সাভারকর প্রসঙ্গে রাহুল গান্ধি এমন কিছু মন্তব্য করেছিলেন, যাতে তাঁর অসম্মান হয়েছে ৷ এই মামলায় তাঁকে সমন পাঠাল পুনের বিশেষ আদালত ৷

Court summons Rahul Gandhi on remarks over Savarkar
বাঁদিক থেকে ভিডি সাভারকর ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 12:43 PM IST

পুনে, 5 অক্টোবর: মানহানির ফৌজদারি মামলায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তলব করল পুনের একটি বিশেষ আদালত ৷ সাভারকর, হিন্দুত্বের আদর্শ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কংগ্রেস নেতার বিরুদ্ধে ৷ এই অভিযোগে গত বছরের এপ্রিল মাসে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন বিনায়ক দামোদর সাভারকরের এক ভাইয়ের নাতি সাত্যকি সাভারকর ৷ গত মাসে মামলাটি পুনের একটি আদালতে স্থানান্তরিত হয় ৷

শুক্রবার এই মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে সমন পাঠিয়েছে পুনের একটি বিশেষ আদালত ৷ তাঁকে 23 অক্টোবর আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ গত মাসে এই মামলাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট থেকে এমপি ও এমএলএ বিশেষ কোর্টে স্থানান্তরিত করা হয় ৷

সাত্যকি সাভারকরের আইনজীবী সংগ্রাম কোলহাতকর জানান, এই সমন জারি করেছেন এমপি ও এমএলএ বিশেষ আদালতের বিচারক অমল শিন্ডে ৷ বিচারকের নির্দেশ, রাহুল গান্ধিকে সশরীরে আদালতে হাজিরা দিয়ে জবাব দিতে হবে ৷ তাঁর বিরুদ্ধে শাস্তিযোগ্য ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে ৷

সাত্যকি সাভারকরের অভিযোগ, 2023 সালের মার্চ মাসে লন্ডনে রাহুল গান্ধি দাবি করেন, ভিডি সাভারকর বইতে লিখেছেন, তিনি এবং তাঁর 5-6 জন বন্ধু মিলে কোথাও মুসলিম লোককে মারধর করেছিলেন ৷ শুধু তাই নয়, এই ঘটনায় সাভারকর আনন্দ পেয়েছিলেন ৷

সাত্যকি সাভারকরের দাবি, এমন কোনও ঘটনা ঘটেনি ৷ ভিডি সাভারকর কোথাও এমন কিছু লেখেননি ৷ তিনি কংগ্রস নেতার এই অভিযোগকে 'মিথ্যা গল্প ও বিদ্বেষপূর্ণ' বলে উল্লেখ করেন ৷ আদালত পুলিশকে এই অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিল ৷ ভিশরামবৌগ থানা প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, অভিযোগ সত্য ৷

শুক্রবার ভিডি সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর কংগ্রেসকে তুলোধনা করে বলেন, সাভারকরকে অপমান করাটা কংগ্রেসের একটা কৌশল ৷ বিশেষত যখন নির্বাচনের সময় চলে আসে ৷ সম্প্রতি কর্ণাটকের এক মন্ত্রী বলেছেন যে, সাভারকর গরুর মাংস খেতেন ৷ এনিয়েও মানহানির মামলা দায়ের করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন রঞ্জিত ৷

পুনে, 5 অক্টোবর: মানহানির ফৌজদারি মামলায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তলব করল পুনের একটি বিশেষ আদালত ৷ সাভারকর, হিন্দুত্বের আদর্শ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কংগ্রেস নেতার বিরুদ্ধে ৷ এই অভিযোগে গত বছরের এপ্রিল মাসে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন বিনায়ক দামোদর সাভারকরের এক ভাইয়ের নাতি সাত্যকি সাভারকর ৷ গত মাসে মামলাটি পুনের একটি আদালতে স্থানান্তরিত হয় ৷

শুক্রবার এই মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে সমন পাঠিয়েছে পুনের একটি বিশেষ আদালত ৷ তাঁকে 23 অক্টোবর আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ গত মাসে এই মামলাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট থেকে এমপি ও এমএলএ বিশেষ কোর্টে স্থানান্তরিত করা হয় ৷

সাত্যকি সাভারকরের আইনজীবী সংগ্রাম কোলহাতকর জানান, এই সমন জারি করেছেন এমপি ও এমএলএ বিশেষ আদালতের বিচারক অমল শিন্ডে ৷ বিচারকের নির্দেশ, রাহুল গান্ধিকে সশরীরে আদালতে হাজিরা দিয়ে জবাব দিতে হবে ৷ তাঁর বিরুদ্ধে শাস্তিযোগ্য ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে ৷

সাত্যকি সাভারকরের অভিযোগ, 2023 সালের মার্চ মাসে লন্ডনে রাহুল গান্ধি দাবি করেন, ভিডি সাভারকর বইতে লিখেছেন, তিনি এবং তাঁর 5-6 জন বন্ধু মিলে কোথাও মুসলিম লোককে মারধর করেছিলেন ৷ শুধু তাই নয়, এই ঘটনায় সাভারকর আনন্দ পেয়েছিলেন ৷

সাত্যকি সাভারকরের দাবি, এমন কোনও ঘটনা ঘটেনি ৷ ভিডি সাভারকর কোথাও এমন কিছু লেখেননি ৷ তিনি কংগ্রস নেতার এই অভিযোগকে 'মিথ্যা গল্প ও বিদ্বেষপূর্ণ' বলে উল্লেখ করেন ৷ আদালত পুলিশকে এই অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিল ৷ ভিশরামবৌগ থানা প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, অভিযোগ সত্য ৷

শুক্রবার ভিডি সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর কংগ্রেসকে তুলোধনা করে বলেন, সাভারকরকে অপমান করাটা কংগ্রেসের একটা কৌশল ৷ বিশেষত যখন নির্বাচনের সময় চলে আসে ৷ সম্প্রতি কর্ণাটকের এক মন্ত্রী বলেছেন যে, সাভারকর গরুর মাংস খেতেন ৷ এনিয়েও মানহানির মামলা দায়ের করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন রঞ্জিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.